মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটির গ্রন্থাকারে প্রকাশকাল-
A
১৯২৬ সাল
B
১৯৩৬ সাল
C
১৯৩৮ সাল
D
১৯৪৮ সাল
উত্তরের বিবরণ
‘পদ্মানদীর মাঝি’
-
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৯৩৪ সালে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিক প্রকাশ, ১৯৩৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত
-
ধরণ: সামাজিক উপন্যাস
-
বিষয়: পদ্মা তীরবর্তী ধীবর-জীবন
-
বিখ্যাত সংলাপ: "আমারে নিবা মাঝি লগে?" – কপিলা কুবেরকে উদ্দেশ্য করে
প্রধান চরিত্র:
-
কুবের
-
কপিলা
-
মালা
-
ধনঞ্জয়
-
গণেশ
-
শীতলবাবু
-
হোসেন মিয়া
মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে:
-
জন্ম: ১৯০৮, বিহারের সাঁওতাল পরগনার দুমকা
-
পৈতৃক নিবাস: ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রাম
-
প্রকৃত নাম: প্রবোধকুমার, ডাকনাম: মানিক
-
ছোটবেলায় রচনা: অতসীমামী, দিবারাত্রির কাব্য
-
মোট প্রকাশনা: প্রায় অর্ধশতাধিক উপন্যাস ও ২৪৪ গল্প
-
জনপ্রিয় উপন্যাস: পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা
উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাস:
-
জননী
-
চিহ্ন
-
দিবারাত্রির কাব্য
-
শহরবাসের ইতিকথা
-
অহিংসা
-
শহরতলী
-
সোনার চেয়ে দামি
-
স্বাধীনতার স্বাদ
-
ইতিকথার পরের কথা
-
আরোগ্য
ভাষান্তর: ইংরেজি, রুশ, চীনা, চেক, নরওয়েজিয়ান, সুইডিশ

0
Updated: 21 hours ago
রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের প্রভাব দেখা যায়?
Created: 2 weeks ago
A
ঘরে-বাইরে
B
চার অধ্যায়
C
গোরা
D
চতুরঙ্গ
'ঘরে বাইরে' — উপন্যাস
– রবীন্দ্রনাথ ঠাকুর
-
ধরন: চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস
-
প্রকাশ মাধ্যম: সবুজপত্র (১৯১৫)
-
বিশেষত্ব: রবীন্দ্র প্রতিভার শেষ যুগের উপন্যাস; রাজনৈতিক মতবাদের লীলাচাঞ্চল্য ফুটে উঠেছে
-
বিষয়বস্তু: স্বদেশি আন্দোলনের পটভূমিতে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা
রবীন্দ্রনাথের অন্যান্য উপন্যাস:
-
চোখের বালি
-
গোরা
-
যোগাযোগ
-
চতুরঙ্গ
-
ঘরে বাইরে
-
চার অধ্যায়
-
মালঞ্চ
উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২. বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 2 weeks ago
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
Created: 2 days ago
A
কাঁদো নদী কাঁদো
B
প্রদোষে প্রাকৃতজন
C
রাঙ্গা প্রভাত
D
দুই সৈনিক
শওকত ওসমানের ‘দুই সৈনিক’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, যার পটভূমি গ্রামবাংলা। উপন্যাসটির নামকরণ করা হয়েছে পাকবাহিনীর দুই চরিত্র— মেজর হাকিম ও ক্যাপ্টেন ফৈয়াজ—কে কেন্দ্র করে। এতে মুক্তিযুদ্ধকালীন অসংখ্য ঘটনার মধ্যে কেবল একটি ঘটনাংশ বর্ণিত হয়েছে।
উল্লেখযোগ্য তথ্যসমূহ হলো—
-
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসসমূহ:
-
জাহান্নম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
জলাংগী
-
-
অন্যান্য বাংলা উপন্যাস:
-
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত মনোসমীক্ষামূলক উপন্যাস: কাঁদো নদী কাঁদো
-
শওকত আলী রচিত ঐতিহাসিক ভিত্তিক উপন্যাস: প্রদোষে প্রাকৃতজন
-
আবুল ফজল রচিত উপন্যাস: রাঙ্গা প্রভাত
-
উৎস:

0
Updated: 2 days ago
'ইব্রাহিম কার্দি' বিখ্যাত চরিত্রটি কোন গ্রন্থে পাওয়া যায়?
Created: 4 weeks ago
A
বিষাদ সিন্ধু
B
রক্তাক্ত প্রান্তর
C
নীল দর্পণ
D
জমিদার দর্পণ
‘রক্তাক্ত প্রান্তর’ নাটক
-
‘রক্তাক্ত প্রান্তর’ মুনীর চৌধুরী রচিত নাটক, যা মহাকবি কায়কোবাদের ‘মহাশ্মশান’ গ্রন্থের কাহিনী থেকে অনুপ্রাণিত।
-
এটি মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
-
নাটকটি রচিত হয়েছে পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে এবং এতে তিনটি অঙ্ক রয়েছে।
-
‘রক্তাক্ত প্রান্তর’ ঐতিহাসিক নাটক নয়, বরং ইতিহাস-আশ্রিত নাটক হিসেবে পরিচিত।
-
নাটকের জনপ্রিয় উক্তি:
“মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।”
-
উক্তিটি বলেছেন নবাব সুজাউদ্দৌলা।
-
-
উল্লেখযোগ্য চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago