[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। প্রশ্নটি এখন আর গুরুত্বপূর্ণ নয়। তাই, উত্তর তুলে দেওয়া হলো।] ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশ নেয়?
A
৭ টি
B
৯ টি
C
১১ টি
D
১২ টি
উত্তরের বিবরণ
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল।
উইলস ইন্টারন্যাশনাল কাপ ছিল ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ এশিয়া কাপ ধরনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা। এটি ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল এবং একে Silver Jubilee Independence Cup নামেও ডাকা হয়।
এই টুর্নামেন্টে মোট ৯টি দল অংশগ্রহণ করে, যেগুলো হলো:
-
বাংলাদেশ (আয়োজক)
-
ভারত
-
পাকিস্তান
-
শ্রীলঙ্কা
-
দক্ষিণ আফ্রিকা
-
ইংল্যান্ড
-
অস্ট্রেলিয়া
-
নিউজিল্যান্ড
-
জিম্বাবুয়ে
এটি ছিল একটি নকআউট ভিত্তিক টুর্নামেন্ট এবং আন্তর্জাতিকভাবে আলোচিত একটি ইভেন্ট। এই টুর্নামেন্টে মূলত বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পদার্পণের একটি বড় উপলক্ষ ছিল।
0
Updated: 3 months ago
In Cricket game the length of pitch between the two wickets is -
Created: 2 months ago
A
24 yards
B
23 yards
C
22 yards
D
21 yards
ক্রিকেট পিচ এবং খেলার মূল বিষয়
-
ক্রিকেট খেলা প্রথম শুরু হয় ইংল্যান্ডে।
-
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
ক্রিকেট পিচ:
-
পিচের দৈর্ঘ্য ২২ গজ এবং প্রস্থ ১০ ফুট।
-
পিচের দুই প্রান্তে তিনটি করে স্টাম্প থাকে, যা মিলিয়ে একটিকে উইকেট বলা হয়।
-
প্রতিটি স্টাম্পের উপর দুটি বেল বসানো থাকে।
-
ক্রিকেটে ব্যাটসম্যান ১০ ধরনেরভাবে আউট হতে পারে।
-
কোনো ওভারে যদি কোনো রান না হয়, সেটিকে মেডেন ওভার বলা হয়।
খেলার কলাকৌশল:
ক্রিকেট খেলাকে মূলত চার ভাগে ভাগ করা যায়:
-
ব্যাটিং
-
বোলিং
-
ফিল্ডিং ও ক্যাচিং
-
উইকেট কিপিং
ফলো থু (Follow Through):
-
বোলার যখন বল ছুঁড়ে দেয়, তখন শরীরের ভারসাম্য ঠিক রাখতে কিছুটা এগিয়ে যাওয়া প্রয়োজন। এই ধাপকে ফলো থু বলা হয়।
উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন-
Created: 3 months ago
A
ভারতের শচীন টেন্ডুলকার
B
অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান
C
ইংল্যান্ডের বেন হার্টন
D
বাংলাদেশের মোঃ আশরাফুল
বাংলাদেশের মোঃ আশরাফুল টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েন কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ইতিহাস সংক্ষিপ্ত:
-
টেস্ট মর্যাদা অর্জন করে ২০০০ সালে।
-
প্রথম টেস্ট খেলা হয় ২০০০ সালের ১০ নভেম্বর, ভারতের বিরুদ্ধে।
-
ওই ম্যাচে অধিনায়কের দায়িত্বে ছিলেন নাইমুর রহমান।
-
দেশের প্রথম টেস্ট জয় আসে ২০০৫ সালে, জিম্বাবুয়ের বিরুদ্ধে চট্টগ্রামে।
-
বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি আসে আমিনুল ইসলাম বুলবুলের ব্যাট থেকে।
-
দেশের প্রথম হাজার রানের মালিক হন হাবিবুল বাশার।
-
শততম টেস্ট খেলা হয় ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে।
এ ঐতিহাসিক শততম টেস্টে সেঞ্চুরি করেন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০০১ সালে বাংলাদেশের এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্টের তৃতীয় দিনে মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন, যা তাকে ক্রিকেট ইতিহাসে অনন্য সম্মানে ভাসায়।
তথ্যসূত্র: ESPNcricinfo, প্রথম আলো (১৪ মে, ২০২২)।
0
Updated: 3 months ago
'এশিয়া কাপ- ২০২৫' অনুষ্ঠিত হচ্ছে -
Created: 1 month ago
A
ভারতে
B
সংযুক্ত আরব আমিরাতে
C
শ্রীলঙ্কায়
D
পাকিস্তানে
এশিয়া কাপ ২০২৫ একটি বহুল প্রতীক্ষিত ক্রিকেট প্রতিযোগিতা যা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এবারের আসরটি সম্পূর্ণরূপে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করা হবে এবং এতে মোট আটটি দেশ অংশগ্রহণ করবে।
-
প্রতিযোগিতা শুরু হবে ৯ সেপ্টেম্বর ২০২৫ এবং সমাপ্ত হবে ২৮ সেপ্টেম্বর ২০২৫।
-
সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
-
অংশগ্রহণকারী দলগুলো হলো: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
-
মোট ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
-
‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
-
‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
-
প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
0
Updated: 1 month ago