What does the idiom "At one’s elbow" mean?
A
Confused
B
Very far away
C
Next to someone
D
In a difficult situation
উত্তরের বিবরণ
At one's elbow একটি idiom যার অর্থ হলো next to someone বা কারো কাছাকাছি এবং সামান্য পিছনে। বাংলায় অর্থ: পাশাপাশি।
-
উদাহরণ বাক্য: He was standing at her elbow, holding out her glass.
-
বাংলায়: সে তার গ্লাস হাতে ধরে তার পাশেই দাঁড়িয়েছিল।
-
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) Confused → এটি মিলবে “at one’s wits’ end” idiom-এর সাথে, এখানে প্রযোজ্য নয়।
-
খ) Very far away → অর্থ বিপরীত।
-
ঘ) In a difficult situation → এটি “in deep water” বা “in a fix” idiom বোঝায়, এখানে প্রযোজ্য নয়।

0
Updated: 5 hours ago
The Da Vinci Code is written by -
Created: 1 week ago
A
Sidney Sheldon
B
Leonardo da Vinci
C
Dan Brown
D
Paulo Coelho
The Da Vinci Code
-
লেখক: Dan Brown
-
প্রকাশ: রহস্য-থ্রিলার উপন্যাস
-
কেন্দ্রীয় ঘটনা: লুভর মিউজিয়ামের কিউরেটর Jacques Sauniere-এর হত্যাকাণ্ড।
মূল চরিত্র ও ঘটনা:
-
Robert Langdon: হার্ভার্ডের ধর্মীয় প্রতীকবিদ্যা অধ্যাপক, রহস্য সমাধানে মূল চরিত্র।
-
Sophie Neveu: ফরাসি ক্রিপ্টোলজিস্ট, Langdon-এর সহযোগী।
-
গুরুত্বপূর্ণ সংগঠন: Priory of Sion, Opus Dei।
-
অন্যান্য চরিত্র: রহস্যময় সন্ন্যাসী Silas, ব্রিটিশ ঐতিহাসিক Sir Leigh Teabing।
-
প্লট: লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্মে লুকানো সংকেত অনুসন্ধান এবং ধর্ম, ইতিহাস ও শিল্পের জটিল সম্পর্কের মধ্যে গোপন সত্য উন্মোচন।
Dan Brown সম্পর্কে:
-
জন্ম: June 22, 1964
-
প্রখ্যাত রচনাসমূহ:
-
Angels & Demons
-
The Da Vinci Code
-
The Lost Symbol
-
Inferno
-
Source: Britannica

0
Updated: 1 week ago
"Ulysses" by Alfred Lord Tennyson is a -
Created: 1 month ago
A
Novel
B
Blank-verse poem
C
Ballad
D
Short story
• "Ulysses" by Alfred Lord Tennyson is a blank-verse poem.
• Ulysses (Poem):
-
Written in blank verse, the poem was composed in 1833 and published in the two-volume collection Poems (1842).
-
Inspired by Homer’s Iliad.
-
It is primarily a Dramatic Monologue, expressing the reflections of the aged hero Ulysses.
• Famous Quotes:
-
"Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield."
-
"I will never rest from travels, I will drink life to the lees."
• Lord Alfred Tennyson (1809–1892):
-
A leading poet of the Victorian Period, regarded as its chief representative.
-
Appointed Poet Laureate of England in 1850.
-
Renowned for his melodious language, often called a Lyric Poet.
-
His elegy In Memoriam was written in grief for the death of his close friend Arthur Henry Hallam.
• Famous Poems by Tennyson:
-
Oenone
-
Ulysses
-
The Lotos-Eaters
-
Locksley Hall
-
In Memoriam
-
Morte D'Arthur
-
The Princess
-
The Two Voices
-
The Lady of Shalott
• Note: The novel "Ulysses" was written by Irish author James Joyce, not Tennyson.
Source: Britannica.

0
Updated: 1 month ago
What are the "two cities" referred to in the title "A Tale of Two Cities"?
Created: 2 days ago
A
Paris and Rome
B
London and Paris
C
London and Berlin
D
Rome and Berlin
A Tale of Two Cities হলো Charles Dickens–এর রচিত একটি বিখ্যাত উপন্যাস, যেখানে দুই শহর—London এবং Paris—এর কাহিনি একসাথে ফুটিয়ে তোলা হয়েছে। এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৫৯ সালে এবং ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে রচিত।
-
Two Cities বলতে এখানে London এবং Paris বোঝানো হয়েছে।
-
গল্পে প্রেম, ত্যাগ, সংগ্রাম এবং বিপ্লবের আবহ একসাথে ধরা পড়েছে।
Characters
-
Sydney Carton
-
Lucie Manette
-
Charles Darnay
-
Dr. Alexandre Manette
-
Madame Defarge
প্রধান চরিত্র
-
Charles Darnay: একজন ফরাসি অভিজাত, যে নিজের পরিবারের অন্যায়ের জন্য অনুতপ্ত ছিল।
-
Sydney Carton: একজন হতাশাগ্রস্ত ইংরেজ আইনজীবী, যিনি Lucie Manette–এর প্রেমে পড়েন।
সারসংক্ষেপ
-
তরুণী Lucie Manette বিস্ময়ে জানতে পারে যে তার বাবা Dr. Alexandre Manette এখনও জীবিত আছেন।
-
তিনি এক অত্যাচারী অভিজাত পরিবারের ষড়যন্ত্রে নির্দোষ হয়েও দীর্ঘ সময় কারাভোগ করেন এবং সেই সময় মুচির কাজ শিখে নেন।
-
পরে Lucie বড় হয়ে প্যারিস থেকে বাবাকে উদ্ধার করে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay–এর, যিনি ফরাসি রাজপরিবারের সদস্য হলেও পরিবারের অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন।
-
পরবর্তীতে তাদের জীবনে প্রবেশ করেন Sydney Carton, যিনি Lucie–এর প্রতি গভীর প্রেম অনুভব করেন।
-
কাহিনি ফরাসি বিপ্লবের ভয়াবহতা, রাজনৈতিক অস্থিরতা এবং মানবিক সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়ে চলে।
Charles Dickens (1812–1870)
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ব্রিটিশ ঔপন্যাসিক।
-
তাঁর ছদ্মনাম ছিল Boz।
His Famous Works
-
David Copperfield (আত্মজীবনীমূলক)
-
Oliver Twist
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Hard Times

0
Updated: 2 days ago