'বাঙালি ও বাঙলা সাহিত্য’-গ্রন্থের রচয়িতা কে?
A
মুহম্মদ শহীদুল্লাহ
B
মুহম্মদ আব্দুল হাই
C
সৈয়দ আলী আহসান
D
আহমদ শরীফ
উত্তরের বিবরণ
আহমদ শরীফ ‘বাঙালী ও বাঙলা সাহিত্য’ নামক গবেষণা গ্রন্থের রচয়িতা।
আহমদ শরীফ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
পেশা: শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক ও বাংলা সাহিত্যের গবেষক
-
জন্ম: ১৩ ফেব্রুয়ারি ১৯২১, চট্টগ্রাম জেলা, পটিয়া উপজেলা, সুচক্রদণ্ডী গ্রাম
-
গুরুত্বপূর্ণ ভূমিকা: বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক
-
প্রধান রচনা: বাঙালী ও বাঙলা সাহিত্য (দু খণ্ড, ১৯৭৮ ও ১৯৮৩) – মধ্যযুগের বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ
আহমদ শরীফের প্রবন্ধগ্রন্থসমূহ:
-
বিশ শতকের বাঙালি
-
বিচিত্র চিন্তা
-
স্বদেশ অন্বেষা
-
স্বদেশ চিন্তা
-
বাঙালী ও বাঙলা সাহিত্য
-
সাহিত্য সংস্কৃতি চিন্তা

0
Updated: 21 hours ago
বিষ্ণু দে রচিত ‘সাত ভাই চম্পা’ কী ধরনের গ্রন্থ?
Created: 4 weeks ago
A
উপন্যাস
B
প্রবন্ধগ্রন্থ
C
গল্পগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
‘সাত ভাই চম্পা’ (কাব্যগ্রন্থ)
-
রচয়িতা: বিষ্ণু দে
-
ধরণ: কাব্যগ্রন্থ
বিষ্ণু দে
-
জন্ম: ১৮ জুলাই ১৯০৯, কলকাতার পটলডাঙ্গা।
-
পরিচিতি: কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
-
ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম।
-
মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন।
-
কবিতায় প্রভাব: টি.এস. এলিয়টের কবিতা।
-
সম্পাদকীয় কাজ:
-
পরিচয় পত্রিকা (১৯৩১–১৯৪৭) → সম্পাদক
-
সাহিত্যপত্র (১৯৪৮) → প্রকাশিত পত্রিকা
-
-
মৃত্যু: ৩ ডিসেম্বর ১৯৮২, কলকাতা।
তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থসমূহ
-
উর্বশী ও আর্টেমিস
-
চোরাবালি
-
স্মৃতি সত্তা ভবিষ্যৎ
-
সাত ভাই চম্পা
-
সেই অন্ধকার চাই
-
তুমি শুধু পঁচিশে বৈশাখ
-
রবিকরোজ্জ্বল নিজদেশ

0
Updated: 4 weeks ago
হপ্তপয়কর' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
ফকির গরীবুল্লাহ
B
আলাওল
C
সৈয়দ সুলতান
D
সৈয়দ হামজা
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস কোনটি?
Created: 5 days ago
A
মৃত্যুক্ষুধা
B
বাঁধন-হারা
C
কুহেলিকা
D
পরিণীতা
বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস হচ্ছে বাঁধন-হারা।
বাঁধন-হারা:
- ‘বাঁধন-হারা’ কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- নজরুল করাচীতে অবস্থানকালে উপন্যাসটির রচনা শুরু করেন।
- এটি প্রথমে ‘মোসলেম ভারত’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসের নায়ক নুরুল হুদা এবং অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র হলো রবিউল, রাবেয়া, সোফিয়া, মাহবুবা প্রমুখ।
কাজী নজরুল ইসলাম:
- বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তিনি জন্মগ্রহণ করেন ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯), পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
- তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যে তিনি পরিচিত ‘বিদ্রোহী কবি’ নামে।
কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

0
Updated: 5 days ago