দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ 'UN Water Convention'- এ যুক্ত হয়েছে?
A
১ম
B
২য়
C
৩য়
D
৪র্থ
উত্তরের বিবরণ
UN Water Convention এবং বাংলাদেশ
-
যোগদান: ২০২৫ সালের ২০ জুন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে UN Water Convention-এ যোগ দিয়েছে।
-
বিশেষত্ব: বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এই চুক্তিতে অন্তর্ভুক্ত হলো।
-
সংক্ষিপ্ত ইতিহাস:
-
১৯৯২ সালে প্রণীত জাতিসংঘ পানি কনভেনশন (Convention on the Protection and Use of Transboundary Watercourses and International Lakes) আন্তর্জাতিকভাবে সীমান্তবর্তী নদী ও হ্রদের ব্যবস্থাপনা, পানি ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় কাঠামো প্রদান করে।
-
২০০০ সালে এটি কার্যকর হয়।
-
-
বাংলাদেশের অংশগ্রহণ:
-
২০১২ সাল থেকে বাংলাদেশ সক্রিয়ভাবে এই কনভেনশনের সঙ্গে যুক্ত।
-
২০২৪ সালে স্লোভেনিয়ায় অনুষ্ঠিত দশম বৈঠকে অংশগ্রহণ করেছে।
-
-
মূল উদ্দেশ্য:
-
সীমান্তবর্তী নদী ও হ্রদের যৌথ ব্যবস্থাপনা।
-
পানির ন্যায্য ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।
-
0
Updated: 1 month ago
১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে, কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে দেশের অন্তত কয়টি উপজেলা/থানা কমিটি থাকতে হবে?
Created: 1 month ago
A
৫০টি
B
৬০টি
C
৮০টি
D
১০০টি
রাজনৈতিক দলের নিবন্ধন (বাংলাদেশ)
-
নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান:
-
রাজনৈতিক দলের নিবন্ধন নির্বাচন কমিশনের অধীন।
-
-
পটভূমি:
-
স্বাধীনতা পরবর্তী সময়ে শতাধিক রাজনৈতিক দলের আবির্ভাব।
-
নিবন্ধন প্রথা চালু: ২০০৮ সালে।
-
১৯৭২ সালের Representation of People Order (RPO)–এ সংশোধন আনা হয় ১/১১ সরকারের সময়, যার ফলে Representation of People (Amendment) Ordinance, 2008 তৈরি হয়।
-
এই আইনে ১৯৭২ সালের RPO–এর অতিরিক্ত অধ্যায় সংযোজন করা হয়েছে (ধারা ৯০এ থেকে ৯০আই)।
-
-
নিবন্ধনের প্রয়োজনীয়তা (ধারা ৯০এ):
-
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক দলসমূহকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে।
-
-
নিবন্ধনের শর্তাবলী (ধারা ৯০বি(১)এ):
১. স্বাধীনতার পর থেকে দরখাস্ত দাখিলের তারিখ পর্যন্ত যে কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন জয়; অথবা
২. যে কোনো নির্বাচনে দরখাস্তকারী দল কর্তৃক অংশগ্রহণকৃত আসনসমূহে মোট ভোটের ৫% পেতে হবে; অথবা
৩. একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস ও কমিটি থাকা:-
কেন্দ্রীয় কমিটি ও অফিস
-
কমপক্ষে ২১টি জেলা কমিটি ও অফিস
-
কমপক্ষে ১০০টি উপজেলা/থানা কমিটি, যার প্রতিটিতে কমপক্ষে ২০০ ভোটার সদস্য থাকতে হবে।
-
0
Updated: 1 month ago
ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমামৃণাল হকলা-এর স্থপতি কে?
Created: 1 month ago
A
মৃণাল হক
B
হামিদুজ্জামান খান
C
সৈয়দ মাঈনুল হোসেন
D
শ্যামল চৌধুরী
ভাস্কর্য: জননী ও গর্বিত বর্ণমালা
-
অবস্থান: ঢাকার পরিবাগে।
-
স্থপতি: শিল্পী মৃণাল হক।
-
বৈশিষ্ট্য:
-
ভাস্কর্যে একজন মা তার মৃত সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।
-
মায়ের সামনে সবুজ বৃত্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাংলা বর্ণসমূহ।
-
পেছনের লাল বৃত্তে দেখা যায় ‘২১’ এবং ‘ব’ ও ‘ক’।
-
0
Updated: 1 month ago
ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান- [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
৪র্থ
B
৩য়
C
২য়
D
১ম
ইলিশ উৎপাদন
-
ইলিশ উৎপাদনে বিশ্বে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।
-
আবহাওয়া ও ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৮৬ শতাংশই হয় বাংলাদেশে।
-
বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠানের মডেল অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে ইলিশ উৎপাদন হবে ৫ লাখ ৩৮ হাজার থেকে ৫ লাখ ৪৫ হাজার টন।
-
২০২২-২০২৩ অর্থবছরে দেশে ৫ লাখ ৭১ হাজার টন ইলিশ ধরা পড়লেও ২০২৪–২৫ অর্থবছরে তা কমে ৫ লাখ ২৯ হাজার টনে দাঁড়ায়।
-
এভাবে ইলিশ আহরণ কমেছে ৪২ হাজার টন।
-
নদ–নদীর গভীরতা হ্রাস, দূষণসহ নানা কারণে ইলিশ উৎপাদন হুমকির মুখে পড়েছে।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট
0
Updated: 1 month ago