স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে কবে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
২০২৫ সালে
B
২০২৬ সালে
C
২০২৭ সালে
D
২০৩০ সালে
উত্তরের বিবরণ
স্বল্পোন্নত দেশের তালিকা (Least Developed Countries - LDC) হলো এমন দেশগুলোর তালিকা, যেগুলো অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে দুর্বল।
তথ্যগুলো হলো:
-
জাতিসংঘ বিশ্বে সব দেশকে উন্নয়নশীল দেশ ও উন্নত দেশ হিসেবে ভাগ করে।
-
উন্নয়নশীল দেশের মধ্যে যেসব দেশ তুলনামূলকভাবে দুর্বল, তাদেরকে স্বল্পোন্নত দেশ (LDC) হিসেবে তালিকাভুক্ত করা হয়।
-
প্রথম LDC তালিকা তৈরি হয় ১৯৭১ সালে।
-
বর্তমানে ৪৪টি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত।
-
বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
-
২০২৬ সালের নভেম্বর মাসে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই তালিকা থেকে পুরোপুরি বের হবে।
অর্থাৎ, LDC তালিকা হলো তুলনামূলকভাবে দুর্বল দেশের আন্তর্জাতিক স্বীকৃতি, যা দেশের উন্নয়নগত অগ্রগতি মূল্যায়নের একটি মানদণ্ড।

0
Updated: 6 hours ago
সংবিধানের কোন অনুচ্ছেদে জনগণের সেবা করাকে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্তব্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে?
Created: 1 day ago
A
২০নং
B
১৯(১)নং
C
২১নং
D
২২নং
বাংলাদেশ সংবিধান, অনুচ্ছেদ ২১ – নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য:
-
নাগরিকদের কর্তব্য:
-
সংবিধান ও আইন মান্য করা।
-
শৃঙ্খলা রক্ষা করা।
-
নাগরিক দায়িত্ব পালন করা।
-
জাতীয় সম্পত্তি রক্ষা করা।
-
-
সরকারি কর্মচারীদের কর্তব্য:
-
সর্বদা জনগণের সেবা করার চেষ্টা করা।
-
প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত থাকাকালীন কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা।
-
সংযুক্ত অনুচ্ছেদ:
-
১৯(১) – সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য।
-
২০ – অধিকার ও কর্তব্য হিসেবে কর্ম।
-
২২ – নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ।

0
Updated: 1 day ago
বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা কোনটি?
Created: 1 week ago
A
বিশ্বব্যাংক
B
এশীয় উন্নয়ন ব্যাংক
C
বাংলাদেশ উন্নয়ন ফোরাম
D
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা বাংলাদেশ উন্নয়ন ফোরাম।
BDF:
- BDF-এর পূর্ণরূপ- Bangladesh Development Forum.
- বিডিএফ হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম ১৯৭৪ সালে গঠিত হয়।
- তখন এর নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ।
- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম।
- প্রথমদিকে এর বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
- বিশ্বব্যাংক এই ফোরামের সমন্বয়কের দায়িত্ব পালন করে।
উৎস: i) প্রথম আলো।
ii) Economic Relations Division ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
বাংলাদেশের সংবিধানের ৪১নং অনুচ্ছেদ কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
Created: 1 day ago
A
বাক-স্বাধীনতা
B
ধর্মীয় স্বাধীনতা
C
চলাফেরার স্বাধীনতা
D
সমাবেশের স্বাধীনতা
ধর্মীয় স্বাধীনতা – বাংলাদেশ সংবিধান (অনুচ্ছেদ ৪১)
-
ধারার সীমাবদ্ধতা: আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতার প্রতি সম্মান রেখে।
মূল বিষয়বস্তু:
-
ধর্ম অবলম্বন ও প্রচার:
-
প্রত্যেক নাগরিকের যেকোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে।
-
-
ধর্মীয় প্রতিষ্ঠান:
-
প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
-
-
শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ:
-
কোনো ব্যক্তি যদি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় কার্যকলাপের সাথে সম্পর্কিত না হয়, তবে তাকে ঐ কার্যক্রমে অংশগ্রহণ করতে বাধ্য করা যাবে না।
-
জরুরি অবস্থার সময়ও এই অধিকার রদ করা যায় না।
-
সংশ্লিষ্ট অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ৩৯: চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা
-
অনুচ্ছেদ ৩৭: সমাবেশের স্বাধীনতা
-
অনুচ্ছেদ ৩৬: চলাফেরার স্বাধীনতা

0
Updated: 1 day ago