’বলাকা’ কোন ফসলের উন্নত জাত?
A
গম
B
তুলা
C
ভুট্টা
D
তামাক
উত্তরের বিবরণ
বাংলাদেশের উন্নতমানের ফসলের জাত
-
ধান: ইরাটম, ব্রিশাইল, সোনার বাংলা-১, ময়না, হরিধান, চান্দিনাম, নারিকা-১, মালাইরি
-
গম: অগ্রণী-সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত
-
ভুট্টা: উত্তরণ, বর্ণালী, শুভ্রা
-
তুলা: রূপালী, ডেলফোজ
-
টমেটো: মিন্টু, বাহার, মানিক, রতন, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা
-
বেগুন: ইওরা, শুকতারা, তারাপুরী
-
কলা: অগ্নিশ্বর, কানাইবাঁশী, মোহনবাঁশী, বীট জবা, অমৃতসাগর, সিংগাপুরী
অর্থাৎ, এই জাতগুলো বাংলাদেশে উচ্চ ফলন, রোগপ্রতিরোধ ক্ষমতা এবং উন্নত মানের জন্য পরিচিত।
0
Updated: 1 month ago
পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক কে?
Created: 1 month ago
A
ড. রফিক উদ্দিন
B
ড. আবেদ চৌধুরী
C
ড. মাকসুদুল আলম
D
ড. মুকবুল হোসেন
পঞ্চব্রীহি ধানচাষ:
-
উদ্ভাবক: বাংলাদেশি বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী
-
পদ্ধতি: একটি ধানগাছ থেকে একাধিক মৌসুমে পাঁচবার ফলন নেওয়া হয়।
-
প্রথম ফলন: ১১০ দিন পর
-
পরবর্তী ফলন: প্রতি ৪৫ দিন অন্তর
-
ফসলের ধরণ: একবার বোরো, দুবার আউশ, দুবার আমন
-
ফসলের উৎপাদন: প্রথমবার হেক্টরপ্রতি ৪ টন
-
চারা রোপণের দূরত্ব: প্রতি ৪ সেন্টিমিটার
-
প্রকাশ: ২০২৩ সালের ১২ অক্টোবর, লন্ডন-বাংলা প্রেসক্লাব, ‘খাদ্যনিরাপত্তা ও মানবস্বাস্থ্য’ শীর্ষক বক্তৃতা
0
Updated: 1 month ago
২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-জুন সময়ে বাংলাদেশের পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার?
Created: 1 month ago
A
৪৫,০০০.৫০ মিলিয়ন মার্কিন ডলার
B
৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
C
৫০,৫০০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার
D
৪৬,৭৫০.৮০ মিলিয়ন মার্কিন ডলার
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের রপ্তানি কার্যক্রম
-
বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের রপ্তানি আয়: ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলার
-
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা: ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
-
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের অর্জিত রপ্তানি আয়: ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
-
বিগত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের তুলনায় ৮.৫৮% বৃদ্ধি
-
নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রার ৯৬.৫৭% অর্জিত
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো
0
Updated: 1 month ago
চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
১৬৮টি
B
১৬৯টি
C
১৭০টি
D
১৭১টি
বাংলাদেশে চা বাগান
-
বর্তমানে নিবন্ধিত চা বাগান: ১৭০টি
-
সবচেয়ে বেশি চা বাগান: মৌলভীবাজার জেলা (৯০টি)
-
চা নিলাম কেন্দ্র: ৩টি (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৮০০ শতকের প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু
-
১৮২৮: চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদে জমি বরাদ্দ
-
১৮৪০: চট্টগ্রাম শহরে কুন্ডদের বাগান নামে পরিচিত প্রথম চা বাগান প্রতিষ্ঠা
-
১৮৫৪: সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু
-
স্বাধীনতার পূর্ব পর্যন্ত বাংলাদেশে চা আবাদ হত দুটি জেলায়:
-
সিলেট জেলা – সুরমা ভ্যালি
-
চট্টগ্রাম জেলা – হালদা ভ্যালি
-
0
Updated: 1 month ago