What does the idiom "At one’s elbow" mean?
A
Confused
B
Very far away
C
Next to someone
D
In a difficult situation
উত্তরের বিবরণ
At one's elbow একটি idiom যার অর্থ হলো next to someone বা কারো কাছাকাছি এবং সামান্য পিছনে। বাংলায় অর্থ: পাশাপাশি।
-
উদাহরণ বাক্য: He was standing at her elbow, holding out her glass.
-
বাংলায়: সে তার গ্লাস হাতে ধরে তার পাশেই দাঁড়িয়েছিল।
-
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) Confused → এটি মিলবে “at one’s wits’ end” idiom-এর সাথে, এখানে প্রযোজ্য নয়।
-
খ) Very far away → অর্থ বিপরীত।
-
ঘ) In a difficult situation → এটি “in deep water” বা “in a fix” idiom বোঝায়, এখানে প্রযোজ্য নয়।
0
Updated: 1 month ago
Which of the following pairs represents an incorrect antonym?
Created: 1 month ago
A
Squander: Conserve
B
Lucrative: Unfavorable
C
Scuttle: Slowness
D
Vituperative: Invective
• The incorrect antonym pair is — ঘ) Vituperative: Invective
-
Vituperative (গালিগালাজপূর্ণ; কটূক্তিপূর্ণ) এবং Invective (দুর্বাক্য; কটুকাটব্য; গালিগালাজ) পরস্পর সমার্থক, বিপরীতার্থক নয়।
• Other options:
-
ক) Squander ((সময় বা অর্থ) অপব্যয় করা; বেহিসাবি খরচ করা) ↔ Conserve (সংরক্ষণ করা; অপরিবর্তিত রাখা)
-
খ) Lucrative (লাভজনক; আর্থিকভাবে লোভনীয়) ↔ Unfavorable (প্রতিকূল; অসন্তোষজনক)
-
গ) Scuttle (দ্রুত প্রস্থান; তড়িঘড়ি করে পালানো) ↔ Slowness (ধীর; মন্থর)
-
এই শব্দগুলো পরস্পর বিপরীতার্থক (antonyms)।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
Which of the following is an antonym of “bard”?
Created: 1 month ago
A
Stingy
B
Essayist
C
Rhymester
D
Compliment
Bard শব্দের অর্থ মূলত একজন কবি, বিশেষত যিনি কাব্য বা মহাকাব্য মুখে বলতেন এবং একটি নির্দিষ্ট মৌখিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত ছিলেন।
-
English Meaning: A poet, traditionally one reciting epics and associated with a particular oral tradition.
-
Bangla Meaning: (১) (বিশেষত সেলটিক) চারণ। (২) (সাহিত্যিক) কবি।
-
Synonyms: Poet (কবি), Minstrel (চারণকবি), Rhymester (কবি/ছড়াকার), Troubadour (গীতিকার)।
-
Antonyms: Essayist (প্রাবন্ধিক)।
-
Other Forms:
-
Bardic (adjective) চারণিক; চারণ।
-
Bardolatry [Uncountable noun] শেক্সপিয়রের প্রতি অতিভক্তি; কবিপূজা।
-
-
Other Options:
-
Stingy - কৃপণ স্বভাব; ব্যয়কুণ্ঠ।
-
Compliment - প্রশংসাসূচক; শ্রদ্ধাসূচক বা সৌজন্যসূচক কথা।
-
-
Example Sentences:
-
Taliesin was a renowned bard who is believed to have sung at the courts of at least three Brythonic kings.
-
Maybe he saw himself as the persecuted Bard, the subject of one of his large canvases.
-
0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Megnanimous
B
Magnanimous
C
Magnenimous
D
Megnenimous
Correct Spelling: Magnanimous (Adjective)
-
English Meaning: Very kind and generous towards an enemy or someone you have defeated.
-
Bangla Meaning: মহানুভব।
Example Sentence:
-
She was magnanimous in victory, praising her opponent’s hard work.
-
Bangla Meaning: সে জয়ে মহানুভব ছিল, প্রতিদ্বন্দ্বীর কঠোর পরিশ্রমের প্রশংসা করেছিল।
Source:
0
Updated: 1 month ago