ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক রচনা-
A
শকুন্তলা
B
ভ্রান্তিবিলাস
C
ব্রজবিলাস
D
সীতার বনবাস
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮২০, মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম
-
পৈতৃক পদবি: বন্দ্যোপাধ্যায়
-
স্বাক্ষর: ঈশ্বরচন্দ্র শর্মা
-
১৮৩৯ সালে সংস্কৃত কলেজ তাঁকে বিদ্যাসাগর উপাধি প্রদান করে
-
বাংলা গদ্যের জনক; প্রথম যতি/বিরামচিহ্ন স্থাপনকারী
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: বেতাল পঞ্চবিংশতি
-
বাংলা ভাষায় প্রথম মৌলিক গদ্য: প্রভাবতী সম্ভাষণ
-
ব্যাকরণগ্রন্থ: ব্যাকরণ কৌমুদী
-
মৃত্যু: ২৯ জুলাই ১৮৯১
বিখ্যাত গ্রন্থ:
-
নাটক: শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস
-
মৌলিক রচনা: অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ, যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা
-
শিক্ষামূলক গ্রন্থ: আখ্যান মঞ্জরী, বোধোদয়, বর্ণপরিচয়, কথামালা

0
Updated: 6 hours ago
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন কোনটি?
Created: 1 week ago
A
আরেক ফাল্গুন
B
একুশে ফেব্রুয়ারী
C
একুশের গল্প
D
আর্তনাদ
‘একুশে ফেব্রুয়ারী’ সংকলন
-
এটি ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে বাংলা ভাষার জন্য ঢাকায় আত্মদান স্মরণে, ১৯৫৩ সালের মার্চে হাসান হাফিজুর রহমান ‘একুশে ফেব্রুয়ারী’ নামে সংকলনটি সম্পাদনা করেন।
-
প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
-
সম্পাদক ও প্রকাশক উভয়ই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস—৬টি বিভাগে ২২ জন লেখক লিখেছেন।
-
এখানে প্রথম প্রকাশিত হয় আবদুল গাফ্ফার চৌধুরী রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান।
-
প্রকাশের তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
অন্যান্য ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য
-
‘আরেক ফাল্গুন’ উপন্যাস: জহির রায়হান রচিত, ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতার উপর ভিত্তি।
-
‘একুশের গল্প’: জহির রায়হানের ভাষা আন্দোলনভিত্তিক বিখ্যাত গল্প। প্রধান চরিত্র: তপু, রেণু ও রাহাত।
-
‘আর্তনাদ’: শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
Created: 3 weeks ago
A
নিষুতি রাতের গাথা
B
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
C
নদী নিঃশেষিত হলে
D
নিরুপায় হরিণী
আনোয়ার পাশা
-
জন্ম: ১৯২৮ সালের ১৫ এপ্রিল, ডবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
পেশা: কবি, শিক্ষাবিদ, সাহিত্যিক, সমালোচক
-
সম্মান: ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর)
রচনাবলী
-
উপন্যাস:
-
নিষুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত
-
-
কাব্যগ্রন্থ:
-
নদী নিঃশেষিত হলে
-
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী
-
অন্যান্য কবিতা
-
-
গল্পগ্রন্থ:
-
নিরুপায় হরিণী
-
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) লাইভ এমসিকিউ লেকচার

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি সঠিক নয়?
Created: 4 days ago
A
পথের দাবী → শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
নেকড়ে অরণ্য → শওকত ওসমান
C
চাঁদের অমাবস্যা → সৈয়দ ওয়ালীউল্লাহ
D
ক্রীতদাসের হাসি → শওকত আলী
সঠিক উত্তর ঘ) ক্রীতদাসের হাসি → শওকত আলী নয়, বরং এটি শওকত ওসমান রচিত। শওকত আলীর নামে প্রচলিত হলেও প্রকৃতপক্ষে ‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমানের কালোত্তীর্ণ উপন্যাস।
ক্রীতদাসের হাসি উপন্যাস
-
প্রকাশকাল: ১৯৬২।
-
এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস, যেখানে রূপক-প্রতীকের মাধ্যমে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা করা হয়েছে।
-
উপন্যাসে বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী শাসক হিসেবে প্রতীকী রূপে এসেছে।
-
ক্রীতদাস তাতারি এবং বাঁদি মেহেরজান প্রেমে আবদ্ধ হলেও বাদশা তাদের মধ্যে বাধা সৃষ্টি করে। তাতারিকে গৃহবন্দি ও নির্যাতনের শিকার হতে হয়।
-
তাতারি আমৃত্যু বাদশার নির্যাতনের প্রতিবাদ করে যায়।
-
এখানে তাতারি বাঙালি জনতার প্রতীক এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক। তাতারির হাসি শেষ পর্যন্ত বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে।
-
এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তিনি ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি ১৯১৭, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রাম।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান; সাহিত্যিক নাম: শওকত ওসমান।
-
তিনি মুক্তিযুদ্ধভিত্তিক একাধিক উপন্যাস লিখেছেন।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
রাজা উপাখ্যান
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য (মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত; পাকিস্তানি সেনাদের নির্যাতনের বিবরণ রয়েছে)
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
জলাঙ্গী
-
পুরাতন খঞ্জর
-
বনি আদম
-
জননী
-
চৌরসন্ধি
তাঁর রচিত নাটকসমূহ
-
তস্কর নস্কর
-
পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা
-
আমলার মামলা

0
Updated: 4 days ago