বাংলাদেশের প্রথম ‘স্কিন ব্যাংক’ চালু হয়েছে কোথায়?
A
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
B
বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল
C
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
D
বারডেম জেনারেল হাসপাতাল
উত্তরের বিবরণ
স্কিন ব্যাংক (Skin Bank) – বাংলাদেশে প্রবর্তন
-
সংজ্ঞা ও প্রয়োজনীয়তা:
বিশ্বের বিভিন্ন দেশে স্কিন ব্যাংক একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি।-
গুরুতর দগ্ধ রোগীর ক্ষেত্রে যখন নিজের শরীর থেকে চামড়া নেওয়া সম্ভব হয় না, তখন সংরক্ষিত চামড়া (donor skin) স্কিন ব্যাংক থেকে প্রতিস্থাপন করা হয়।
-
-
বাংলাদেশে প্রবর্তন:
-
দেশের প্রথম স্কিন ব্যাংক চালু করা হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
-
উদ্বোধন: ৯ জানুয়ারি, ২০২৫
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ২০ ফেব্রুয়ারি, ২০২৫
-
-
প্রযুক্তি ও সহায়তা:
-
কারিগরি সহায়তা প্রদান করেছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল।
-
উন্নত প্রযুক্তির ৮টি বিশেষ ফ্রিজ ব্যবহার করে চামড়া সংরক্ষণ করা হয়।
-
-
উল্লেখযোগ্য তথ্য:
-
এটি দেশের একমাত্র স্কিন ব্যাংক।
-
গুরুতর দগ্ধ রোগীদের জন্য জীবনরক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
-
সংক্ষেপে:
স্কিন ব্যাংক রোগীর শরীরের চামড়া বিকল্প হিসেবে সংরক্ষিত চামড়া সরবরাহের মাধ্যমে দগ্ধ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।

0
Updated: 6 hours ago
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে জনপ্রশাসন খাতে বরাদ্দের পরিমাণ -
Created: 4 days ago
A
১৭.৮%
B
১৯.৩%
C
২৩.৫%
D
২৭.২%
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট:
- ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতসমূহ,
• প্রথম অবস্থানে জনপ্রশাসন - ২৩.৫%।
• দ্বিতীয় অবস্থানে শিক্ষা ও প্রযুক্তি - ১৪.০%।
• তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ - ৯.০%।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অউন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ।

0
Updated: 4 days ago
সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কত দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করতে হয়?
Created: 4 days ago
A
৩০ দিন
B
৬০ দিন
C
৯০ দিন
D
১২০ দিন
জাতীয় সংসদ:
- জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা।
- দেশের সংবিধানের বিধানাবলি সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের ওপর ন্যস্ত।
- প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি।
- জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
- সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়।
- জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয়।
- অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
- বাংলাদেশের সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে।
- ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন।

0
Updated: 4 days ago
স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন-
Created: 2 weeks ago
A
সতীন সরকার
B
সৈয়দ আলী আহসান
C
সৈয়দ শামসুল হক
D
শামসুর রহমান
• স্বাধীনতা পদক:
- ‘স্বাধীনতা পদক’ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
- মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
- ১৯৭৭ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে।
- স্বাধীনতা পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, পাঁচ লক্ষ টাকা এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।
প্রশ্নে উল্লেখিত চার জন ব্যক্তিই বিভিন্ন সময়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন।
প্রশ্নের অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
এখানে,
- কবি শামসুর রহমান ১৯৯১ সালে সাহিত্যে,
- যতীন সরকার শিক্ষায় ২০১০ সালে,
- সৈয়দ আলী আহসান সাহিত্যে- ১৯৮৭ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
এবং
- সৈয়দ শামসুল হক ২০০০ খ্রিষ্টাব্দে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য,
অপশনে ‘সতীন’ –এর স্থলে ‘যতীন’ এবং ‘রহমান’ –এর স্থলে ‘রাহমান’ হবে।
উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট, বাংলাপিডিয়া।

0
Updated: 2 weeks ago