স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় কত সালে?
A
১৯৭৪ সালে
B
১৯৭৫ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৭৭ সালে
উত্তরের বিবরণ
কৃষিশুমারি হলো দেশের কৃষি খাতের অবস্থা ও পরিসংখ্যান নিরূপণের জন্য অনুষ্ঠিত একটি জরিপ।
তথ্যগুলো হলো:
-
স্বাধীনতার পূর্বে কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৬০ সালে।
-
স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
-
১৯৬০ সাল থেকে এখন পর্যন্ত দেশে মোট ছয়বার কৃষিশুমারি পরিচালনা করা হয়েছে।
-
এগুলো হলো: ১৯৬০, ১৯৭৭, ১৯৮৩-১৯৮৪, ১৯৯৬, ২০০৮, ২০১৯।
-
-
স্বাধীন বাংলাদেশে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছে ৫ বার।
-
সর্বশেষ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ৯ জুন থেকে ২০ জুন, ২০১৯ সালে।
অর্থাৎ, কৃষিশুমারি দেশের কৃষি কার্যক্রম ও উৎপাদন পরিস্থিতি নিরূপণ করার একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ।
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ইংরেজি ভাষার প্রথম বাংলাদেশি চলচ্চিত্র কোনটি?
Created: 2 months ago
A
জঁ ক্যা ১৯৭১
B
দ্য ট্রুথ অব সেভেনটি ওয়ান
C
দ্য লাস্ট কমান্ড
D
কোনটি নয়
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ইংরেজি চলচ্চিত্র
-
মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রথম ইংরেজি ভাষার বাংলাদেশি চলচ্চিত্র হলো ‘জঁ ক্যা ১৯৭১’।
-
পরিচালক: ফাখরুল আরেফিন খান (ভুবন মাঝি, গণ্ডি খ্যাত)।
-
সত্য ঘটনার ভিত্তিতে নির্মিত।
-
ঘটনা:
-
৩ ডিসেম্বর ১৯৭১ সালে ফ্রান্সের তরুণ জঁ ক্যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (PIA) একটি বিমান ছিনতাই করেন।
-
তার একমাত্র দাবি ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য ২০ টন ওষুধ পাঠানো।
-
-
কাহিনি মূলত জঁ ক্যা-র এই মানবিক ও সাহসী ঘটনাকে কেন্দ্র করে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
0
Updated: 2 months ago
বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
Created: 4 weeks ago
A
সিলেট
B
খুলনা
C
বরিশাল
D
চট্টগ্রাম
According to the final report of Population and Housing Census 2022, বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। অর্থাৎ এই বিভাগে প্রতি বর্গকিলোমিটারে অন্য যেকোনো বিভাগের তুলনায় কম মানুষ বসবাস করে।
-
বরিশাল বিভাগে প্রতি কিলোমিটারে গড়ে ৬৮৮ জন মানুষ বসবাস করে।
Population and Housing Census 2022 সংক্রান্ত তথ্য:
-
এই জনশুমারি পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
-
এটি দেশের ষষ্ঠ জনশুমারি এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম ডিজিটাল জনশুমারি।
-
এই শুমারি অনুষ্ঠিত হয় ১৫ থেকে ২১ জুন, ২০২২।
-
তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হয় Computer Assisted Personal Interviewing (CAPI) method।
-
গণনার ক্ষেত্রে প্রয়োগ করা হয় Modified De-facto method, অর্থাৎ গণনার দিনে যাঁরা কোনো স্থানে উপস্থিত ছিলেন, তাঁদেরই ঐ স্থানের জনসংখ্যায় গণনা করা হয়।
Final Report (Census 2022) অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
-
মোট জনসংখ্যা: ১৬,৯৮,২৮,৯১১ জন
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ১,১১৯ জন
Population Density (জনসংখ্যার ঘনত্ব) অনুযায়ী:
-
সবচেয়ে বেশি জনসংখ্যার ঘনত্ব:
-
বিভাগ: ঢাকা বিভাগ – প্রতি কিলোমিটারে ২,১৫৬ জন
-
জেলা: ঢাকা জেলা – প্রতি কিলোমিটারে ১০,০৬৭ জন
-
-
সবচেয়ে কম জনসংখ্যার ঘনত্ব:
-
বিভাগ: বরিশাল বিভাগ – প্রতি কিলোমিটারে ৬৮৮ জন
-
জেলা: রাঙ্গামাটি জেলা – প্রতি কিলোমিটারে ১০৬ জন
-
Population Distribution অনুযায়ী:
-
সবচেয়ে বেশি জনসংখ্যা: ঢাকা বিভাগে – মোট ৪৫,৬৪৪,৫৮৬ জন
-
সবচেয়ে কম জনসংখ্যা: বরিশাল বিভাগে – মোট ৯,৩২৫,৮২০ জন
0
Updated: 4 weeks ago
বাংলাদেশে মোট কয়টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
৪টি
B
৫টি
C
৬টি
D
৭টি
আদমশুমারি (Population Census)
-
আদমশুমারি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।
-
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
-
প্রথম আদমশুমারিতে দেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
-
এ পর্যন্ত মোট ৬টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
-
আদমশুমারি অনুষ্ঠিত বছরের তালিকা: ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১, ২০২২।
-
ষষ্ঠ আদমশুমারির নাম হলো 'জনশুমারি ও গৃহগণনা'।
0
Updated: 1 month ago