কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
A
খুলনা
B
কুমিল্লা
C
যশোর
D
ময়মনসিংহ
উত্তরের বিবরণ
বাংলাদেশে মোট মৎস্য উৎপাদন ৫০,১৮,৪৮৩ মেট্রিক টন, যার মধ্যে মিঠা পানিতে উৎপাদিত মাছের পরিমাণ ৪৩,৮৯,৮৬০ মেট্রিক টন এবং লোনা পানিতে উৎপাদিত মাছের পরিমাণ ৬,২৮,৬২৩ মেট্রিক টন। মিঠা পানির মাছ উৎপাদন দেশের মৎস্য সম্পদের মূল অংশ গঠন করে।
-
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ জেলা:
-
ময়মনসিংহ: ৩,৪৫,০০১ মেট্রিক টন
-
কুমিল্লা: ৩,১৫,৪৫৭ মেট্রিক টন
-
যশোর: ২,৪৮,০৮৯ মেট্রিক টন
-
-
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ বিভাগ:
-
চট্টগ্রাম: ৮,৮০,৭৯৭ মেট্রিক টন
-
খুলনা: ৮,২২,৩৬১ মেট্রিক টন
-
রাজশাহী: ৫,৭৬,৮৩০ মেট্রিক টন
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের কৃষিতে 'শতাব্দী ও ডেলফোজ' কী ধরনের ফসলের জাত হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
ভুট্টা ও তামাক
B
গম ও তুলা
C
গম ও টমেটো
D
আলু ও আম
গমের কিছু উন্নত জাতের মধ্যে রয়েছে: বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন, শতাব্দী।
তুলার উন্নত জাত: সিবি-১০, রূপালী, ডেলফোজ।
অন্যান্য ফসল ও তাদের কিছু উন্নত জাত:
-
ধান: ব্রি হাইব্রিড-১, সুফলা, প্রগতি
-
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ
-
বেগুন: নয়নতারা, শুকতারা, বিজয়
-
আলু: হিরা, গ্রানোলা, কার্ডিনাল
-
আম: ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা
0
Updated: 1 month ago
কোন রাজবংশের শাসনামলে 'কৈবর্ত বিদ্রোহ' সংঘটিত হয়েছিল?
Created: 1 month ago
A
গুপ্ত রাজবংশ
B
পাল রাজবংশ
C
সেন রাজবংশ
D
কুষাণ রাজবংশ
কৈবর্ত বিদ্রোহ
-
পাল রাজবংশের শাসনামলে সংঘটিত একটি জনবিদ্রোহ।
-
অন্য নাম: বরেন্দ্র বিদ্রোহ
-
সময়কাল: দ্বিতীয় মহীপালের শাসনামল, প্রায় ১০৭৫–১০৮০ খ্রি।
-
নেতৃত্ব: দিব্যক বা দিব্য; সম্ভবত তিনি প্রথমে পালদের একজন রাজকর্মচারী বা সামন্ত ছিলেন।
-
উদ্দেশ্য: কৈবর্তদের একত্রিত করে পাল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গঠন।
-
প্রত্যক্ষ কারণ: ধর্মীয় কারণে বিদ্রোহের সূচনা।
-
গুরুত্ব: বাংলাদেশ ও ভারতের ইতিহাসে এটি প্রথম সফল জনবিদ্রোহ হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
২০২৪-২৫ অর্থবছরের জিডিপি'র সাময়িক হিসাব অনুসারে, কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত?
Created: 3 weeks ago
A
১.১৯%
B
১.২৯%
C
১.৫৯%
D
১.৭৯%
খাতভিত্তিক জিডিপি প্রবৃদ্ধি (২০২৪-২৫ অর্থবছর):
-
সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধি: ৩.৯৭% (চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪.২২%)
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
খাতভিত্তিক প্রবৃদ্ধি:
-
কৃষি খাত: ১.৭৯%
-
শিল্প খাত: ৪.৩৪%
-
সেবা খাত: ৪.৫১%
-
0
Updated: 3 weeks ago