What is the primary meaning of "hone" as a verb?
A
To ignore an important task
B
To destroy something gradually
C
To decorate an object beautifully
D
To sharpen or improve something
উত্তরের বিবরণ
Hone (noun ও verb) অর্থ হলো কোনো কিছুকে তীক্ষ্ম বা উন্নত করা, বিশেষত দক্ষতা বা সরঞ্জাম।
-
ইংরেজি অর্থ:
-
কোনো দক্ষতা বা বিষয় ধীরে ধীরে উন্নত করা।
-
ছুরি বা অন্য কোনো সরঞ্জাম ধারালো করা।
-
-
বাংলা অর্থ: শান (-পাথর), পাথরে ঘষে ধার দেওয়া।
-
Synonyms: Sharpen (ধারালো করা), Whet (তীক্ষ্ম করা), Rub (ঘষা), Perfect (নিখুঁত করা), Scratch (আচড়ানো)
-
Antonyms: Roughen (খারাপ করা), Dampen (নষ্ট করা), Worsen (অধিকতর খারাপ করা), Decline (পতন), Decay (ক্ষয় করা)
-
অন্যান্য রূপ:
-
Hone (verb transitive) → শানানো; শান দেওয়া
-
-
উদাহরণ বাক্য:
-
The knife had been honed to razor sharpness.
-
The chef honed his knives before preparing the meal.
-
সঠিক অর্থ হলো: To sharpen or improve something.
0
Updated: 1 month ago
The artist created a perfect __________ of the famous painting, fooling even experienced collectors.
Created: 1 month ago
A
facsimmile
B
facsimilie
C
facsimile
D
facsmile
Complete sentence: The artist created a perfect facsimile of the famous painting, fooling even experienced collectors.
-
Bangla Meaning: শিল্পী বিখ্যাত চিত্রটির একেবারে নিখুঁত অনুকরণ তৈরি করেছিলেন, যা অভিজ্ঞ সংগ্রাহকদেরও বিভ্রান্ত করেছিল।
Facsimile (noun):
-
English Meaning: An exact copy or reproduction of a document, artwork, or printed material.
-
Bangla Meaning: হুবহু অনুলিপি বা প্রতিলিপি।
Example Sentences:
-
The museum displayed a facsimile of the ancient manuscript.
-
Please send a facsimile of the signed contract to our office.
0
Updated: 1 month ago
Which of the following is not a work by Ernest Hemingway?
Created: 1 month ago
A
Great Expectations
B
A Farewell to Arms
C
The Old Man and the Sea
D
For Whom the Bell Tolls
Correction on “Great Expectations” and Ernest Hemingway
-
Great Expectations is not a work by Ernest Hemingway. It is a novel by Charles Dickens, first published in 1860.
-
প্রধান চরিত্র: Pip (Narrator)
-
এটি Dickens এর অন্যতম সেরা উপন্যাস।
-
Ernest Hemingway (1899–1961)
-
একজন আমেরিকান ঔপন্যাসিক ও ছোটগল্পকার।
-
১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
লেখার ধরন: সহজ, স্পষ্ট, শক্তিশালী, যা ২০ শতকের আমেরিকান ও ব্রিটিশ সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে।
-
বর্ণনামূলক জীবন শৈলীও ব্যাপক জনপ্রিয়।
Notable works of Ernest Hemingway:
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
-
A Moveable Feast
-
Across the River and Into the Trees
-
Death in the Afternoon
-
For Whom the Bell Tolls
-
Green Hills of Africa
-
Hills Like White Elephants
-
In Our Time
-
Islands in the Stream
-
The Fifth Column
Source:
0
Updated: 1 month ago
Who created the character Oliver Twist?
Created: 1 month ago
A
Robert Browning
B
Charles Dickens
C
Emily Bronte
D
Mark Twain
Oliver Twist হলো Charles Dickens-এর রচিত একটি ক্লাসিক উপন্যাস, যা মূলত একটি অনাথ শিশুর জীবনযাত্রা এবং Victorian যুগের ইংল্যান্ডের সমাজের দারিদ্র্য ও অনৈতিকতার সমালোচনা তুলে ধরে।
-
সম্পূর্ণ নাম: Oliver Twist, or, The Parish Boy's Progress
-
প্রথম প্রকাশিত: ১৮৩৭–১৮৩৯, Dickens-এর প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস
-
প্রাথমিকভাবে প্রকাশিত হয় তার ছদ্মনাম "Boz" ব্যবহার করে
-
কাহিনী অনুসরণ করে Oliver Twist, যিনি জন্ম থেকে অনাথ এবং কিভাবে দারিদ্র্য ও সামাজিক অবহেলা তাকে নানা বিপদের মধ্যে ঠেলে দেয়।
-
উপন্যাস সমাজে দারিদ্র্য, শিশুশ্রম, এবং অনাথদের প্রতি অব্যবস্থাপনা-এর বিরুদ্ধে সমালোচনা করে।
-
Dickens দেখিয়েছেন কিভাবে দারিদ্র্য মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয় এবং লন্ডনের দুরবস্থার চিত্র ফুটিয়ে তুলেছেন।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (Charles John Huffam Dickens):
-
একজন ব্রিটিশ novelist, Victorian era-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে গণ্য।
-
তাঁর ছদ্মনাম ছিল Boz।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
উৎস:
0
Updated: 1 month ago