কবি সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন?
A
১৯৩৬ সালে
B
১৯৪২ সালে
C
১৯৪৬ সালে
D
১৯৪৭ সালে
উত্তরের বিবরণ
সুকান্ত ভট্টাচার্য
-
জন্ম: ১৫ আগস্ট ১৯২৬, কলকাতা (পৈতৃক নিবাস: গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া)
-
দৃষ্টি ও ভাবধারা: মার্কসবাদী, প্রগতিশীল চেতনার অধিকারী
-
পেশা: কবি, সম্পাদক (দৈনিক স্বাধীনতা, ১৯৪৫, ‘কিশোর সভা’ বিভাগ)
-
মৃত্যু: ২৯ বৈশাখ ১৩৫৪ / ১৩ মে ১৯৪৭
সাহিত্য ও বৈশিষ্ট্য:
-
সাধারণ মানুষের জীবনসংগ্রাম, যন্ত্রণা ও বিক্ষোভ কবিতার প্রধান বিষয়বস্তু
-
গণমানুষের আশা-আকাঙ্ক্ষার বাণী ও শোষণহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি প্রকাশ
-
বিখ্যাত উক্তি: “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি”
রচিত গ্রন্থসমূহ:
-
ছাড়পত্র
-
ঘুম নেই
-
পূর্বাভাস
-
মিঠে কড়া
-
অভিযান
-
হরতাল
-
গীতিগুচ্ছ

0
Updated: 21 hours ago
ভুসুকুপা কোথাকার রাজপুত্র ছিলেন?
Created: 1 week ago
A
গৌড়
B
মগধ
C
সৌরাষ্ট্র
D
বিহার
ভুসুকুপা
-
স্থান: চর্যাগীতি রচনার ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকারী
-
উৎস: সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র (সম্ভাব্য)
-
রচনাসমূহ: চর্যাপদ গ্রন্থে তাঁর আটটি পদ সংরক্ষিত
-
নাম ও পরিচিতি:
-
ছন্দ নাম: ভুসুকুপা
-
প্রকৃত নাম: শান্তিদেব
-
-
জীবনকাল: সপ্তম শতকের দ্বিতীয়ার্ধে (ড. মুহাম্মদ শহীদুল্লাহ অনুযায়ী); ধর্মপালের রাজত্বকালে (৭৭০–৮০৬ সাল) জীবিত ছিলেন; জীবনাবধি শেষ সীমা ৮০০ খ্রিঃ
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 week ago
জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
Created: 21 hours ago
A
বরিশাল জেলা
B
ফরিদপুর জেলা
C
গাইবান্ধা জেলা
D
নাটোর জেলা
জীবনানন্দ দাশ
-
কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশালে।
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
-
পিতা: সত্যানন্দ দাশ – স্কুলশিক্ষক ও সমাজসেবক।
-
মাতা: কুসুমকুমারী দাশ – কবি।
-
মৃত্যু: ১৯৫৪ সালের ২২ অক্টোবর, কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে।
উপাধি/অভিধা:
-
ধূসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি
উল্লেখযোগ্য রচনা:
• কাব্যগ্রন্থ:
-
ঝরা পালক (প্রথম কাব্যগ্রন্থ)
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
• উপন্যাস:
-
মাল্যবান
-
সুতীর্থ
• প্রবন্ধগ্রন্থ:
-
কবিতার কথা

0
Updated: 21 hours ago