বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিপণ্য কোনটি?
A
ইক্ষু
B
চা
C
পাট
D
তামাক
উত্তরের বিবরণ
অর্থকরী ফসল
-
সংজ্ঞা: যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়, সেগুলোকে অর্থকরী ফসল বলা হয়।
-
বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিপণ্য: পাট, চা ও তামাক।
-
অন্য অর্থকরী ফসলসমূহ: আখ বা ইক্ষু, তুলা, রাবার ইত্যাদি।
পাট
-
পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।
-
পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে।
-
উৎপাদন পরিসংখ্যান (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ অনুযায়ী):
-
মোট পাট উৎপাদন: ৯৫,৮১,৫৮০ বেল
-
সর্বাধিক উৎপাদন: ফরিদপুর জেলা
-
-
পাট চাষ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং এটি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস।

0
Updated: 6 hours ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মিঠা পানির মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 6 hours ago
A
খুলনা
B
কুমিল্লা
C
যশোর
D
ময়মনসিংহ
বাংলাদেশে মোট মৎস্য উৎপাদন ৫০,১৮,৪৮৩ মেট্রিক টন, যার মধ্যে মিঠা পানিতে উৎপাদিত মাছের পরিমাণ ৪৩,৮৯,৮৬০ মেট্রিক টন এবং লোনা পানিতে উৎপাদিত মাছের পরিমাণ ৬,২৮,৬২৩ মেট্রিক টন। মিঠা পানির মাছ উৎপাদন দেশের মৎস্য সম্পদের মূল অংশ গঠন করে।
-
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ জেলা:
-
ময়মনসিংহ: ৩,৪৫,০০১ মেট্রিক টন
-
কুমিল্লা: ৩,১৫,৪৫৭ মেট্রিক টন
-
যশোর: ২,৪৮,০৮৯ মেট্রিক টন
-
-
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ বিভাগ:
-
চট্টগ্রাম: ৮,৮০,৭৯৭ মেট্রিক টন
-
খুলনা: ৮,২২,৩৬১ মেট্রিক টন
-
রাজশাহী: ৫,৭৬,৮৩০ মেট্রিক টন
-

0
Updated: 6 hours ago
’বলাকা’ কোন ফসলের উন্নত জাত?
Created: 6 hours ago
A
গম
B
তুলা
C
ভুট্টা
D
তামাক
বাংলাদেশের উন্নতমানের ফসলের জাত
-
ধান: ইরাটম, ব্রিশাইল, সোনার বাংলা-১, ময়না, হরিধান, চান্দিনাম, নারিকা-১, মালাইরি
-
গম: অগ্রণী-সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত
-
ভুট্টা: উত্তরণ, বর্ণালী, শুভ্রা
-
তুলা: রূপালী, ডেলফোজ
-
টমেটো: মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা
-
বেগুন: ইওরা, শুকতারা, তারাপুরী
-
কলা: অগ্নিশ্বর, কানাইবাঁশী, মোহনবাঁশী, বীট জবা, অমৃতসাগর, সিংগাপুরী
অর্থাৎ, এই জাতগুলো বাংলাদেশে উচ্চ ফলন, রোগপ্রতিরোধ ক্ষমতা এবং উন্নত মানের জন্য পরিচিত।

0
Updated: 6 hours ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
Created: 6 hours ago
A
রংপুর
B
কুষ্টিয়া
C
ফরিদপুর
D
ময়মনসিংহ
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, উৎপাদনে শীর্ষ জেলা:
-
ধান: ময়মনসিংহ
-
গম: ঠাকুরগাঁও
-
চা: মৌলভীবাজার
-
তামাক: কুষ্টিয়া
-
পাট: ফরিদপুর
-
আলু: রংপুর
-
ভুট্টা: দিনাজপুর
-
তুলা: ঝিনাইদহ
অর্থাৎ, প্রতিটি কৃষি পণ্যের ক্ষেত্রে উল্লেখিত জেলা গুলোই উৎপাদনে শীর্ষে রয়েছে।

0
Updated: 6 hours ago