Change into a simple sentence:
If you run fast, you will catch the bus.
A
Running fast helps to catch the bus.
B
Run fast and you will catch the bus.
C
You run fast and you will catch the bus.
D
Running fast, you will catch the bus.
উত্তরের বিবরণ
মূল বাক্য ছিল If you run fast, you will catch the bus। এটি একটি complex sentence, কারণ এখানে if ব্যবহার করে শর্ত প্রকাশ করা হয়েছে। একে simple sentence করতে হলে শর্তের ভাব অক্ষুণ্ণ রেখে বাক্যকে একত্রে সরল রূপে প্রকাশ করতে হবে। এজন্য if you run fast-এর পরিবর্তে Running fast ব্যবহার করা যায়। তাই সঠিক উত্তর হলো ক) Running fast, you will catch the bus। এখানে Running fast একটি participle phrase, যা মূল বাক্যকে simple sentence আকারে রূপান্তর করেছে।
তথ্যগুলো হলো:
-
অপশন ক) Running fast helps to catch the bus — ভুল, কারণ এখানে helps যুক্ত হয়ে মূল বাক্যের অর্থ পরিবর্তিত হয়েছে।
-
অপশন খ) Run fast and you will catch the bus — এটি একটি compound sentence, কারণ দুটি independent clause যুক্ত হয়েছে।
-
অপশন গ) You run fast and you will catch the bus — এটিও একটি compound sentence, simple নয়।
-
অপশন ঘ) Running fast, you will catch the bus — সঠিক উত্তর, কারণ এটি participle phrase ব্যবহার করে simple sentence আকারে রূপান্তর করেছে।

0
Updated: 7 hours ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
Scarcely has the movie started than the fire alarm had begun to ring.
B
Scarcely had the movie started when the fire alarm begins to ring.
C
Scarcely had the movie started when the fire alarm had began to ring.
D
Scarcely had the movie started when the fire alarm began to ring.
Scarcely, Hardly, No sooner + Had + When/Than
নিয়ম:
-
যদি বাক্য শুরু হয় Scarcely had, Hardly had, বা No sooner had দিয়ে, তাহলে পরবর্তী clause শুরু হয় when বা than দিয়ে।
-
প্রথম clause-এ subject + verb-এর past participle ব্যবহার হয়।
-
পরবর্তী clause-এ subject + verb-এর past indefinite form ব্যবহৃত হয়।
উদাহরণ ও ব্যাখ্যা
-
Correct Sentence:
-
Scarcely had the movie started when the fire alarm began to ring.
-
বাংলা অর্থ: সিনেমা শুরু হতে না হতেই অগ্নি সতর্কতা সংকেত বাজল।
-
More Examples:
-
Scarcely had they left the house when it began to rain.
-
Scarcely had the teacher explained the topic when the bell rang.
-
Scarcely had we begun our journey when the car broke down.
-
Scarcely had the concert begun when the power went out.
নোট:
-
Scarcely had / Hardly had / No sooner had + subject + past participle
-
পরবর্তী clause: when / than + subject + past tense verb

0
Updated: 1 month ago
Transform it into a simple sentence:
Although he was poor, he was honest.
Created: 1 week ago
A
He was poor but honest.
B
He was honest in spite of being poor.
C
He was poor and honest.
D
He was poor so he was honest.
তোমার দেওয়া তথ্যগুলো ঠিক রেখে পরিষ্কারভাবে রি-রাইট করে দিলাম:
উত্তর: খ) He was honest in spite of being poor.
-
মূল বাক্যটি একটি Complex Sentence, কারণ এতে Although দিয়ে একটি subordinate clause আছে।
-
Simple sentence করার জন্য subordinate clause-কে phrase-এ রূপান্তর করতে হয়।
-
Although he was poor → in spite of being poor দ্বারা প্রকাশ করা যায়।
-
বাক্যের মূল অর্থ অক্ষুণ্ণ রেখে একটি মাত্র clause-এ রূপান্তর করা হয়।
-
তাই সঠিক simple sentence: He was honest in spite of being poor.
Other options:
-
ক) He was poor but honest. → এটি Compound Sentence, কারণ but দুইটি independent clause যুক্ত করছে।
-
গ) He was poor and honest. → এটি মূল বাক্যের contrast সম্পর্ক প্রকাশ করে না, অর্থ বদলে যায়।
-
ঘ) He was poor so he was honest. → এটি ভুল, কারণ এখানে cause-effect বোঝানো হয়েছে, যা মূল বাক্যের ভাবের সাথে মেলে না।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 week ago
He is weak but he tries hard. (Simple)
Created: 5 hours ago
A
In spite of his weakness, he tries hard.
B
In spite of he is weak, he tries hard.
C
Because he is weak, he tries hard.
D
His weakness but he tries hard.
সঠিক উত্তর হলো – ক) In spite of his weakness, he tries hard.
Compound থেকে Simple করার নিয়ম:
-
Compound sentence-এ যদি দুটি clause-এর মাঝে but থাকে, তবে Simple sentence করতে হলে but-এর আগের clause-টিকে in spite of দিয়ে noun phrase-এ রূপান্তর করতে হয়।
-
উল্টোদিকে, যদি কোনো Simple sentence-এ in spite of phrase থাকে, তবে সেটিকে Compound করতে হলে in spite of বাদ দিয়ে phrase-টিকে clause-এ রূপান্তর করতে হয়, এরপর তার পরে but বসিয়ে দ্বিতীয় clause যুক্ত করতে হয়।
Examples:
-
Compound: He is poor but he is honest.
Simple: In spite of his poverty, he is honest. -
Compound: He was rich but he was unhappy.
Simple: In spite of his riches, he was unhappy. -
Compound: They are strong but they have been defeated.
Simple: In spite of their strength, they have been defeated.
Other options ব্যাখ্যা:
-
খ) ভুল — কারণ In spite of এর পরে পূর্ণাঙ্গ বাক্য (he is weak) আসতে পারে না; noun/noun phrase আসতে হবে।
-
গ) ভুল — because মানে কারণ বোঝায়। এখানে অর্থ দাঁড়াচ্ছে দুর্বলতার কারণে চেষ্টা করছে, যা মূল বাক্যের বিপরীত।
-
ঘ) ভুল এবং অসম্পূর্ণ বাক্য; সঠিকভাবে Simple form হয়নি।

0
Updated: 5 hours ago