একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হল। তিনবারই টেল আসার সম্ভাবনা কত?
A
1/4
B
1/7
C
1/8
D
4/7
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হল। তিনবারই টেল আসার সম্ভাবনা কত?
সমাধান:
মুদ্রা তিনবার নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হবে:
= HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT
মোট সম্ভাব্য ফলাফল = 8 টি
এর মধ্যে সর্বাধিক 3 বার টেল(T) আসলে ফলাফল হয় = TTT অর্থাৎ 1 টি
মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে সর্বাধিক বার টেল (T) আসার সম্ভাবনা = 1/8
0
Updated: 1 month ago
কটি ঘড়ি প্রতিদিন ১৮ মিনিট করে পিছিয়ে যায়। কতদিন পর ঘড়িটি আবার সঠিক সময় প্রদর্শন করবে?
Created: 1 month ago
A
৩০ দিন
B
৪০ দিন
C
৪৫ দিন
D
৬০ দিন
0
Updated: 1 month ago
একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
Created: 2 months ago
A
1/2
B
1/3
C
1
D
1/6
গণিত
পরিসংখ্যান (Statistics)
বিন্যাস (Permutation)
বীজগণিত (Algebra)
সমাবেশ (Combination)
সম্ভাব্যতা (Probability)
সেট (Set)
প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
সমাধান:
একটি ছক্কা একবার নিক্ষেপ করলে মোট সম্ভাব্য ফলাফল = {1, 2, 3, 4, 5, 6}
সুতরাং, মোট ফলাফল সংখ্যা = 6টি
জোড় সংখ্যা আসার অনুকূল ঘটনা = {2, 4, 6}
সুতরাং, অনুকূল ঘটনা= 3টি
∴ জোড় সংখ্যা আসার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ফলাফল সংখ্যা
= 3/6
= 1/2
0
Updated: 2 months ago
If you toss a coin twice, what is the probability that you will get heads the second time?
Created: 3 weeks ago
A
30%
B
40%
C
50%
D
60%
Question: If you toss a coin twice, what is the probability that you will get heads the second time?
Solution:
When we toss a coin the sample outcomes are = {HH, HT, TH, TT}
Total number of outcome = 4
Heads in the second time {HH, TH} = 2
∴ Probability that I will get heads the second time = 2/4 = 1/2 = (1 × 100)/2 % = 50%
0
Updated: 3 weeks ago