বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলো গম চাষের জন্য বিশেষ উপযোগী?
A
দক্ষিণাঞ্চল
B
উত্তরাঞ্চল
C
মধ্যাঞ্চল
D
পাহাড়ি অঞ্চল
উত্তরের বিবরণ
গম (Wheat)
তথ্যগুলো হলো:
-
চাষযোগ্য এলাকা: বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বগুড়া।
-
উৎপাদন ও আমদানি: বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ গম উৎপাদন করতে পারেনি; প্রতিবছর গম আমদানি করতে হয়।
-
চাষের নিয়ামক:
-
তাপমাত্রা: ১৬° থেকে ২২° সেলসিয়াস।
-
বৃষ্টিপাত: ৫০-৭৫ সেন্টিমিটার। বৃষ্টিপাত কম হলেও গম চাষ করা যায়; শীত মৌসুমে সেচ ব্যবস্থার মাধ্যমে চাষ সম্ভব।
-
মৃত্তিকা: উর্বর দোআঁশ মাটি গম চাষের জন্য বিশেষ সহায়ক।
-

0
Updated: 6 hours ago
বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত?
Created: 6 hours ago
A
রংপুর
B
কুড়িগ্রাম
C
নীলফামারী
D
জয়পুরহাট
উত্তরা ইপিজেড হলো বাংলাদেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড।
তথ্যগুলো হলো:
-
অবস্থান: নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়ন।
-
নির্মাণ কাজ শুরু হয়: জুলাই ১৯৯৯।
-
উদ্বোধন হয়: জুলাই ২০০১।
উল্লেখযোগ্য তথ্য:
-
বাংলাদেশের প্রথম ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড।
-
দেশের প্রথম ও একমাত্র বেসরকারি ইপিজেড হলো চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড।
-
সরকারি ইপিজেডের সংখ্যা: ৮টি।
-
দেশের মোট ইপিজেড সংখ্যা: ৯টি।
অর্থাৎ, উত্তরা ইপিজেড বাংলাদেশের কৃষি ক্ষেত্রে বিশেষভাবে মনোনিবেশ করা একমাত্র ইপিজেড।

0
Updated: 6 hours ago
বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় -
Created: 3 weeks ago
A
আউশ ধান
B
আমন ধান
C
বোরো ধান
D
ইরি ধান
বাংলাদেশে ধানের উৎপাদন পরিসংখ্যান (২০২৩)
বাংলাদেশে ধান প্রধান খাদ্যশস্য, যার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী ধানের আবাদ ও উৎপাদনের বিবরণ নিম্নরূপ:
-
মোট ধান
-
উৎপাদন: ৩৯০.৯৫ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ২৮৭.৫৪ লক্ষ একর
-
-
বোরো ধান (স্থানীয় + অন্যান্য)
-
উৎপাদন: ২০৭.৬৮ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ১১৯.৮৯ লক্ষ একর
-
-
আউশ ধান (স্থানীয় + অন্যান্য)
-
উৎপাদন: ২৯.০১ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ২৬.২২ লক্ষ একর
-
-
আমন ধান (স্থানীয় + অন্যান্য)
-
উৎপাদন: ১৫৪.২৬ লক্ষ মেট্রিক টন
-
আবাদকৃত জমি: ১৪১.৪৩ লক্ষ একর
-
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৩

0
Updated: 3 weeks ago
’বলাকা’ কোন ফসলের উন্নত জাত?
Created: 6 hours ago
A
গম
B
তুলা
C
ভুট্টা
D
তামাক
বাংলাদেশের উন্নতমানের ফসলের জাত
-
ধান: ইরাটম, ব্রিশাইল, সোনার বাংলা-১, ময়না, হরিধান, চান্দিনাম, নারিকা-১, মালাইরি
-
গম: অগ্রণী-সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত
-
ভুট্টা: উত্তরণ, বর্ণালী, শুভ্রা
-
তুলা: রূপালী, ডেলফোজ
-
টমেটো: মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা
-
বেগুন: ইওরা, শুকতারা, তারাপুরী
-
কলা: অগ্নিশ্বর, কানাইবাঁশী, মোহনবাঁশী, বীট জবা, অমৃতসাগর, সিংগাপুরী
অর্থাৎ, এই জাতগুলো বাংলাদেশে উচ্চ ফলন, রোগপ্রতিরোধ ক্ষমতা এবং উন্নত মানের জন্য পরিচিত।

0
Updated: 6 hours ago