What is an extra message added at the end of the letter after it is signed called?
A
Postscript
B
Footnote
C
Preamble
D
Letterhead
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো Postscript।
Postscript (n) (সংক্ষেপে PS)
-
উত্পত্তি: ল্যাটিন শব্দ postscriptum, যার অর্থ "written after"।
-
সংজ্ঞা: চিঠির শেষে স্বাক্ষরের পরে যুক্ত করা অতিরিক্ত বার্তা বা তথ্য।
-
বাংলায় অর্থ: চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলী; পুনশ্চ; অতিরিক্ত বা সর্বশেষ তথ্য।
এটি মূলত চিঠির মূল বক্তব্য শেষে দেওয়া অতিরিক্ত তথ্য বা মন্তব্য বোঝাতে ব্যবহৃত হয়।

0
Updated: 7 hours ago
Who is the author of "Prometheus Unbound"?
Created: 1 week ago
A
William Wordsworth
B
John Keats
C
Percy Bysshe Shelley
D
Lord Byron
Percy Bysshe Shelley ও Prometheus Unbound
Prometheus Unbound:
-
এটি পার্সি বিসশে শেলির লেখা একটি লিরিক্যাল নাটক।
-
নাটকটি চারটি অংশে বিভক্ত এবং 1820 সালে প্রকাশিত হয়।
-
শেলির প্রধান রচনাগুলোর মধ্যে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
-
রচনায় কবি তাঁর কাব্যিক দক্ষতা ও রাজনৈতিক চিন্তার সমন্বয় দেখিয়েছেন।
-
কাহিনী: প্রমিথিউস তার শাসক জুপিটার এবং অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেন।
Percy Bysshe Shelley (1792–1822):
-
Shelley ছিলেন ইংরেজি সাহিত্যের Romantic Period-এর একজন বিশিষ্ট কবি।
-
তিনি ব্যক্তিগত প্রেম এবং সামাজিক ন্যায়ের প্রতি আবেগময় অনুসন্ধান তাঁর কবিতায় রূপান্তরিত করেছিলেন।
-
Shelley-এর কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে গণ্য হয়।
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
A Defence of Poetry (essay)
-
A Philosophical View of Reform (book)
-
Adonais (poem)
-
Epipsychidion (poem)
-
Hymn to Intellectual Beauty (poem)
-
Mont Blanc (poem)
-
Ode to the West Wind (poem)
-
Ozymandias (poem)
-
Peter Bell the Third (book)
-
Prometheus Unbound (lyrical drama)
-
Queen Mab (poem)
-
Rosalind and Helen (poem)
-
The Cenci (play)
-
The Cloud (poem)
-
The Masque of Anarchy (poem)
উৎস: Britannica

0
Updated: 1 week ago
They were deprived ______ their rights.
Created: 1 week ago
A
with
B
by
C
of
D
from
Complete sentence: They were deprived of their rights.
Explanation:
-
The verb “deprive” is always followed by the preposition “of” when indicating what someone has been denied or prevented from having.
-
Structure: deprive + someone + of + something
Examples:
-
The child was deprived of love and care.
-
She was deprived of her inheritance.
-
Many citizens were deprived of basic education.
Sources:
-
Oxford Learner's Dictionaries
-
Accessible Dictionary

0
Updated: 1 week ago
Choose the antonym of “Malicious”:
Created: 1 month ago
A
Gentle
B
Evil
C
Cruel
D
Hostile
Correct Answer
ক) Gentle ✅
Explanation:
-
Malicious (Adj)
-
Bangla Meaning: বিদ্বেষপরায়ণ, বিদ্বেষপূর্ণ।
-
English Meaning: having or showing a desire to cause harm to someone.
-
-
Gentle (Adj)
-
Bangla Meaning: সদয়, নম্র।
-
English Meaning: kind and calm; not intending harm.
-
Other Options
খ) Evil → দুষ্ট, পাপী, মন্দ; morally reprehensible।
গ) Cruel → নিষ্ঠুর, নির্দয়; disposed to inflict pain.
ঘ) Hostile → শত্রুপক্ষীয়, বৈরী; relating to an enemy।

0
Updated: 1 month ago