বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান- [সেপ্টেম্বর, ২০২৫]
A
১ম
B
২য়
C
৩য়
D
৫ম
উত্তরের বিবরণ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হলো বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত মোকাবেলায় পরিচালিত একটি আন্তর্জাতিক উদ্যোগ।
তথ্যগুলো হলো:
-
শান্তিরক্ষা মিশন শুরু হয় ১৯৪৮ সালে।
-
জাতিসংঘের নিজস্ব কোনো স্থায়ী শান্তিরক্ষা বাহিনী নেই; সদস্য সংগ্রহ করা হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে।
-
বাংলাদেশের সেনাবাহিনী ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।
-
১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে:
-
ইরাক-ইরান (UNIIMOG)
-
নামিবিয়া (UNTAG)
-
-
UNIIMOG মিশনে বাংলাদেশ ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।
উল্লেখযোগ্য তথ্য:
-
জাতিসংঘের ওয়েবসাইট অনুযায়ী, শান্তিরক্ষা মিশনে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হলো নেপাল (৬,১১৯ জন)।
-
দ্বিতীয় অবস্থানে আছে রুয়ান্ডা (৫,৮৮৬ জন)।
-
বাংলাদেশ অবস্থান করছে তৃতীয় স্থানে ৫,৬৮৬ জন শান্তিরক্ষী নিয়ে।
অর্থাৎ, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য অবদান রাখছে।

0
Updated: 6 hours ago
বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়?
Created: 1 month ago
A
১২৬তম
B
১৩০তম
C
১৩৬তম
D
১৩৯তম
বাংলাদেশ ও জাতিসংঘ – সহজ ভাষায়
বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে যোগ দেয়।
বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্ক
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার সময় থেকেই জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তৈরি হতে শুরু করে। ১৯৭১ সালের এপ্রিলে ভারতের অনুরোধে জাতিসংঘ যুদ্ধের কারণে সৃষ্টি হওয়া শরণার্থীদের সহায়তা দিতে উদ্যোগ নেয়।
তখনকার জাতিসংঘ মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম সহায়তার ব্যবস্থা করেন। আর আগের মহাসচিব উ থান্ট ১৯৭১ সালের গণহত্যাকে মানব ইতিহাসের অন্ধকার অধ্যায় বলে উল্লেখ করেন।
জাতিসংঘে সদস্যপদের জন্য বাংলাদেশের আবেদন
-
প্রথম আবেদন:
১৯৭২ সালের ৮ আগস্ট বাংলাদেশ জাতিসংঘে সদস্য হওয়ার জন্য আবেদন করে।
কিন্তু ২৫ আগস্ট চীন ভেটো দেওয়ায় তখন সদস্যপদ পাওয়া সম্ভব হয়নি। -
দ্বিতীয় আবেদন:
১৯৭৪ সালের ১০ জুন আবার আবেদন করা হয়।
এবার নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে বাংলাদেশের পক্ষে ভোট দেয়। চীন বিরোধিতা না করে শুধু ভোট দেওয়া থেকে বিরত থাকে।
পরে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশকে সদস্য হিসেবে গ্রহণ করা হয়।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
-
বাংলায় প্রথম ভাষণ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় প্রথম ভাষণ দেন। -
প্রথম স্থায়ী প্রতিনিধি:
এস এ করিম -
বর্তমান স্থায়ী প্রতিনিধি (১৭তম):
সালাহউদ্দিন নোমান চৌধুরী -
WHO সদস্যপদ:
বাংলাদেশ ১৯৭২ সালের ১৯ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হয়। -
জাতিসংঘ পর্যবেক্ষক:
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পায়। -
শান্তিরক্ষা মিশন:
বাংলাদেশ প্রথমবার ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়। -
প্রথম নারী স্থায়ী প্রতিনিধি:
ইসমাত জাহান
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (নবম-দশম শ্রেণি)

0
Updated: 1 month ago
জাতিসংঘের
কোন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে?
Created: 1 month ago
A
UNMIK
B
UNMOGIP
C
UNTSO
D
UNIIMOG
বাংলাদেশ বিষয়াবলি
সাধারণ জ্ঞান
জাতিসংঘ
জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলন
জাতিসংঘে বাংলাদেশ
শান্তিরক্ষী মিশন ও বাংলাদেশ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও বাংলাদেশ
-
বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষায় প্রথম অংশগ্রহণ করে ১৯৮৮ সালে।
-
প্রথম মিশনের নাম ছিল ইরান-ইরাক মিলিটারি অবজারভেশন গ্রুপ বা ইউনিমগ।
-
শুরুতে মাত্র ১৫ জন সেনা পর্যবেক্ষক পাঠিয়ে এই অগ্রযাত্রা শুরু হয়।
-
১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশও শান্তিরক্ষা মিশনে যোগ দেয়।
-
বর্তমানে বাংলাদেশ ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও সুনামের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

0
Updated: 1 month ago
বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে কোন সালে?
Created: 1 month ago
A
১৯৭৪ সালে
B
১৯৮৮ সালে
C
১৯৯১ সালে
D
১৯৮০ সালে
→ বাংলাদেশ ১৯৮৮ সালে প্রথমবারের মতো শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠায়।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ:
- জাতিসংঘের উদ্যোগে গঠিত শান্তিরক্ষা বাহিনী এখন পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত।
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
উল্লেখ্য,
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসাবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ১৯৮৮ সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে।
- সর্বপ্রথম বাংলাদেশ ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠায়।
- ১৯৮৮ সালে বাংলাদেশ দুটি অপারেশনে অংশগ্রহণ করে, একটি ইরাক-ইরান (UNIIMOG) এবং অন্যটি নামিবিয়া (UNTAG)।
- UNIIMOG মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করে আনুষ্ঠানিকভাবে শান্তিরক্ষী মিশন কার্যক্রমে অংশগ্রহণ করে।

0
Updated: 1 month ago