In paragraph writing, what is the main purpose of the ‘Terminator’ sentence?
A
To give a detailed description.
B
To further elaborate on the topic.
C
To introduce a new topic.
D
To provide a concluding statement.
উত্তরের বিবরণ
একটি প্যারাগ্রাফের শেষের বাক্যকে Terminator বা সমাপনী বাক্য বলা হয়।
তথ্যগুলো হলো:
-
Purpose: Terminator-এর প্রধান কাজ হলো অনুচ্ছেদে আলোচনা করা বিষয়টির সারসংক্ষেপ বা সমাপ্তি প্রদান করা।
-
ফাংশন: এটি পাঠককে স্পষ্টভাবে বোঝায় মূল বক্তব্য কী।
-
বৈশিষ্ট্য: Terminator নতুন কোনো তথ্য বা বিষয় উপস্থাপন করে না; বরং আগের বিষয়গুলো সংক্ষেপে পুনরায় তুলে ধরে।
অর্থাৎ, Terminator হলো প্যারাগ্রাফের সারমর্ম এবং সমাপ্তি প্রকাশকারী বাক্য।

0
Updated: 7 hours ago
Select the alternative which best expresses the meaning of the given sentence: ''We were no more surprised than Rahman''.
Created: 1 month ago
A
We were less surprised than Rahman.
B
We were all surprised.
C
Rahman was less surprised than us.
D
We were as surprised as Rahman.
বাক্যটি "We were no more surprised than Rahman" দ্বারা বুঝায় অর্থ-আমরা রহমানের চেয়ে বেশি বিস্মিত ছিলাম না।
- এর মানে হলো, আমরা রহমানের মত বিস্মিত ছিলাম।
- তাই এর alternative হবে - ঘ) We were as surprised as Rahman.
• "no more surprised than"-এর অর্থ হলো "সমানভাবে অবাক হওয়া", কারণ এটি তুলনামূলকভাবে বলছে যে একজন আরেকজনের চেয়ে বেশি অবাক হয়নি।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) "We were less surprised than Rahman" বোঝায় আমরা রহিমের চেয়ে কম অবাক হয়েছিলাম, যা ভুল।
খ) "We were all surprised" শুধু অবাক হওয়ার তথ্য দেয়, তুলনা নয়।
গ) "Rahman was less surprised than us" ঠিক উল্টো অর্থ প্রকাশ করে।

0
Updated: 1 month ago
If you want them to ____ you'll have to offer them more than that.
Created: 2 days ago
A
give in
B
fall in
C
get forth
D
get off
Complete Sentence:
-
If you want them to give in, you'll have to offer them more than that.
Give in (Phrasal Verb):
-
English Meaning: To accept that you have been defeated and agree to stop competing or fighting.
-
Bangla Meaning: আত্মসমর্পণ করা
Other Options:
-
Fall in: ভেঙে করা; সারি বেধে দাঁড়ানো
-
Get forth: উদগীরণ করা, নিঃসৃত করা / হওয়া
-
Get off: নেমে আসা; অবরোহন করা; অবতরণ করা; অপসৃত হত্তয়া; সরা; যাত্রা করা
Explanation: বাক্যটি অর্থবোধক করার জন্য give in ব্যবহার করা হয়েছে।
উৎস:

0
Updated: 2 days ago
What is the meaning of “Belligerent”?
Created: 1 month ago
A
Kind
B
Peaceful
C
Friendly
D
Aggressive
Correct Answer
ঘ) Aggressive ✅
Explanation:
-
Belligerent (Adjective, Noun)
-
Bangla Meaning: যুদ্ধরত, যুধ্যমান।
-
English Meaning: inclined to or exhibiting assertiveness, hostility, or combativeness.
-
-
Aggressive (Adjective)
-
Bangla Meaning: আক্রমণাত্মক, রাগান্বিত এবং হিংসাত্মক।
-
English Meaning: tending toward or exhibiting aggression.
-
Other Options
ক) Kind → সদয়, সহানুভূতিশীল।
খ) Peaceful → শান্তিপূর্ণ, শান্তিকামী।
গ) Friendly → বন্ধুত্বপূর্ণ, সহৃদয়, মিত্রোপযুক্ত।

0
Updated: 1 month ago