Which of the following best defines "Coherence" in a paragraph?
A
The total number of words used in the paragraph.
B
The logical connection and smooth flow between ideas and sentences.
C
The use of only short sentences in the paragraph
D
The correct placement of punctuation marks
উত্তরের বিবরণ
Coherence হলো একটি প্যারাগ্রাফে ধারাবাহিকতা এবং যুক্তিসম্মত ভাবনার প্রবাহ বোঝায়। যখন প্যারাগ্রাফের সমস্ত ধারণা একটি সুসংগত ও যৌক্তিক ধারায় সাজানো থাকে, তখন সেটি coherent বা সুসংগত বলা হয়।
তথ্যগুলো হলো:
-
Paragraph: অনুচ্ছেদ।
-
প্রতিটি প্যারাগ্রাফের দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে: Cohesion এবং Coherence।
-
Cohesion: প্যারাগ্রাফের বাক্যগুলোর মধ্যে সংযোগ বজায় রাখা।
-
Coherence: প্যারাগ্রাফের বিভিন্ন অংশের সমন্বয়, অর্থাৎ ধারাবাহিকতা ও সঙ্গতি।
-
-
একটি প্যারাগ্রাফে সাধারণত একটাই Theme থাকে; বিভিন্ন বিষয়বস্তু (diverse themes) থাকতে পারে না।
-
সংক্ষেপে, Coherence হলো প্যারাগ্রাফের মধ্যে ভাব ও বাক্যের মধ্যে যৌক্তিক সংযোগ এবং সুষ্ঠু প্রবাহ।

0
Updated: 7 hours ago
Which of the following is incorrect?
Created: 1 month ago
A
Hurry lest you should be late.
B
Be careful lest you should fall.
C
Work hard lest you should pass.
D
Walk quickly lest you should miss the bus.
The incorrect Sentence is: গ) Work hard lest you should pass.
-
কারণ এখানে বলা হয়েছে - "তুমি কষ্ট করো না হলে পাশ করে ফেলবে!"- তাই বাক্যটি অর্থহীন।
-
Lest দ্বারা দুটি clause যুক্ত হলে পরবর্তী clause এর verb এর আগে should বসে।
-
সেখানে ঐ verb এর negative রূপ ব্যবহার করা যায় না।
উদাহরণ:
-
Run fast lest (পাছে নইলে) you should miss the train.
Incorrect: Work hard lest you should pass
Correct: Work hard lest you should fail
Incorrect: Work hard lest you should not fail
Correct: Work hard lest you should fail
অন্য বাক্যগুলো সঠিক:
-
ক) Hurry lest you should be late.
-
খ) Be careful lest you should fall.
-
ঘ) Walk quickly lest you should miss the bus.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
If a person cannot stop taking drugs, he or she is-
Created: 1 month ago
A
attached to them
B
committed to them
C
addicted to them
D
devoted to them
• Addicted:
English meaning: unable to stop taking drugs, or doing something as a habit.
Bangla: আসক্ত/অত্যাসক্ত/নেশাগ্রস্থ হওয়া।
• If a person cannot stop taking drugs, he or she is - addicted to them.
• যখন একজন ব্যক্তি মাদকের প্রতি অত্যধিক নির্ভরশীলতা প্রকাশ করে এবং তা ছাড়া চলতে পারে না, তখন তাকে addicted বলা হয়।
- "Addiction" একটি মানসিক বা শারীরিক অবস্থাকে নির্দেশ করে যেখানে একজন ব্যক্তি কোনও কিছু বা অভ্যাসের প্রতি অত্যধিক নির্ভরশীল হয়ে পড়েন।
Other options,
ক) attached to them:
- "Attached" মানে কিছুতে সংযুক্ত বা সম্পর্কিত হওয়া। তবে এটি addiction এর মত গভীর নির্ভরশীলতা বা আসক্তি বোঝায় না।
খ) committed to them:
- "Committed" বলতে কোনো কাজ বা বিষয়ের প্রতি প্রতিবদ্ধ হওয়া বোঝায়। এটি আধ্যাত্মিক বা পেশাগত দায়িত্বের জন্য ব্যবহৃত হয়, মাদকের প্রতি আসক্তি বোঝানোর জন্য নয়।
ঘ) devoted to them:
- "Devoted" মানে কোনও কিছুতে আত্মনিবেদিত হওয়া। এটি সাধারণত প্রীতি বা উৎসর্গ বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এটি আসক্তি বা নির্ভরশীলতা প্রকাশ করে না।

0
Updated: 1 month ago
The cat jumped ______ the pool to catch the fish.
Created: 3 weeks ago
A
in
B
at
C
on
D
into
Correct Answer: Into
Example Sentence:
-
The cat jumped into the pool to catch the fish.
-
বাংলা অর্থ: "বিড়ালটি মাছ ধরতে পুকুরের ভিতরে ঝাঁপিয়ে পড়ল।"
ব্যাখ্যা:
-
Into ব্যবহৃত হয় যখন কোনো স্থানের ভিতরে প্রবেশ (entry/movement) বোঝানো হয়।
-
বাক্যে "jumped" একটি movement নির্দেশ করছে যা পুকুরের অভ্যন্তরে প্রবেশ করছে।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) in: স্থির অবস্থান (static position) বোঝায়
-
গ) at: নির্দিষ্ট বিন্দু বা লক্ষ্য (specific point/target) বোঝায়
-
ঘ) on: কোনো পৃষ্ঠতলের উপরে অবস্থান (on a surface) বোঝায়

0
Updated: 3 weeks ago