প্রথম বাংলাদেশি হিসেবে 'কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড' অর্জন করেন কে?
A
ফজলে হাসান আবেদ
B
রেজওয়ানা চৌধুরী
C
ড. মুহাম্মদ ইউনূস
D
ডা. জাফরুল্লাহ চৌধুরী
উত্তরের বিবরণ
কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫
তথ্যগুলো হলো:
-
অ্যাওয়ার্ড পরিচিতি: ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার, যা প্রতি বছর পরিবেশ রক্ষা, ঐতিহ্যবাহী হস্তশিল্প দক্ষতা, পরিবেশবান্ধব ব্যবসা এবং প্রকৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে ব্যক্তির উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
-
বাংলাদেশি অর্জন: প্রথম বাংলাদেশি হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ২০২৫ সালে এই সম্মানজনক পুরস্কার পান।
-
মনোনয়ন কারণ: বিশ্বব্যাপী শান্তি, টেকসই উন্নয়ন এবং মানুষের ও প্রকৃতির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় অবদান।
-
পুরস্কার প্রদান: ১২ জুন ২০২৫, দ্য কিংস ফাউন্ডেশন, সেন্ট জেমস’স প্যালেস, লন্ডন থেকে তৃতীয় চার্লসের পক্ষ থেকে প্রদান করা হয়।
উল্লেখযোগ্য তথ্য:
-
‘দ্য কিংস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত ১৯৯০ সালে, তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে।
-
নতুন এই পুরস্কার ২০২৪ সালের জুনে রাজা চার্লস কর্তৃক প্রবর্তিত হয়, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদযাপনের উদ্দেশ্যে।
-
প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি–মুন।
অর্থাৎ, ড. মুহাম্মদ ইউনূসের এই অর্জন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক স্বীকৃতির প্রতীক।
0
Updated: 1 month ago
সম্প্রতি বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
সামিউল ইসলাম রাফি
B
জুনায়েদ আহমেদ
C
নাজমুল হক হিমেল
D
মো. মনিরুজ্জামান বাদল
ইংলিশ চ্যানেল
-
অবস্থান ও ভূগোল:
-
ইংলিশ চ্যানেল হলো আটলান্টিক মহাসাগরের একটি অংশ।
-
এটি উত্তর ফ্রান্স থেকে গ্রেট ব্রিটেনকে পৃথক করে।
-
চ্যানেলটি উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করে।
-
দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার, প্রস্থ ৩৪ থেকে ২৪০ কিলোমিটার অবস্থানভেদে।
-
-
বাংলাদেশি সাঁতারুদের অর্জন:
-
সম্প্রতি দুই বাংলাদেশি সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন।
-
এটি ঘটেছে দীর্ঘ ৩৭ বছর পর।
-
তারা ২৯ জুলাই ২০২৫-এ ১২ ঘণ্টা ১০ মিনিট সাঁতরে চ্যানেলটি অতিক্রম করেন।
-
-
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
চ্যানেল অতিক্রম করা প্রথম এশীয় ও বাঙালি: ব্রজেন দাস (৬ বার, ১৯৫৮-১৯৬১)
-
১৯৬৫ সালে: আব্দুল মালেক
-
স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম: মোশাররফ হোসেন, ১৯৮৮
-
0
Updated: 1 month ago
ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমামৃণাল হকলা-এর স্থপতি কে?
Created: 1 month ago
A
মৃণাল হক
B
হামিদুজ্জামান খান
C
সৈয়দ মাঈনুল হোসেন
D
শ্যামল চৌধুরী
ভাস্কর্য: জননী ও গর্বিত বর্ণমালা
-
অবস্থান: ঢাকার পরিবাগে।
-
স্থপতি: শিল্পী মৃণাল হক।
-
বৈশিষ্ট্য:
-
ভাস্কর্যে একজন মা তার মৃত সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন।
-
মায়ের সামনে সবুজ বৃত্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাংলা বর্ণসমূহ।
-
পেছনের লাল বৃত্তে দেখা যায় ‘২১’ এবং ‘ব’ ও ‘ক’।
-
0
Updated: 1 month ago
মারি চুক্তি কত সালে সম্পাদিত হয়?
Created: 1 month ago
A
১৯৫৩ সালে
B
১৯৫৪ সালে
C
১৯৫৫ সালে
D
১৯৫৬ সালে
মারি চুক্তি (১৯৫৫)
-
প্রেক্ষাপট:
-
স্বাধীন পাকিস্তানের প্রথম গণপরিষদ সংবিধান রচনায় ব্যর্থ হলে দ্বিতীয় গণপরিষদ ১৯৫৫ সালের ৭ জুলাই মারিতে প্রথম অধিবেশনে মিলিত হয়।
-
এই অধিবেশনে পাকিস্তানের সব প্রদেশের নেতৃবৃন্দ, বিশেষ করে মুসলিম লীগ, আওয়ামী লীগ ও যুক্তফ্রন্ট, সংবিধান সংক্রান্ত আপোস চুক্তি সম্পাদন করেন।
-
-
চুক্তির খসড়া:
-
চুক্তি ‘মারি চুক্তি’ নামে পরিচিত।
-
এতে ৬টি গুরুত্বপূর্ণ বিষয়ে উভয় অঞ্চলের সংসদ সদস্য একমত হন।
-
স্বাক্ষরকারীরা ছিলেন: এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী, চৌধুরী মোহাম্মদ আলী, আতাউর রহমান খান, মোস্তাক হোসেন গুরমানী।
-
-
চুক্তির পরবর্তী ঘটনা:
-
১৯৫৫ সালের ১১ আগস্ট চৌধুরী মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী হন।
-
তাঁর মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন এ. কে. ফজলুল হক।
-
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিরোধী দলের নেতা।
-
-
প্রভাব:
-
১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর পশ্চিম পাকিস্তানের সব প্রদেশ একত্রিত হয়ে একটি প্রদেশ গঠন করা হয়।
-
১৯৫৬ সালের ৮ জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে ‘পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের’ বিল উত্থাপন করা হয়।
-
২ মার্চ গভর্নর জেনারেল বিলে সম্মতি দিলে সংবিধান বলবৎ হয়।
-
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) সংগ্রামের নোটবুক
iii) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
0
Updated: 1 month ago