Transform it into a simple sentence:
As he was ill, he could not attend school.
A
He was ill, so he missed school.
B
Being ill, he could not attend school.
C
Since he was ill, he missed school.
D
He couldn’t attend school though he was ill.
উত্তরের বিবরণ
এই প্রশ্নে complex sentence-কে simple sentence-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— Being ill, he could not attend school.
-
মূল বাক্য: As he was ill, he could not attend school.
-
এটি একটি complex sentence, কারণ এতে দুটি clause রয়েছে: একটি principal clause এবং একটি subordinate clause।
-
Simple sentence-এ কেবল একটি clause থাকে, অথবা subordinate clause-এর পরিবর্তে participle phrase ব্যবহার করা হয়।
-
Being ill হলো present participle phrase, যা As he was ill এর সরল রূপ।
-
এটি বাক্যের অর্থ অক্ষুণ্ণ রেখে কেবল একটি clause-এ রূপান্তর করে।
-
তাই সঠিক simple sentence হলো: Being ill, he could not attend school.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) He was ill, so he missed school → এটি compound sentence।
-
গ) Since he was ill, he missed school → এটি complex sentence।
-
ঘ) He couldn’t attend school though he was ill → এটি complex sentence।
0
Updated: 1 month ago
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence :
Created: 2 months ago
A
He was always arguing with his brother.
B
His failure resulted for lack of attention.
C
When will you write to him about your plan?
D
Who was the boy you were all laughing at?
ভুল বাক্য:
His failure resulted for lack of attention.
– এখানে resulted এর পরে for না হয়ে in অথবা from ব্যবহার করতে হবে।
✅ সঠিক বাক্য:
His failure resulted from a lack of attention.
বাংলা অর্থ: তার ব্যর্থতার কারণ ছিল মনোযোগের অভাব।
Result (intransitive verb) এর ব্যবহার:
-
result from → কোনো কিছুর ফল হিসেবে ঘটানো বা হওয়া।
উদাহরণ: His illness resulted from overwork. (তার অসুস্থতা অতিরিক্ত কাজের ফল।) -
result in → কোনো কিছুর কারণ হয়ে দাঁড়ানো, ফলস্বরূপ ঘটানো।
উদাহরণ: The plan resulted in success. (পরিকল্পনাটি সফলতা ডেকে এনেছে।)
বাকি বাক্যগুলো সঠিক:
ক) He was always arguing with his brother.
বাংলা অর্থ: সে সবসময় তার ভাইয়ের সাথে তর্ক করত।
গ) When will you write to him about your plan?
বাংলা অর্থ: আপনি কবে তাকে আপনার পরিকল্পনা সম্পর্কে লিখবেন?
ঘ) Who was the boy you were all laughing at?
বাংলা অর্থ: তোমরা সবাই যে ছেলেটিকে দেখে হাসছিলে, সে কে ছিল?
0
Updated: 2 months ago
Shelley's "Ozymandias" is a/an -
Created: 1 month ago
A
sonnet
B
elegy
C
dramatic monologue
D
novel
Ozymandias হলো P.B. Shelley রচিত একটি বিখ্যাত কবিতা। এটি একটি Sonnet, যা প্রথম প্রকাশিত হয় ১৮১৮ সালে। কবিতার শিরোনামে ব্যবহৃত Ozymandias আসলে ফারাও রামেসেস দ্বিতীয়ের (Ramesses II) গ্রিক নাম। মূলত এটি প্রাচীন মিশরের এক শক্তিশালী শাসককে নির্দেশ করে। কবিতার মূল বক্তব্য হলো— একচ্ছত্র ক্ষমতা ক্ষণস্থায়ী; যতই শাসক ক্ষমতাধর ও শক্তিশালী হোক না কেন, তার প্রভাব-প্রতাপ সময়ের সাথে সাথে বিলীন হয়ে যায়।
P.B. Shelley:
-
তিনি একজন English Romantic poet।
-
ব্যক্তিগত ভালোবাসা ও সামাজিক ন্যায়বিচারের প্রতি তাঁর উচ্ছ্বসিত অন্বেষণ ধীরে ধীরে প্রকাশ্য কর্মকাণ্ড থেকে সরে এসে কবিতার মাধ্যমে প্রকাশিত হয়, যা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার অন্তর্ভুক্ত।
Shelley-এর উল্লেখযোগ্য রচনা
Poem:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci
উৎস:
0
Updated: 1 month ago
What is the meaning of the idiom "Carry the day"?
Created: 2 months ago
A
To gain victory
B
Delay the result
C
Feeling despair
D
Stop working
Idiom: “Carry the Day”
-
Meaning:
-
English: To be victorious or successful
-
Bangla: জয়লাভ করা বা সফল হওয়া
-
-
Example Sentence:
-
Truth and justice will carry the day.
-
Bangla: সত্য ও ন্যায়বিচারই জয়লাভ করবে।
-
-
Usage Context:
-
The idiom means to gain victory in any situation
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-
0
Updated: 2 months ago