“চোরাবালি” কাব্যগ্রন্থটি রচনা করেন-
A
শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
B
জীবনানন্দ দাশ
C
বিষ্ণু দে
D
সুধীন্দ্রনাথ ঠাকুর
উত্তরের বিবরণ
বিষ্ণু দে
-
জীবন ও পরিচয়:
-
জন্ম: ১৮ জুলাই ১৯০৯, কলকাতা, পটলডাঙ্গা
-
পেশা: কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক, শিল্পানুরাগী
-
সাহিত্যগোষ্ঠী: কল্লোল
-
পত্রিকা: ‘পরিচয়’ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য
-
-
সাহিত্যকর্ম:
-
কাব্যগ্রন্থ:
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
সাত ভাই চম্প
-
স্মৃতি সত্তা ভবিষ্যত
-
-
অনুবাদ সাহিত্য:
-
এলিয়টের কবিতা
-
-

0
Updated: 21 hours ago
শাহ মুহাম্মদ সগীর কার পৃষ্ঠপোষকতায় ‘ইউসুফ জোলেখা’ রচনা করেন?
Created: 1 month ago
A
গিয়াসউদ্দিন আজম শাহ
B
আলাউদ্দিন হোসেন শাহ
C
শামসুদ্দীন ইলিয়াস শাহ
D
ফখরুদ্দিন মোবারক শাহ
শাহ মুহাম্মদ সগীর
-
পরিচিতি: মধ্যযুগে মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি
-
জন্মকাল: আনুমানিক ১৪শ শতকের শেষ থেকে ১৫শ শতকের মধ্যে
-
পৃষ্ঠপোষক: গিয়াসউদ্দিন আজম শাহ
-
প্রধান রচনা: ‘ইউসুফ জুলেখা’ কাব্য
-
উৎস: পারসি কবি আবদুর রহমান জামি রচিত ‘ইউসুফ জুলেখা’ থেকে গল্প গ্রহণ
-
কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ (১৩৮৯-১৪১০) এর স্তুতি বিদ্যমান
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
প্রমথ চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
Created: 3 weeks ago
A
বর্ধমান
B
হুগলি
C
যশোর
D
বরিশাল
প্রমথ চৌধুরী (১৮৬৮–১৯৪৬)
-
জন্ম: ৭ আগস্ট, ১৮৬৮; যশোরে।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল।
-
অবদান:
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপ নিয়ে তুলনামূলক গবেষণা।
-
বাংলা কাব্যে প্রথম ইতালীয় সনেট প্রবর্তন।
-
১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত বীরবলের হালখাতা তার উল্লেখযোগ্য প্রবন্ধ।
-
নির্বাচিত প্রবন্ধ
-
তেল-নুন-লকড়ী
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
ভাষার কথ
-
আমাদের শিক্ষা
-
নানাচর্চা
নির্বাচিত গল্পগ্রন্থ
-
চার-ইয়ারী কথা
-
নীলোহিত
-
ঘোষালে ত্রিকথা

0
Updated: 3 weeks ago
বিহারীলাল চক্রবর্তীর সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 week ago
A
সারদামঙ্গল
B
বঙ্গসুন্দরী
C
বন্ধু বিয়োগ
D
স্বপ্নদর্শন
‘সারদামঙ্গল’ কাব্য
-
‘সারদামঙ্গল’ (১৮৭৯) কবি বিহারীলাল চক্রবর্তীর সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
-
এটি প্রথম প্রকাশিত হয়েছিল আর্যদর্শন পত্রিকায়।
-
আখ্যানকাব্য হলেও এর আখ্যানবস্তু খুব সামান্য; মূলত এটি একটি গীতিকবিতাধর্মী কাব্য।
-
কাব্যগ্রন্থটি মোট পাঁচটি সর্গে বিভক্ত।
-
‘ভোরের পাখি’ খ্যাত রোমান্টিক কবি বিহারীলাল এই কাব্যে প্রিয়তমার রূপে দেবী সারদার অনুসন্ধান করেছেন।
-
গ্রন্থটি আধুনিক বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে স্বীকৃত।
রবীন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন
রবীন্দ্রনাথ লিখেছিলেন—
"সূর্যাস্ত কালের সুবর্ণমণ্ডিত মেঘমালার মত সারদামঙ্গলের সোনার শ্লোকগুলি বিবিধরূপের আভাস দেয়। কিন্তু কোন রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না। অথচ সুদূর সৌন্দর্য স্বর্গ হইতে একটি অপূর্ণ পূরবী রাগিণী প্রবাহিত হইয়া অন্তরাত্মাকে ব্যাকুল করিয়া তুলিতে থাকে।"
বিহারীলাল চক্রবর্তীর অন্যান্য কাব্যগ্রন্থ
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীতশতক
-
বঙ্গসুন্দরী
-
নিসর্গ সন্দর্শন
-
বন্ধু বিয়োগ
-
সারদামঙ্গল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ‘সারদামঙ্গল’ কাব্য

0
Updated: 1 week ago