What does a 'Precis' aim to convey?
A
The detailed examples from the passage
B
The essence or main ideas of a larger passage
C
The personal opinions of the writer
D
Only the conclusion of the passage
উত্তরের বিবরণ
Precis শব্দের অর্থ হলো সারমর্ম। এটি হলো কোনো বড় passage-এর মূল বক্তব্যকে সংক্ষেপে উপস্থাপন করার প্রক্রিয়া।
তথ্যগুলো হলো:
-
Precis writing: একটি passage, paragraph বা piece of writing-এর সংক্ষিপ্ত রূপে তার মূল কথা তুলে ধরা।
-
মূল বিষয়বস্তু: Precis-এ মূল পাঠ্যের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে উপস্থাপন করা হয়।
-
গঠন ও ক্রম: ঘটনার নির্দিষ্ট ক্রম (order) এবং গঠন (structure) বজায় রাখা আবশ্যক।
-
উপস্থাপনা: মূল ধারণাগুলি স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে এবং অপ্রয়োজনীয় বা অতিরিক্ত তথ্য বাদ দিতে হবে।
অর্থাৎ, Precis হলো মূল পাঠ্যের সারমর্ম সংক্ষেপে এবং সুসংগঠিতভাবে প্রকাশ করা।
0
Updated: 1 month ago
What does "laconic" mean?
Created: 1 month ago
A
Using excessive words
B
Using complex vocabulary
C
Speaking in a roundabout way
D
Expressing ideas with very few words
Laconic এমন এক বিশেষণ যা বোঝায় অল্পকথায় স্পষ্টভাবে ভাব প্রকাশ করা। সাধারণত সংক্ষেপে কিন্তু কার্যকরভাবে বক্তব্য তুলে ধরতে এটি ব্যবহৃত হয়।
-
Laconic (adjective)
English Meaning: Using very few words to express what you mean
Bangla Meaning: অল্পকথায় প্রকাশিত; স্বল্পভাষী ব্যক্তি -
Correct Answer: Expressing ideas with very few words
-
Synonyms: Brief (সংক্ষিপ্ত), Concise (অল্পকথায় অধিক তথ্য প্রদানে সক্ষম), Short (অল্প), Abridged (সংক্ষেপিত), Curtailed (কাটছাঁট)
-
Antonyms: Verbose (শব্দাড়ম্বরপূর্ণ), Long-winded (কথা বা লেখালেখিতে বিরক্তি উৎপাদক), Loquacious (বাচাল; কথাপ্রিয়), Prolix (দীর্ঘ এবং বিরক্তিকর), Rambling (অসংলগ্ন)
-
Example Sentences:
-
She had a laconic wit.
-
He had a reputation for being laconic.
-
-
Source:
0
Updated: 1 month ago
Some of the studies show positive results, ______ others do not.
Created: 1 month ago
A
whereas
B
as soon as
C
so
D
but
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ —
ক) whereas: যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
খ) as soon as: করতে না করতেই/ হতে না হতেই।
গ) so: এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
ঘ) but: কিন্তু; তবে।
সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে whereas বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: Some of the studies show positive results, whereas others do not.
Source: Bangla Academy Dictionary.
0
Updated: 1 month ago
He entered _____ the school through the gate.
Created: 1 month ago
A
at
B
with
C
to
D
No preposition
Transitive Verb-এর পরে সাধারণত কোনো Preposition বসে না; এর সঙ্গে সরাসরি Object বসে।
-
কিছু সাধারণ Transitive Verbs: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।
Correct Sentence: He entered the school through the gate.
0
Updated: 1 month ago