সম্প্রতি, উচ্চ লবণসহিষ্ণু গমের জাত ‘জিএইউ গম ১’ উদ্ভাবন করেছে- [সেপ্টেম্বর, ২০২৫]
A
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
B
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
C
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
D
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
উত্তরের বিবরণ
গমের জাত ‘জিএইউ গম ১’
তথ্যগুলো হলো:
-
উদ্ভাবন: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ কর্তৃক।
-
বৈশিষ্ট্য: উচ্চ লবণাক্ততা সহনশীলতা সম্পন্ন, দেশের প্রথম এ ধরনের গম।
-
পরীক্ষামূলক চাষ: ২০২১ থেকে ২০২৩ সালে দেশের দক্ষিণাঞ্চলে কৃষকের মাঠে পরীক্ষা-নিরীক্ষা করা হয়, যেখানে এটি উচ্চ ফলনশীল ও লবণাক্ততা সহনশীল প্রমাণিত হয়।
-
মান ও উপকারিতা: উন্নতমানের, অধিক প্রোটিনসমৃদ্ধ ও উচ্চ ফলনশীল।
-
অনুমোদন: জাতীয় বীজ বোর্ড ১৭ জুন জিএইউ গম–১–এর ছাড়পত্র দেয়।
-
মোট উদ্ভাবিত জাত: বিশ্ববিদ্যালয় মোট ৯১টি জাত উদ্ভাবন করেছে।
অর্থাৎ, ‘জিএইউ গম ১’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নতমানের, লবণসহিষ্ণু ও প্রোটিনসমৃদ্ধ গমের নতুন সংযোজন।

0
Updated: 6 hours ago
বাংলাদেশের কোন জেলায় চা বাগানের সংখ্যা সবচেয়ে বেশি?
Created: 1 week ago
A
হবিগঞ্জ
B
পঞ্চগড়
C
ঠাকুরগাঁও
D
মৌলভীবাজার
চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগান
-
মোট নিবন্ধিত চা বাগান: ১৭০ টি
-
মৌলভীবাজার: ৯০ টি
-
হবিগঞ্জ: ২৫ টি
-
সিলেট: ১৯ টি
-
চট্টগ্রাম: ২২ টি
-
পঞ্চগড়: ১০ টি
-
রাঙ্গামাটি: ২ টি
-
ঠাকুরগাঁও: ১ টি
-
খাগড়াছড়ি পার্বত্য জেলা: ১ টি
উৎস: বাংলাদেশ চা বোর্ড

0
Updated: 1 week ago
বাংলাদেশে সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কোন সালে? [সেপ্টেম্বর - ২০২৫]
Created: 6 days ago
A
২০০৮ সালে
B
২০১৩ সালে
C
২০১৯ সালে
D
২০২২ সালে
কৃষি শুমারি (বাংলাদেশ)
-
সর্বশেষ শুমারি: ২০১৯ সালে অনুষ্ঠিত।
-
উদ্দেশ্য: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের তথ্য সংগ্রহ করে নীতিনির্ধারণে সহায়তা করা।
-
শুমারি থেকে প্রাপ্ত তথ্য:
-
কৃষি খানার সংখ্যা ও আকার
-
ভূমির ব্যবহার ও চাষের ধরন
-
শস্যের ধরণ ও চাষ পদ্ধতি
-
গবাদি পশু, হাঁস-মুরগী সংখ্যা
-
মৎস্য উৎপাদন ও চাষাবাদ সংক্রান্ত তথ্য
-
কৃষি ক্ষেত্রে নিয়োজিত জনবল
-
-
ব্যবহার: কৃষি উন্নয়ন কৌশল নির্ধারণ, অগ্রগতি পর্যবেক্ষণ ও বেঞ্চমার্ক তথ্য হিসেবে।
-
আইনি ভিত্তি: পরিসংখ্যান আইন-২০১৩ অনুযায়ী জনশুমারি, অর্থনৈতিক শুমারি ও কৃষি শুমারি পরিচালনা বাধ্যতামূলক।
-
ইতিহাস:
-
১৯৬০: নমুনা আকারে প্রথম কৃষি শুমারি
-
১৯৭৭: স্বাধীনতা পরবর্তী প্রথম কৃষি শুমারি
-
পরবর্তী শুমারি: ১৯৮৩-৮৪, ১৯৯৬, ২০০৮
-
২০১৯: সর্বশেষ শুমারি
-

0
Updated: 6 days ago
বর্তমানে চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কয়টি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 6 hours ago
A
১৬৫টি
B
১৬৮টি
C
১৭০টি
D
১৭২টি
বাংলাদেশে চায়ের চাষাবাদ শুরু হয় ১৮৪০ সালে এবং ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতার পূর্ব পর্যন্ত দেশে চা আবাদ সীমিত ছিল শুধুমাত্র দুইটি জেলায়। পরবর্তীতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আরও চা বাগান তৈরি হয়। বাংলাদেশ চা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৭০টি নিবন্ধিত চা বাগান রয়েছে।
-
বাংলাদেশে চা চাষের শুরু: ১৮৪০
-
প্রথম বাণিজ্যিক চা বাগান: ১৮৫৪, সিলেটের মালনিছড়া
-
স্বাধীনতার পূর্ব চা চাষের জেলা: সিলেট ('সুরমা ভ্যালি') ও চট্টগ্রাম ('হালদা ভ্যালি', বর্তমানে চট্টগ্রাম ভ্যালি)
-
পরবর্তীতে চা বাগান বৃদ্ধি: হবিগঞ্জ ও মৌলভীবাজার
-
বর্তমানে নিবন্ধিত চা বাগান: ১৭০টি
-
সর্বাধিক চা বাগান: মৌলভীবাজার (৯০টি)

0
Updated: 6 hours ago