'যদ্যপি আমার গুরু' কার রচনা?
A
হুমায়ূন আহমেদ
B
আলাউদ্দিন আল আজাদ
C
আহমদ ছফা
D
আব্দুশ শাকুর
উত্তরের বিবরণ
যদ্যপি আমার গুরু’ গ্রন্থ
-
বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা রচিত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ।
-
দীর্ঘ এই স্মৃতিচারণমূলক রচনা প্রথমে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশিত হয়।
-
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক-এর সাথে লেখকের বিভিন্ন বিষয়ে কথোপকথনের বিবরণ রয়েছে।
-
লেখক দীর্ঘ ২৭ বছর ধরে রাজ্জাক স্যারের সান্নিধ্য লাভ করেছিলেন এবং তাঁকে গুরু হিসেবে উল্লেখ করেছেন।
আহমদ ছফার উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
সূর্য তুমি সাথী
-
উদ্ধার
-
একজন আলী কেনানের উত্থান পতন
-
অলাতচক্র
-
ওঙ্কার
-
গাভীবৃত্তান্ত
-
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
-
পুষ্পবৃক্ষ
-
বিহঙ্গ পুরাণ
0
Updated: 1 month ago
’নীতিশাস্ত্র’ কোন প্রকার সমাস?
Created: 1 month ago
A
কর্মধারয়
B
বহুব্রীহি
C
অব্যয়ীভাব
D
তৎপুরুষ
বাংলা ভাষায় ধাতুর সংমিশ্রণে যে সমাস গঠিত হয় তার মধ্যে কর্মধারয় সমাস গুরুত্বপূর্ণ। বিশেষভাবে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস এক ধরনের কর্মধারয় সমাস, যেখানে সমাসের মধ্যপদ লোপিত হয়।
-
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়ে যে সমাস গঠিত হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
উদাহরণ:-
সিংহ চিহ্নিত আসন → সিংহাসন
-
সাহিত্য বিষয়ক সভা → সাহিত্যসভা
-
স্মৃতি রক্ষার্থে সৌধ → স্মৃতিসৌধ
-
নীতি বিষয়ক শাস্ত্র → নীতিশাস্ত্র
-
-
কর্মধারয় সমাস
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস ঘটে এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলা হয়। -
কর্মধারয় সমাসের প্রকারভেদ
কর্মধারয় সমাসকে কয়েকটি ভাগে ভাগ করা যায়—-
মধ্যপদলোপী
-
উপমান
-
উপমিত
-
রূপক কর্মধারয় সমাস
-
উৎস:
0
Updated: 1 month ago
'শর্মিষ্ঠা' নাটক ইংরেজি অনুবাদ করেন কে?
Created: 1 month ago
A
বেন জনসন
B
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
C
লর্ড বাইরন
D
কোনোটিই নয়
‘শর্মিষ্ঠা’ নাটক
‘শর্মিষ্ঠা’ মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা নাটক।কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য মধুসূদন দত্ত ১৮৫৮ সালে নাটকটি রচনা করেন।
রাজাদের অর্থানুকূল্যে নাটকটি ১৮৫৯ সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয় এবং একই বছরের ৩রা সেপ্টেম্বর বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়।
পাশ্চাত্য রীতিতে বাংলা নাটক রচনার প্রথম সফলতা এই নাটকের মাধ্যমে দেখা যায়।
মধুসূদন পরবর্তীতে ‘শর্মিষ্ঠা’র ইংরেজি অনুবাদও করেন।
নাটকের কাহিনি পুরাণ থেকে গ্রহণ করা হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ: যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ।
মাইকেল মধুসূদন দত্তের নাটকসমূহ
শর্মিষ্ঠা
পদ্মাবতী
কৃষ্ণকুমারী
0
Updated: 1 month ago
ভুসুকুপা রচিত কতটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে?
Created: 2 months ago
A
নয়টি
B
আঁটটি
C
এগারোটি
D
দশটি
ভুসুকুপা
-
চর্যাগীতি রচনার ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকারী
-
চর্যাপদে তাঁর ৮টি পদ সংরক্ষিত
-
প্রকৃত নাম: শান্তিদেব
-
ভুসুকুপা নামটি সম্ভবত ছন্দের নাম
-
সময়কাল: সপ্তম শতকের দ্বিতীয়ার্ধ; শেষ সীমা প্রায় ৮০০ খ্রিস্টাব্দ
-
ধর্মপালের রাজত্বকাল (৭৭০-৮০৬) এ সময় তিনি জীবিত ছিলেন
0
Updated: 2 months ago