Transform into an exclamatory sentence:
It was a very tragic event.
A
A tragic event it was!
B
What a tragic event it was!
C
What tragic it was!
D
How was the event tragic!
উত্তরের বিবরণ
এই প্রশ্নে একটি assertive sentence-কে exclamatory sentence-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— What a tragic event it was!
-
মূল বাক্য: It was a very tragic event.
-
এটি একটি বর্ণনামূলক (assertive) বাক্য।
-
Exclamatory sentence গঠনের জন্য সাধারণত “What a…” বা “How…” এর মতো কাঠামো ব্যবহার করা হয়।
-
সঠিক গঠন হলো: What + a + adjective + noun + subject + verb → “What a tragic event it was!”
-
এই বাক্যটি ঘটনার করুণতা প্রকাশ করে এবং শ্রোতার মনে আবেগ সৃষ্টি করে।
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) A tragic event it was! → এটি exclamatory structure নয়।
-
গ) What tragic it was! → এখানে noun অনুপস্থিত, তাই বাক্য অসম্পূর্ণ এবং ভুল।
-
ঘ) How was the event tragic! → এটি প্রশ্নবোধক গঠন, exclamatory নয়।
0
Updated: 1 month ago
She is committed to _______ her skills.
Created: 2 months ago
A
improving
B
be improved
C
be improving
D
improve
Use of Verb+ing after Certain Phrases with “to”
-
সাধারণত to এর পর Verb এর base form আসে, তবে কিছু বিশেষ phrase বা expression এর পরে verb+ing ব্যবহার হয়।
প্রধান phrase সমূহ:
-
With a view to
-
With an eye to
-
Accustomed to
-
Adhere to
-
Adverse to
-
Addicted to
-
Committed to
-
Confess to
-
Devoted to
-
Look forward to
-
Conducive to
-
Be used to
-
Get used to
Correct Sentence Example:
-
She is committed to improving her skills.
-
এখানে committed to phrase এর পরে improving ব্যবহার করা হয়েছে।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain
0
Updated: 2 months ago
Questions 29 to 30: Choose the correct analogy.
Burden : Encumber :: Weariness : ________
Created: 1 month ago
A
Recapitulate
B
Elongate
C
Boredom
D
Perceptible
• Burden : Encumber :: Weariness : Boredom
• শব্দগুলোর অর্থ:
-
Burden (Noun) — ভার; বোঝা; গুরুভার; (সাহিত্য ও লাক্ষণিক) বোঝা; যা বহন করা কঠিন
-
Encumber (Verb) — বাধা; বোঝা; দায়
-
Weariness (Noun) — ক্লান্তি; অবসাদ
• Given options:
-
ক) Recapitulate (Verb) — (আলোচিত কোনো বিষয়ের) প্রধান দফা পুনরাবৃত্তি করা; মূল প্রসঙ্গগুলো পুনর্ব্যক্ত করা
-
খ) Elongate (Verb) — দীর্ঘ করা; সম্প্রসারিত করা
-
গ) Boredom (Noun) — একঘেয়েমিজনিত বিরক্তি বা ক্লান্তি
-
ঘ) Perceptible (Adjective) — প্রত্যক্ষ করা যায় বা উপলব্ধি করা যায় এমন; প্রত্যক্ষ
• Analogical Relation:
-
'Burden' is synonymous with 'Encumber'. Similarly, 'Weariness' is synonymous with 'Boredom'.
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
Choose the adjective form of 'Miser'.
Created: 2 months ago
A
Miserably
B
Miser
C
Miserly
D
Misery
Adjective Form of ‘Miser’
• Answer:
-
গ) Miserly
• Miser (Noun)
-
English Meaning: A person who hoards wealth and spends as little money as possible
-
Bangla Meaning: কৃপণ; অর্থপিশাচ; বখিল; কঞ্জুস
• Adjective Form:
-
Miserly — ব্যয়কুণ্ঠ; কৃপণ
• Other Forms:
-
Miserable (Adjective)
-
Miserableness (Noun)
-
Miserably (Adverb)
• Related Word – Misery (Noun):
-
দুঃখযাতনা; দুর্গতি; দুর্দশা; যন্ত্রণা; মর্মপীড়া; মর্মযন্ত্রণা; দুরবস্থা
-
কথ্য অর্থে: সর্বদা দুর্দশাগ্রস্ত ও ঘ্যানঘ্যানে ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Oxford Dictionary
0
Updated: 2 months ago