Select the word that is closest in meaning to "Perfunctory":
A
Thorough
B
Cursory
C
Detailed
D
Meticulous
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) Cursory।
Perfunctory
-
বাংলা অর্থ: অযত্ন বা অবহেলায় সম্পাদিত নিয়মমাফিক কাজ; যন্ত্রবৎ।
-
English Meaning: characterized by routine or superficiality; mechanical।
Cursory
-
বাংলা অর্থ: তড়িঘড়িতে করা কাজ; দায়সারা গোছের কাজ।
-
English Meaning: rapidly and often superficially performed or produced; hasty।
অন্যান্য বিকল্পগুলো:
-
ক) Thorough — বাংলা: সর্বতোভাবে, সম্পূর্ণ, আনুপুঙ্খিক; English: carried through to completion; exhaustive।
-
গ) Detailed — বাংলা: বিচ্ছিন্ন বা বিভক্ত; English: marked by abundant detail or thoroughness in treating small items or parts।
-
ঘ) Meticulous — বাংলা: খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল, সতর্ক ও যথাযথ; English: marked by extreme or excessive care in the consideration or treatment of details।
অর্থাৎ, Perfunctory শব্দটির সমার্থক শব্দ হলো Cursory, যা তাড়াহুড়া বা দায়সারাভাবে সম্পাদিত কাজ বোঝায়।

0
Updated: 7 hours ago
Choose the correct meaning of the following words "Handy"
Created: 1 month ago
A
comfortable
B
useful
C
convenient to handle or use
D
necessary
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে "Convenient to handle or use" এবং "Useful" — এই দুটি শব্দই ‘Handy’ শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করে।
তবে অপশনগুলোতে একাধিক সঠিক উত্তর থাকায় নির্দিষ্টভাবে সঠিক উত্তর নির্বাচন করা সম্ভব হয়নি।
• Handy
ইংরেজি অর্থ: সহজে ব্যবহারযোগ্য বা পরিচালনাযোগ্য; উপকারী।
বাংলা অর্থ: হাতে কাজ করার ক্ষেত্রে দক্ষ; কার্যকরী বা কুশলী।
• দেওয়া অপশনগুলোর মধ্যে —
ক) Comfortable – আরামদায়ক
খ) Useful – দরকারি, ব্যবহার্য, উপকারী
গ) Convenient to handle or use – সহজে ব্যবহারের উপযোগী; সুবিধাজনক
ঘ) Necessary – প্রয়োজনীয়, অপরিহার্য
তথ্যসূত্র:
-
Collins Dictionary
-
বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত Accessible Dictionary

0
Updated: 1 month ago
The word 'disinterested' means-
Created: 1 month ago
A
lack of interest
B
indifferent
C
callous
D
neutral
Disinterested (adjective)
English Meaning: এমন কেউ, যার কোনো ব্যক্তিগত স্বার্থ জড়িত নয় বা ব্যক্তিগত লাভ নেই, তাই সে ন্যায্যভাবে বিচার করতে পারে।
বাংলা অর্থ: নিরপেক্ষ, স্বার্থশূন্য, নৈর্ব্যক্তিক।
অন্যান্য অপশন:
-
Neutral: নিরপেক্ষ
-
Lack of interest: আগ্রহের অভাব
-
Indifferent: নিঃস্পৃহ, অনীহ, উদাসীন
-
Callous: কঠিন মনের, অনুভূতিহীন
উপরের অপশনগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘Disinterested’ শব্দটির মানে সবচেয়ে ভালোভাবে বোঝায় ‘Neutral’ বা নিরপেক্ষ।
তথ্যসূত্র: Live MCQ Lecture, Accessible Dictionary.

0
Updated: 1 month ago
Which of the following words means "an exaggerated statement or an extreme overstatement"?
Created: 1 month ago
A
Irony
B
Metaphor
C
Hyperbole
D
Simile
• The required answer is - Hyperbole.
• Hyperbole (অতিশয়োক্তি/অত্যুক্তি):
-
An exaggerated statement or extreme overstatement.
-
It is used intentionally in comedy to create humor or in love poetry to express intense admiration.
-
Hyperbole can also emphasize strong criticism or dramatic effect.
• Example:
-
"Ten thousand saw I at a glance" (Wordsworth: Daffodils).
• Other options explained:
-
Irony: A statement where the real meaning is concealed or contradicted.
-
Metaphor: A comparison between two unlike things without using "like" or "as".
-
Simile: A comparison using "like" or "as".

0
Updated: 1 month ago