বাংলাদেশে কোন মৌসুমে ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয়?
A
ইরি
B
আমন
C
বোরো
D
আউশ
উত্তরের বিবরণ
ধান (Rice) – বাংলাদেশের প্রধান খাদ্যশস্য
-
মূল তথ্য:
ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। দেশের হেক্টরপ্রতি গড় ধানের ফলন ৪.২ টন। -
ধানের মৌসুম ও ধরন:
আবহাওয়া ও জলবায়ুর ওপর ভিত্তি করে ধান উৎপাদনের তিনটি মৌসুম লক্ষ্য করা যায়:-
আউশ ধান
-
আমন ধান
-
বোরো ধান
উৎপাদনের পরিমাণ অনুসারে:
-
বোরো ধান সর্বাধিক উৎপাদিত।
-
তারপর আমন ধান।
-
শেষে আউশ ধান।
-
-
উৎপাদন পরিসংখ্যান (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী):
ধানের ধরণ উৎপাদিত জমি (লক্ষ একর) মোট উৎপাদন (লক্ষ মেট্রিক টন) শীর্ষ জেলা শীর্ষ বিভাগ বোরো ১২০.৫৩ ২১০.৬৮ ময়মনসিংহ রাজশাহী আমন ১৪২.১০ ১৬৬.৫৬ দিনাজপুর রংপুর আউশ ২৫.৫৭ ২৯.৭৩ কুমিল্লা চট্টগ্রাম -
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের ধান উৎপাদনে ময়মনসিংহ জেলা শীর্ষে।
-
উৎপাদনের শীর্ষ বিভাগ ধান ধরন অনুযায়ী ভিন্ন:
-
বোরো: রাজশাহী
-
আমন: রংপুর
-
আউশ: চট্টগ্রাম
-
-
-
সংক্ষেপে:
বোরো ধান প্রধান উৎপাদিত ধান, এবং ধান বাংলাদেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি।

0
Updated: 6 hours ago
বর্তমানে চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কয়টি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 6 hours ago
A
১৬৫টি
B
১৬৮টি
C
১৭০টি
D
১৭২টি
বাংলাদেশে চায়ের চাষাবাদ শুরু হয় ১৮৪০ সালে এবং ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতার পূর্ব পর্যন্ত দেশে চা আবাদ সীমিত ছিল শুধুমাত্র দুইটি জেলায়। পরবর্তীতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আরও চা বাগান তৈরি হয়। বাংলাদেশ চা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৭০টি নিবন্ধিত চা বাগান রয়েছে।
-
বাংলাদেশে চা চাষের শুরু: ১৮৪০
-
প্রথম বাণিজ্যিক চা বাগান: ১৮৫৪, সিলেটের মালনিছড়া
-
স্বাধীনতার পূর্ব চা চাষের জেলা: সিলেট ('সুরমা ভ্যালি') ও চট্টগ্রাম ('হালদা ভ্যালি', বর্তমানে চট্টগ্রাম ভ্যালি)
-
পরবর্তীতে চা বাগান বৃদ্ধি: হবিগঞ্জ ও মৌলভীবাজার
-
বর্তমানে নিবন্ধিত চা বাগান: ১৭০টি
-
সর্বাধিক চা বাগান: মৌলভীবাজার (৯০টি)

0
Updated: 6 hours ago
বাংলাদেশে বীজের মান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
Created: 6 days ago
A
SCA
B
AIS
C
BRRI
D
BADC
বীজ প্রত্যয়ন এজেন্সি (Seed Certification Agency, SCA) হলো বাংলাদেশে বীজের মান নিয়ন্ত্রণ ও প্রত্যয়নকারী কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। এটি নিয়ন্ত্রিত ফসলের বীজ পরীক্ষা ও প্রত্যয়ন করে।
-
পূর্ণরূপ: Seed Certification Agency (বীজ প্রত্যয়ন এজেন্সী)
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
উদ্দেশ্য: বীজের মান নিয়ন্ত্রণ ও প্রত্যয়ন
-
মূল কার্যক্রম:
-
সরকার ও বেসরকারি খাতে উৎপাদিত নোটিফাইড ফসলের (যেমন ধান, গম, পাট, আলু) বীজ মাঠ পরিদর্শন, পরীক্ষা ও ট্যাগ ইস্যু মাধ্যমে মান নিশ্চিত করা
-
বেসরকারি প্রতিষ্ঠান ও চাষীদের উৎপাদিত বীজের পরীক্ষা
-
আমদানিকৃত বীজ পরীক্ষা করা
-
ভ্যারাইটি অবমুক্তকরণ ও নিবন্ধন
-
বীজের মান পরীক্ষা এবং ট্যাগ প্রদান
-
-
আইনি ভিত্তি: জাতীয় বীজ নীতি-১৯৯৩, বীজ আইন-২০১৮ এবং বীজ বিধিমালা-২০২০

0
Updated: 6 days ago
২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-জুন সময়ে বাংলাদেশের পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার?
Created: 1 week ago
A
৪৫,০০০.৫০ মিলিয়ন মার্কিন ডলার
B
৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
C
৫০,৫০০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার
D
৪৬,৭৫০.৮০ মিলিয়ন মার্কিন ডলার
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের রপ্তানি কার্যক্রম
-
বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের রপ্তানি আয়: ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলার
-
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা: ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
-
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের অর্জিত রপ্তানি আয়: ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
-
বিগত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের তুলনায় ৮.৫৮% বৃদ্ধি
-
নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রার ৯৬.৫৭% অর্জিত
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো

0
Updated: 1 week ago