স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দেন কে?
A
ব্রজেন দাস
B
মোশাররফ হোসেন
C
মোহন দাস
D
আবদুল মালেক
উত্তরের বিবরণ
ইংলিশ চ্যানেল
তথ্যগুলো হলো:
-
অবস্থান: আটলান্টিক মহাসাগরের একটি অংশ, যুক্তরাজ্যের দক্ষিণ অংশকে ফ্রান্সের উত্তর অংশ থেকে আলাদা করেছে।
-
মাপ: দৈর্ঘ্য প্রায় ৫৬০ কিলোমিটার; প্রস্থ সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার।
-
সাঁতার কাটা: ইতিহাসে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ম্যারাথন হিসেবে পরিচিত।
উল্লেখযোগ্য তথ্য:
-
ব্রজেন দাস: প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি যিনি ১৯৫৮ সালের ১৮ আগস্ট ইংলিশ চ্যানেল পাড়ি দেন। তিনি মোট ৬ বার চ্যানেল পার হন।
-
মোশাররফ হোসেন: স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ১৯৮৮ সালে মুন্সিগঞ্জের এই সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
0
Updated: 1 month ago
মাতৃত্বকালীন কয় মাসের ছুটি ঘোষণা করা হয়েছে?
Created: 3 weeks ago
A
৮ মাস
B
৬ মাস
C
৯ মাস
D
১০ মাস
মাতৃত্বকালীন ছুটি বাংলাদেশ সরকার ১১ জানুয়ারি, ২০১১ তারিখে গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োজিত নারী কর্মীদের জন্য ৬ মাসের ছুটি ঘোষণা করে।
-
কার্যকর হয়: ৯ জানুয়ারি, ২০১১ থেকে
-
ছুটি বৃদ্ধির ফলে মা তার সন্তানকে বুকের দুধ পান করাতে সমর্থ হবেন
-
এর ফলে নবজাতক শিশুদের অপুষ্টিজনিত সমস্যা কমবে
0
Updated: 3 weeks ago
কত সালে জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৮০ সালে
B
১৯৮১ সালে
C
১৯৮২ সালে
D
১৯৮৩ সালে
জাতীয় সংসদ ভবন
-
অবস্থান: ঢাকার শেরে-বাংলা নগর
-
স্থপতি: লুই ক্যান (প্রখ্যাত মার্কিন স্থপতি)
-
পরিকল্পনা: গৃহীত ১৯৫৯ সালে
-
নকশা অনুমোদন: ১৯৬২ সালে
-
নির্মাণ শুরু: ১৯৬৪ সালে
-
ভৌগোলিক বিবরণ:
-
১০৮ একর জমির উপর অবস্থিত
-
বিশাল খোলা চত্বর
-
সম্পূর্ণ কংক্রিটের ঢালাইয়ে বৃত্তাকার নয়তলা
-
সমাপ্তি ও উদ্বোধন:
-
১৯৮২ সালের প্রথম দিকে নির্মাণ কাজ সম্পন্ন
-
২৮ জানুয়ারি, ১৯৮২ প্রেসিডেন্ট জাস্টিস আব্দুস সাত্তার উদ্বোধন
-
১৫ ফেব্রুয়ারি, ১৯৮২ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
উল্লেখ্য:
-
এর আগে জাতীয় সংসদের অধিবেশন পুরনো সংসদ ভবনে অনুষ্ঠিত হতো, যা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়।
0
Updated: 1 month ago
জনশুমারি ও গৃহগণনা চূড়ান্ত রিপোর্ট ২০২২ অনুসারে, জনসংখ্যা বৃদ্ধির হার -
Created: 1 month ago
A
১.০২%
B
১.১২%
C
১.২৪%
D
১.৩৩%
জনশুমারি ও গৃহগণনা (২০২২)
-
আইনি প্রেক্ষাপট:
-
২০১৩ সালে প্রণীত পরিসংখ্যান আইন অনুযায়ী, পূর্বের ‘আদমশুমারি’কে ‘জনশুমারি’ হিসেবে অভিহিত করা হয়।
-
তাই ২০২২ সালের জুনে ‘৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা’ অনুষ্ঠিত হয়।
-
-
ঐতিহাসিক তথ্য:
-
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি: ১৯৭৪
-
দ্বিতীয়: ১৯৮১
-
পঞ্চম: ২০১১
-
-
২০২২ সালের ফলাফল:
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১১৯ জন/কিমি²
-
পুরুষ ও নারীর অনুপাত: ৯৯.০৮ : ১০০.৯০
-
সাক্ষরতার হার: ৭৪.৮০%
-
পুরুষ: ৭৬.৭১%
-
নারী: ৭২.৯৪%
-
-
-
জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী সর্বোচ্চ:
-
বিভাগ: ঢাকা বিভাগ – ২,১৫৬ জন/কিমি²
-
জেলা: ঢাকা জেলা – ১০,০৬৭ জন/কিমি²
-
-
জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী সর্বনিম্ন:
-
বিভাগ: বরিশাল বিভাগ – ৬৮৮ জন/কিমি²
-
জেলা: রাঙ্গামাটি জেলা – ১০৬ জন/কিমি²
-
0
Updated: 1 month ago