'তোমাকে অভিবাদন প্রিয়তমা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
A
শওকত আলী
B
নির্মলেন্দু গুণ
C
আসাদ চৌধুরী
D
শহীদ কাদরী
উত্তরের বিবরণ
শহীদ কাদরী
-
স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি।
-
জন্ম: ১৯৪২ সালে, কলকাতার পার্কস্ট্রিটে।
-
মৃত্যু পর তাঁর ইচ্ছে অনুসারে ঢাকাতে সমাধিস্থ করা হয়।
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
উত্তরাধিকার
-
তোমাকে অভিবাদন প্রিয়তমা
-
কোথাও কোন ক্রন্দন নেই
-
আমার চুম্বনগুলো পৌছে দাও

0
Updated: 21 hours ago
বাংলা সনেটের আদি গ্রন্থ কোনটি ?
Created: 1 week ago
A
বীরাঙ্গনা কাব্য
B
মেঘনাদবধ কাব্য
C
তিলোত্তমাসম্ভব কাব্য
D
চতুর্দশপদী কবিতাবলী
‘চতুর্দশপদী কবিতাবলি’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত ১০২টি সনেটের সংকলন।
-
মধুসূদনের আগে বাংলা সনেট বা সনেটগ্রন্থ রচিত হয়নি; সে বিচারে এটি বাংলা সনেটের আদি গ্রন্থ।
-
প্রকাশকাল: ১লা অগস্ট ১৮৬৬ (গ্রন্থাকারে)।
-
কবিতাগুলি প্রবাসে রচিত।
-
সনেটগুলির কয়েকটি পেত্রার্কের আদর্শে এবং অধিকাংশ শেক্সপিয়রীয় আদর্শে রচিত।
মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য)
-
চতুর্দশপদী কবিতাবলি
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
৩) বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়?
Created: 21 hours ago
A
কৃষ্ণকুমারী
B
শর্মিষ্ঠা
C
রত্নাবতী
D
বজ্রাঙ্গনা কাব্য
রত্নাবতী – মীর মশাররফ হোসেনের রচিত গদ্যগ্রন্থ।
মাইকেল মধুসূদন দত্ত
-
জীবন ও পরিচয়:
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রাম
-
পেশা: মহাকবি, নাট্যকার
-
কাব্যপ্রবর্তক: বাংলাভাষার সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
-
গুরুত্বপূর্ণ কৃতিত্ব:
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ: ‘পদ্মাবতী’ নাটকে
-
প্রথম অমিত্রাক্ষর কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য
-
প্রথম কাব্যগ্রন্থ: দ্য ক্যাপটিভ লেডি
-
-
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
নাটক: শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী
-
কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য), চতুর্দশপদী কবিতাবলী
-
প্রহসন: একেই কি বলে সভ্যতা, বুড় সালিকের ঘাড়ে রোঁ
-

0
Updated: 21 hours ago
প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ নয় কোনটি?
Created: 1 week ago
A
আমাদের শিক্ষা
B
নানা কথা
C
আহুতি
D
রায়তের কথা
‘আহুতি’
‘আহুতি’ প্রমথ চৌধুরী রচিত একটি গল্পগ্রন্থ, যা ১৯১৯ সালে প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরী
-
বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের সূচনা করেন।
-
ফরাসি সনেটরীতি যেমন ট্রিয়লেট, তের্জারিমা ইত্যাদিও তিনিই প্রথম বাংলায় প্রচলন করেন।
-
১৯১৪ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক সবুজপত্র বাংলা চলিত গদ্যরীতির প্রতিষ্ঠায় অন্যতম প্রধান ভূমিকা রাখে। এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে বিবেচিত।
-
পরবর্তীতে ‘বীরবল’ ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও গল্প লিখে বাংলা সাহিত্যে ‘বীরবলী ধারা’ সৃষ্টি করেন।
-
চলিত রীতিতে তাঁর প্রথম গদ্যরচনা ছিল ‘বীরবলের হালখাতা’, যা ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরীর গ্রন্থসমূহ
প্রবন্ধগ্রন্থ
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল নুন লকড়ি
গল্পগ্রন্থ
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্পসংগ্রহ
কাব্যগ্রন্থ
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago