বাংলাদেশে কোন মৌসুমে ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয়?
A
ইরি
B
আমন
C
বোরো
D
আউশ
উত্তরের বিবরণ
ধান (Rice) – বাংলাদেশের প্রধান খাদ্যশস্য
-
মূল তথ্য:
ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। দেশের হেক্টরপ্রতি গড় ধানের ফলন ৪.২ টন। -
ধানের মৌসুম ও ধরন:
আবহাওয়া ও জলবায়ুর ওপর ভিত্তি করে ধান উৎপাদনের তিনটি মৌসুম লক্ষ্য করা যায়:-
আউশ ধান
-
আমন ধান
-
বোরো ধান
উৎপাদনের পরিমাণ অনুসারে:
-
বোরো ধান সর্বাধিক উৎপাদিত।
-
তারপর আমন ধান।
-
শেষে আউশ ধান।
-
-
উৎপাদন পরিসংখ্যান (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী):
ধানের ধরণ উৎপাদিত জমি (লক্ষ একর) মোট উৎপাদন (লক্ষ মেট্রিক টন) শীর্ষ জেলা শীর্ষ বিভাগ বোরো ১২০.৫৩ ২১০.৬৮ ময়মনসিংহ রাজশাহী আমন ১৪২.১০ ১৬৬.৫৬ দিনাজপুর রংপুর আউশ ২৫.৫৭ ২৯.৭৩ কুমিল্লা চট্টগ্রাম -
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের ধান উৎপাদনে ময়মনসিংহ জেলা শীর্ষে।
-
উৎপাদনের শীর্ষ বিভাগ ধান ধরন অনুযায়ী ভিন্ন:
-
বোরো: রাজশাহী
-
আমন: রংপুর
-
আউশ: চট্টগ্রাম
-
-
-
সংক্ষেপে:
বোরো ধান প্রধান উৎপাদিত ধান, এবং ধান বাংলাদেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি।
0
Updated: 1 month ago
'সোনালিকা' ও ' আকবর' বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
Created: 2 months ago
A
উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
B
উন্নত জাতের ধানের নাম
C
দুটি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
D
উন্নত জাতের গমের নাম
বাংলাদেশের উন্নত জাতের ফসলসমূহ
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) বিভিন্ন ফসলের উন্নত জাত উদ্ভাবন করেছে, যা দেশের কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো হলো:
১. গমের উন্নত জাত:
সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর
২. ধানের উন্নত জাত:
ইরাটম, ব্রি হাইব্রিড-১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি
৩. তামাকের উন্নত জাত:
সুমাত্রা, ম্যানিলা
৪. ভুট্টার উন্নত জাত:
বর্ণালী, শুভ্রা, উত্তরণ
৫. আমের উন্নত জাত:
মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি, মোহনভোগ
৬. টমেটোর উন্নত জাত:
বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী
৭. মরিচের উন্নত জাত:
যমুনা
৮. বেগুনের উন্নত জাত:
শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো
৯. আলুর উন্নত জাত:
হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা
১০. তুলার উন্নত জাত:
সিবি-১০, রূপালী, ডেলফোজ
উৎস: [কৃষি তথ্য সার্ভিস]
0
Updated: 2 months ago
২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-জুন সময়ে বাংলাদেশের পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার?
Created: 1 month ago
A
৪৫,০০০.৫০ মিলিয়ন মার্কিন ডলার
B
৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
C
৫০,৫০০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার
D
৪৬,৭৫০.৮০ মিলিয়ন মার্কিন ডলার
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের রপ্তানি কার্যক্রম
-
বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের রপ্তানি আয়: ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলার
-
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা: ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
-
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের অর্জিত রপ্তানি আয়: ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
-
বিগত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের তুলনায় ৮.৫৮% বৃদ্ধি
-
নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রার ৯৬.৫৭% অর্জিত
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো
0
Updated: 1 month ago
উচ্চ ফলনশীল গমের জাত কোনটি?
Created: 1 month ago
A
অনুপম
B
কবরী
C
গৌরব
D
অগ্রদূত
উচ্চ ফলনশীল ফসলের জাতসমূহ:
-
গম: কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব
-
কলার: সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী
-
আলু: হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা
-
পেঁয়াজ: সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি
-
বাঁধাকপি: গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত
-
ধান: বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি
-
আম: মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ
-
ভুট্টা: বর্ণালি, শুভ্রা, খই, মোহর
0
Updated: 1 month ago