A
২৪° ৩০′ থেকে ২৮°৩৪′ দক্ষিণ অক্ষাংশ
B
৮০°৩৪′ থেকে ৪০°৯০′ পশ্চিম দ্রাঘিমাংশ
C
৩৪°২৫′ থেকে ২৮°৩৮′ উত্তর অক্ষাংশ
D
৮৮°০১′ থেকে ৯২° ৪১′পূর্ব দ্রাঘিমাংশ
উত্তরের বিবরণ
বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। এদেশ প্রায় ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষারেখার মধ্যে এবং ৮৮°০১′ পূর্ব থেকে ৯২°৪১’ পূর্ব দ্রাঘিমারেখায় অবস্থিত। বাংলাদেশের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।

0
Updated: 2 months ago