বর্তমানে বাংলাদেশ কোন সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
ব্রিকস
B
বিমসটেক
C
কমনওয়েলথ
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন
তথ্যগুলো হলো:
-
বর্তমান সভাপতি: বাংলাদেশ।
-
দায়িত্বকাল: আগামী দুই বছর বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ।
-
উল্লেখযোগ্য ঘটনা: ২০২৫ সালের ৪ এপ্রিল, থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
-
বক্তব্যের মূল বিষয়: অন্তর্ভুক্তিমূলক ও কার্যকরি বিমসটেক, আঞ্চলিক রাষ্ট্রগুলোর বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও অগ্রাধিকার উপস্থাপন।
-
বাংলাদেশের প্রতিশ্রুতি: আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার পুনর্ব্যক্ত প্রতিশ্রুতি।
উল্লেখযোগ্য তথ্য:
-
BIMSTEC পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation
-
প্রকার: বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন
-
সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ
-
প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭
-
প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড
-
প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা: ৪ দেশ (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড)
-
বর্তমান সদস্য সংখ্যা: ৭ দেশ (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড)

0
Updated: 6 hours ago
নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত?
Created: 1 week ago
A
BIMSTEC
B
CICA
C
IORA
D
SAARC
বাংলাদেশ বিষয়াবলি
BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation
গুরুত্বপূর্ণ সংস্থা বা প্রতিষ্ঠান
বিসিএস
BIMSTEC (বিমসটেক)
-
BIMSTEC হলো একটি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগী সংগঠন।
-
এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation।
-
প্রথমে এটি BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation) নামে গঠিত হয়।
-
পরে মায়ানমার যুক্ত হলে নাম পরিবর্তিত হয়ে BIMSTEC হয়। পরবর্তীতে নেপাল ও ভুটান যোগ দেওয়ার মাধ্যমে বর্তমান কাঠামো পায়।
এক নজরে BIMSTEC
-
প্রতিষ্ঠা: ৬ জুন, ১৯৯৭
-
প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড
-
সদস্য: ৭টি দেশ
-
সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ
বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার সদরদপ্তর
-
IJSG (International Jute Study Group)
-
CIRDAP (Centre on Integrated Rural Development for Asia and the Pacific)
-
BIMSTEC Secretariat
-
SAARC Agricultural Centre ইত্যাদি
অন্যান্য সংস্থার সদরদপ্তর
-
CICA (Conference on Interaction and Confidence-Building Measures in Asia) → নুরসুলতান, কাজাখস্তান
-
IORA (Indian Ocean Rim Association) → এবেনে, মরিশাস
-
SAARC (South Asian Association for Regional Co-operation) → কাঠমুণ্ডু, নেপাল
তথ্যসূত্র: BIMSTEC, SAARC, IORA, CICA এবং সংশ্লিষ্ট সংস্থার সরকারি ওয়েবসাইট

0
Updated: 1 week ago