A
২৪০০ বর্গমাইল ১
B
৯৫০ বর্গমাইল
C
৯২৫ বর্গমাইল
D
২০০ বর্গমাইল
উত্তরের বিবরণ
সুন্দরবনের মোট আয়তন ৩৮৬০ বর্গমাইল বা ১০০০০ বর্গকি.মি প্রায়।
- এর মধ্যে ৩/৫ অংশ বা ২৩১৮ বর্গমাইল বা ৬০০০ বর্গকি.মি বাংলাদেশ অংশে পড়েছে।
- কাছাকাছি অপশন হিসাবে ক) ২৪০০ বর্গমাইল অপশনটি নেওয়া হলো।
উল্লেখ্য,
- ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮ তম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়।
- এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের জাতীয় বন।
উৎস: বাংলাদেশ বনবিভাগ ওয়েবসাইট ও ব্রিটানিকা।

0
Updated: 4 weeks ago
সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?
Created: 2 months ago
A
৬০১৭ বর্গ কিলোমিটার
B
৪১০০ বর্গ কিলোমিটার
C
৫৮০০ বর্গ কিলোমিটার
D
৬৯০০ বর্গ কিলোমিটার
সুন্দরবন
-
সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি।
-
এর মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার।
-
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত সুন্দরবনের আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার, যা মোট আয়তনের প্রায় ৬২%।
-
৬ ডিসেম্বর ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো সুন্দরবনকে বিশ্বের ৭৯৮তম ওয়ার্ল্ড হেরিটেজ স্থল হিসেবে ঘোষণা করে।
-
সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো ‘সুন্দরী’ গাছ। এই গাছের নাম থেকেই বনের নাম ‘সুন্দরবন’।
-
সুন্দরবনের অন্যান্য উল্লেখযোগ্য গাছের মধ্যে রয়েছে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি।
উৎস: বনবিভাগ ওয়েবসাইট, ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী।

0
Updated: 2 months ago