ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক রচনা-
A
শকুন্তলা
B
ভ্রান্তিবিলাস
C
ব্রজবিলাস
D
সীতার বনবাস
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম
-
পৈতৃক পদবি: বন্দ্যোপাধ্যায়
-
স্বাক্ষর: ঈশ্বরচন্দ্র শর্মা
-
১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাঁকে বিদ্যাসাগর উপাধি প্রদান করে
-
বাংলা গদ্যের জনক; প্রথম যতি/বিরামচিহ্ন স্থাপনকারী
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতাল পঞ্চবিংশতি
-
বাংলা ভাষায় প্রথম মৌলিক গদ্য: প্রভাবতী সম্ভাষণ
-
ব্যাকরণগ্রন্থ: ব্যাকরণ কৌমুদী
-
মৃত্যু: ২৯ জুলাই ১৮৯১
বিখ্যাত গ্রন্থ:
-
নাটক: শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস
-
মৌলিক রচনা: অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ, যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা
-
শিক্ষামূলক গ্রন্থ: আখ্যান মঞ্জরী, বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা

0
Updated: 21 hours ago
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস পালিত হয় কবে?
Created: 1 month ago
A
১১ জুলাই
B
১৫ জুলাই
C
১৭ জুলাই
D
২০ জুলাই
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস
-
তারিখ: প্রতি বছর ১৭ জুলাই
-
প্রথম পালিত: ২০০৩
-
প্রেক্ষাপট: ১৯৯৮ সালের ১৭ জুলাই রোম সংবিধি গৃহীত হয়, যার মাধ্যমে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC) গঠিত হয়।
-
উদ্দেশ্য: মানবতাবিরোধী অপরাধসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা।

0
Updated: 1 month ago
’দি আগলি এশিয়ান’ উন্যাসের রচয়িতা কে?
Created: 6 days ago
A
হুমায়ূন আহমেদ
B
সৈয়দ আলী আহসান
C
শওকত ওসমান
D
সৈয়দ ওয়ালীউল্লাহ্
• ‘দি আগলি এশিয়ান’ উপন্যাস:
- ‘দি আগলি এশিয়ান’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি উপন্যাস।
- এ উপন্যাসে পূর্ববঙ্গের রাজধানী শহরকে (নাম নেয়া হয়নি) কেন্দ্র করে রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ, সেনাবাহিনীকে দিয়ে সামরিক আইন জারি, সাধারণ মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার খর্ব করা, দেশে সাম্যবাদী উত্থান প্রচেষ্টা বাধাগ্রস্ত করা ইত্যাদি প্রধান হয়ে উঠেছে।
- সামরিক আইন জারি করিয়ে সেনাবাহিনী দিয়ে বা নিজেদের সমর্থনপুষ্ট পুঁজিবাদীদের কাজে লাগিয়ে মার্কিন দেশ তখন এশিয়ার প্রতিটি দেশেই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিল।
- এশিয়ার এই কদর্য রূপকেই সৈয়দ ওয়ালীউল্লাহ্ এই উপন্যাসে তুলে ধরেছেন।
• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।
- দি আগলি এশিয়ান।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।
• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুরঙ্গ,
- উজানে মৃত্যু।

0
Updated: 6 days ago
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
রাজসিংহ
B
দুর্গেশনন্দিনী
C
কৃষ্ণকান্তের উইল
D
কপালকুণ্ডলা
দুর্গেশনন্দিনী
-
রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৮৬৫ খ্রিষ্টাব্দ
-
বাংলা সাহিত্যে গুরুত্ব: প্রথম সার্থক বাংলা উপন্যাস
-
কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা
-
উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৩৮, চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে
-
পেশা: ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের প্রধান পুরুষ
-
বাংলা উপন্যাসে অবদান: ‘রাজমোহনস ওয়াইফ’ (ইংরেজিতে) থেকে শুরু করে বাংলা সাহিত্যে উপন্যাস ধারার প্রবর্তক
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
-

0
Updated: 1 month ago