She hardly comes here, ____?
A
didn’t she?
B
did she?
C
doesn’t she?
D
does she?
উত্তরের বিবরণ
এই প্রশ্নে Tag Question গঠনের নিয়ম প্রয়োগ করে সঠিক উত্তর নির্ধারণ করতে হবে। সঠিক উত্তর হলো— does she?
-
Tag question সাধারণত মূল বাক্যের সত্যতা যাচাই বা নিশ্চিত হওয়ার জন্য ব্যবহৃত হয়।
-
Tag question-এ subject সবসময় মূল sentence-এর subject-এর pronoun হয়।
-
Tag গঠনের ক্ষেত্রে auxiliary verb ব্যবহৃত হয় এবং সাধারণত তার contracted form ব্যবহৃত হয়।
-
মূল বাক্য positive হলে tag হয় negative, আর মূল বাক্য negative হলে tag হয় positive।
উদাহরণে বাক্যটি হলো: She hardly comes here, ____?
-
এখানে hardly একটি negative শব্দ। যদিও not ব্যবহার করা হয়নি, তবুও বাক্যটি negative অর্থ প্রকাশ করছে।
-
She hardly comes here মানে: “সে প্রায় কখনোই এখানে আসে না।” অর্থাৎ বাক্যটি negative।
-
তাই এর tag হবে positive: does she?
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) didn’t she? → এটি past tense-এর tag, কিন্তু মূল বাক্য present tense-এ আছে।
-
খ) did she? → tense মিললেও present simple গঠনে এটি সঠিক নয়।
-
গ) doesn’t she? → এটি negative tag, কিন্তু মূল বাক্যে hardly থাকার কারণে বাক্য ইতোমধ্যেই negative। তাই আবার negative tag ব্যবহার করা যাবে না।
0
Updated: 1 month ago
__________ sugar should I buy for the cake?
Created: 3 months ago
A
What
B
What many
C
How many
D
How much
সঠিক উত্তর হল ক) How much.
Complete sentence: How much sugar should I buy for the cake?
• "Sugar" একটি uncountable noun, তাই এর সাথে "How much" ব্যবহার হয়।
- how much- কতটা; কী পরিমাণ; কতখানি।
• How much ব্যবহার হয় uncountable noun এর সাথে:
Example: How much sugar?
• How many ব্যবহার হয় countable noun এর সাথে:
Example: How many books?
0
Updated: 3 months ago
Identify the part of speech of 'almost'.
Created: 1 month ago
A
Noun
B
Pronoun
C
Adverb
D
Preposition
The correct answer: Adverb
-
Almost (adverb)
-
English meaning: very nearly but not exactly or entirely
-
Bangla meaning: প্রায়
-
-
Example: The work is almost done.
Note:
-
Depending on the sentence, almost can also function as an adjective.
-
Example: an almost failure
-
Source:
0
Updated: 1 month ago
Which of the following words can replace 'Tardy'?
Created: 1 month ago
A
Off hand
B
Precocious
C
Dilatory
D
Weak
Correct answer: গ) Dilatory
Tardy (adjective)
-
English Meaning: moving slowly; sluggish; delayed beyond the expected or proper time; late
-
Bangla Meaning: ধীর; ধীরগতিসম্পন্ন; দেরিতে আগত বা দেরিতে সম্পন্ন
Given options:
-
ক) Off hand – পূর্বচিন্তা বা প্রস্তুতি ছাড়া; তাৎক্ষণিক; আচরণে ভাবলেশহীন; অমনোযোগী; সংক্ষিপ্ত ও কাটখোট্টা
-
খ) Precocious – স্বাভাবিক সময়ের পূর্বে কোনো চিত্তবৃত্তি বিকশিত; বালপক্ব; প্রৌঢ়বুদ্ধি
-
গ) Dilatory – দীর্ঘসূত্রী; ধীরগতি বা দেরিতে কাজ করা
-
ঘ) Weak – দুর্বল; ভঙ্গুর
ব্যাখ্যা:
উল্লেখিত অপশনগুলোর মধ্যে, tardy শব্দটি সর্বোত্তমভাবে Dilatory দ্বারা প্রতিস্থাপন করা যায়।
উৎস:
0
Updated: 1 month ago