'জয়গুন' কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র?
A
সূর্য-দীঘল বাড়ী
B
সংশপ্তক
C
সারেং বৌ
D
পদ্মা নদীর মাঝি
উত্তরের বিবরণ
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
-
রচয়িতা: আবু ইসহাক
-
প্রকাশ: ১৯৫৫
-
বিষয়: সামাজিক উপন্যাস; বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত চিত্র
-
পটভূমি: বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ
-
কেন্দ্রীয় চরিত্র: জয়গুন
অন্যান্য চরিত্রসমূহ:
-
হাসু
-
মায়মুন
-
শাফি
-
ডা. রমেশ চক্রবর্তী
-
মোরল গদু
আবু ইসহাক সম্পর্কে:
-
জন্ম: ১ নভেম্বর ১৯২৬, শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রাম
-
কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় ‘অভিশাপ’ গল্প প্রকাশিত
-
অন্যান্য প্রকাশনা: সওগাত, আজাদ প্রভৃতি পত্রিকায় রচনা
-
মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি ২০০৩, ঢাকা
অন্য রচনাসমূহ:
-
উপন্যাস: পদ্মার পলিদ্বীপ, জাল
-
গল্পগ্রন্থ: হারেম, মহাপতঙ্গ
0
Updated: 1 month ago
'জীবন আমার বোন' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
Created: 1 month ago
A
রঞ্জু
B
মুরাদ
C
লুলু চৌধুরী
D
জাহেদুল কবির খোকা
‘জীবন আমার বোন’ উপন্যাস
-
লেখক: মাহমুদুল হক
-
প্রকাশ: ১৯৭৬, সাহিত্য প্রকাশ
-
এটি লেখকের তৃতীয় উপন্যাস
-
মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনী, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুগসন্ধিক্ষণের ঘটনাপ্রবাহকে চিত্রিত করে
-
পটভূমি: ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৭ মার্চ, ঢাকা শহর
-
কেন্দ্রীয় চরিত্র: জাহেদুল কবির খোকার দৃষ্টি দিয়ে গল্প বলা হয়েছে
উপন্যাসের কাহিনি সংক্ষেপ:
-
১ মার্চ প্রেসিডেন্টের ভাষণে উত্তাল হয় ঢাকা; উত্তেজনা বাড়তে থাকে বিশেষ করে খোকার বয়সী তরুণদের মধ্যে
-
শুরু হয় মুক্তিযুদ্ধের জল্পনা-কল্পনা, কাঠের ডামি রাইফেল হাতে কুচকাওয়াজ
-
সমান্তরালভাবে চলে রঞ্জু-খোকার পারিবারিক জীবন
-
ঘটেছে আসন্ন যুদ্ধ পূর্ববর্তী ঐতিহাসিক ঘটনাবলী:
-
অসহযোগ আন্দোলন
-
জাহাজে করে চট্টগ্রামে পাকিস্তানি সৈন্যের আগমন
-
নতুন গভর্নর টিক্কা খান
-
৭ মার্চের ভাষণ
-
জয়দেবপুরে সেনাবাহিনীর গোলাগুলি
-
ঢাকার রাস্তায় মিছিল, মিটিং, জনসভা
-
-
উপন্যাসে দেখা যায় বারুদের স্তুপে পরিণত ঢাকা শহর, যা ২৫ মার্চের কালরাতে স্ফুলিঙ্গে জ্বলে উঠে
-
গণহত্যা শেষে ২৭ মার্চ ঠিক মুক্তিযুদ্ধ শুরুর মুহূর্তেই উপন্যাস শেষ হয়
উপন্যাসের অন্যান্য চরিত্র:
-
খোকার ছোট বোন: রঞ্জু
-
খোকার বন্ধু: মুরাদ, ইয়াসিন, রহমান
-
মুরাদের বড় বোন: লুলু চৌধুরী
-
খোকার পরিচিত: রাজীব ভাই ও তার দুই স্ত্রী
মাহমুদুল হক রচিত অন্যান্য উপন্যাস:
-
কালো বরফ (দেশবিভাগের কাহিনী)
-
জীবন আমার বোন (মুক্তিযুদ্ধ কেন্দ্রিক)
-
খেলাঘর
-
অনুর পাঠশালা
-
নিরাপদ তন্দ্রা
-
অশরীরী
-
পাতালপুরী
-
মাটির জাহাজ
0
Updated: 1 month ago
'কালো বরফ' উপন্যাসটির বিষয়:
Created: 1 month ago
A
তেভাগা আন্দোলন
B
ভাষা আন্দোলন
C
মুক্তিযুদ্ধ
D
দেশভাগ
মাহমুদুল হক
-
তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
-
১৯৭৭ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
-
তাঁর লেখার ধরন ও শব্দচয়ন ছিল খুবই নিখুঁত ও মনোমুগ্ধকর।
উপন্যাসসমূহ:
-
কালো বরফ – উপন্যাসে দেশবিভাগের গল্প প্রধানভাবে উঠে এসেছে।
-
জীবন আমার বোন – মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত।
-
খেলাঘর – মুক্তিযুদ্ধভিত্তিক কাহিনী।
-
অনুর পাঠশালা
-
নিরাপদ তন্দ্রা
-
অশরীরী
-
পাতালপুরী
-
মাটির জাহাজ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
'চণ্ডীমঙ্গল' কাব্যের কোন কবিকে 'স্বভাব কবি' বলা হয়?
Created: 1 month ago
A
দ্বিজমাধব
B
ভবানীশঙ্কর দাস
C
হরিরাম
D
মুকুন্দরাম
‘চণ্ডীমঙ্গল’ কাব্য চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে রচিত। এর আদি কবি মানিক দত্ত, তবে চণ্ডীমঙ্গল ধারার প্রধান বা শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। এছাড়া এই কাব্যের কবি দ্বিজমাধবকে ‘স্বভাব কবি’ বলা হয়।
চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রসমূহ—
-
কালকেতু
-
ফুল্লরা
-
ধনপতি
-
ভাঁড়ুদত্ত
-
মুরারি শীল প্রমুখ
চণ্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ—
-
ষোল শতক: মানিক দত্ত, বলরাম, দ্বিজমাধব, মুকুন্দরাম
-
সতের শতক: হরিরাম, দ্বিজরাম দেব
-
আঠার শতক: মুক্তারাম সেন, ভারতচন্দ্র রায়, অকিঞ্চন চক্রবর্তী, জয়নারায়ণ সেন, ভবানীশঙ্কর দাস
উৎস:
0
Updated: 1 month ago