স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে কবে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
২০২৫ সালে
B
২০২৬ সালে
C
২০২৭ সালে
D
২০৩০ সালে
উত্তরের বিবরণ
স্বল্পোন্নত দেশের তালিকা (Least Developed Countries - LDC) হলো এমন দেশগুলোর তালিকা, যেগুলো অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে তুলনামূলকভাবে দুর্বল।
তথ্যগুলো হলো:
-
জাতিসংঘ বিশ্বে সব দেশকে উন্নয়নশীল দেশ ও উন্নত দেশ হিসেবে ভাগ করে।
-
উন্নয়নশীল দেশের মধ্যে যেসব দেশ তুলনামূলকভাবে দুর্বল, তাদেরকে স্বল্পোন্নত দেশ (LDC) হিসেবে তালিকাভুক্ত করা হয়।
-
প্রথম LDC তালিকা তৈরি হয় ১৯৭১ সালে।
-
বর্তমানে ৪৪টি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত।
-
বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
-
২০২৬ সালের নভেম্বর মাসে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই তালিকা থেকে পুরোপুরি বের হবে।
অর্থাৎ, LDC তালিকা হলো তুলনামূলকভাবে দুর্বল দেশের আন্তর্জাতিক স্বীকৃতি, যা দেশের উন্নয়নগত অগ্রগতি মূল্যায়নের একটি মানদণ্ড।
0
Updated: 1 month ago
মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম কী?
Created: 4 weeks ago
A
সোহরাই
B
সাংগ্রাই
C
বিহু
D
বাইসু
মারমা
মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী, যারা মূলত পার্বত্য রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় বসবাস করে। তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত এবং তাদের নিজস্ব ভাষা রয়েছে, যা ‘ভোট বর্মী’ শাখার বর্মী ভাষা। মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী, এবং তাদের প্রধান বর্ষবরণ উৎসব হলো সাংগ্রাই।
-
রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা:
-
গ্রাম পর্যায়: প্রধান কারবারি
-
মৌজা পর্যায়: হেডম্যান
-
সার্কেল পর্যায়: রাজা
-
গ্রাম, মৌজা এবং সার্কেল প্রধানদের মূল দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা
-
-
উল্লেখযোগ্য তথ্য: সাংগ্রাই উৎসব রাখাইন জনগোষ্ঠীর বর্ষবরণ ও প্রধান উৎসবের সঙ্গে সম্পর্কিত
0
Updated: 4 weeks ago
'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল' গানটির গীতিকার কে?
Created: 1 month ago
A
আপেল মাহমুদ
B
গোবিন্দ হালদার
C
সমর দাস
D
স্বপ্না রায়
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র:
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র।
- চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়।
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত গানগুলো মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা যুগিয়েছে।
⇒ তীর হারা এই ঢেউয়ের সাগর:
- কথা ও সুর: আপেল মাহমুদ।
- শিল্পী: রথীন্দ্রনাথ রায়।
⇒ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: সমর দাস।
- গানটি কয়েকজন শিল্পীর সমবেত কণ্ঠে প্রচার করা হয়।
⇒ মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: আপেল মাহমুদ।
- শিল্পী: আপেল মাহমুদ।
⇒ এক সাগর রক্তের বিনিময়ে:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: আপেল মাহমুদ।
- শিল্পী: স্বপ্না রায়।
⇒ সালাম সালাম হাজার সালাম:
- গীতিকার: ফজলে খোদা।
- সুরকার: আব্দুল জব্বার।
- শিল্পী: আব্দুল জব্বার।
তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
0
Updated: 1 month ago
ফকির-সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন -
Created: 4 weeks ago
A
মাদার বক্স
B
চেরাগ আলী শাহ
C
মুসা শাহ
D
বর্ণিত সবাই
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
ফকির-সন্ন্যাসী বিদ্রোহ প্রায় ৪০ বছর (১৭৬০-১৮০০ খ্রিস্টাব্দ) ধরে চলেছে এবং এটি ইংরেজদের বিরুদ্ধে বাংলায় প্রথম উল্লেখযোগ্য প্রতিরোধ আন্দোলন।
-
আদ্যাবস্থা:
-
১৭৬০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সন্ন্যাসীরা প্রথম বিদ্রোহ শুরু করেন
-
১৭৭১ খ্রিস্টাব্দে মজনু শাহ উত্তর বাংলায় ইংরেজ বিরোধী তৎপরতা শুরু করেন
-
-
প্রসার ও তীব্রতা:
-
১৭৭৭ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্রোহ ছড়িয়ে পড়ে রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, ঢাকা, ময়মনসিংহ, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহসহ বিভিন্ন অঞ্চলে
-
সবচেয়ে তীব্র বিদ্রোহ উত্তর বঙ্গে দেখা যায়
-
-
অন্তর্ভুক্ত সংঘর্ষ ও কৌশল:
-
বিদ্রোহীরা বহু ব্রিটিশ সেনা কর্মকর্তা হত্যা ও কোম্পানির কুঠি লুট করে
-
মজনু শাহের যুদ্ধ কৌশল ছিল গেরিলা পদ্ধতি
-
-
নেতৃত্বের পরিবর্তন:
-
১৭৮৭ খ্রিস্টাব্দে মজনু শাহ মৃত্যুবরণ করলে নেতৃত্ব গ্রহণ করেন মুসা শাহ, সোবান শাহ, চেরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স প্রমুখ ফকির
-
-
পরাজয়: ১৮০০ খ্রিস্টাব্দে বিদ্রোহীরা চূড়ান্তভাবে পরাজিত হয়
0
Updated: 4 weeks ago