নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়?
A
কৃষ্ণকুমারী
B
শর্মিষ্ঠা
C
রত্নাবতী
D
বজ্রাঙ্গনা কাব্য
উত্তরের বিবরণ
রত্নাবতী – মীর মশাররফ হোসেনের রচিত গদ্যগ্রন্থ।
মাইকেল মধুসূদন দত্ত
-
জীবন ও পরিচয়:
-
জন্ম: ২৫ জানুয়ারি ১৮২৪, যশোর জেলার সাগরদাঁড়ি গ্রাম
-
পেশা: মহাকবি, নাট্যকার
-
কাব্যপ্রবর্তক: বাংলাভাষার সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
-
-
গুরুত্বপূর্ণ কৃতিত্ব:
-
প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ: ‘পদ্মাবতী’ নাটকে
-
প্রথম অমিত্রাক্ষর কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য
-
প্রথম কাব্যগ্রন্থ: দ্য ক্যাপটিভ লেডি
-
-
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
নাটক: শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী
-
কাব্যগ্রন্থ: তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য), চতুর্দশপদী কবিতাবলী
-
প্রহসন: একেই কি বলে সভ্যতা, বুড় সালিকের ঘাড়ে রোঁ
-

0
Updated: 6 hours ago
'বেদান্তগ্রন্থ' ও 'বেদান্তসার' - কে রচনা করেছেন?
Created: 2 weeks ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
রাজা রামমোহন রায়
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
রামরাম বসু
বাখ্যা:
-
বেদান্তগ্রন্থ ও বেদান্তসার গ্রন্থদ্বয় রচনা করেন রাজা রামমোহন রায়, যিনি বাংলার নবজাগরণের আদি পুরুষ হিসেবে খ্যাত।
-
জীবনী সংক্ষেপ:
-
জন্ম: ১৭৭২ সালের ২২ মে, হুগলী জেলার রাধানগর গ্রামে সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে।
-
১৮৩০ সালে মুগল সম্রাট দ্বিতীয় আকবর তাঁকে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন এবং ব্রিটিশ পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
-
২০ আগস্ট, ১৮২৮ সালে কলকাতায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
-
শিব প্রসাদ রায় ছদ্মনামে মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
-
প্রায় ৩০টি গ্রন্থ রচনা করেছেন।
-
-
উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
বেদান্তগ্রন্থ
-
বেদান্তসার
-
ভট্টাচার্যের সহিত বিচার
-
গোস্বামীর সহিত বিচার
-
সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
-
গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি
-
সুতরাং, বেদান্তগ্রন্থ ও বেদান্তসার হলো রাজা রামমোহন রায়ের গুরুত্বপূর্ণ দার্শনিক ও ধর্মীয় রচনা।

0
Updated: 2 weeks ago
জহির রায়হানের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি?
Created: 5 days ago
A
সঙ্গম
B
বাহানা
C
জীবন থেকে নেয়া
D
কাঁচের দেয়াল
জহির রায়হান এবং তার চলচ্চিত্রকর্ম
-
প্রথম রঙিন চলচ্চিত্র: সঙ্গম
-
জন্ম ও পরিচিতি:
-
জন্ম: ১৯৩৫, ফেনী জেলা
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ
-
পেশা: কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক
-
গল্পগ্রন্থ:
-
উল্লেখযোগ্য: সূর্যগ্রহণ
চলচ্চিত্র পরিচালনা:
-
প্রথম পরিচালিত রঙিন চলচ্চিত্র: সঙ্গম
-
প্রথম সিনেমাস্কোপ ছবি: বাহানা
-
কাঁচের দেয়াল: নিগার পুরস্কার অর্জিত শ্রেষ্ঠ চলচ্চিত্র
উপন্যাসসমূহ ও স্বীকৃতি:
-
উপন্যাস: হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, আর কতদিন, তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, কয়েকটি মৃত্যু
-
পুরস্কার: আদমজি সাহিত্য পুরস্কার (উপন্যাসের জন্য)
উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ:
-
জীবন থেকে নেয়া, কখনও আসেনি, Stop Genocide, সোনার কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, আনোয়ারা, সঙ্গম, বাহানা
-
বিশেষত্ব: জহির রায়হান বাংলা চলচ্চিত্রে নতুনত্ব এবং সামাজিক বাস্তবতা চিত্রায়নে বিশেষ অবদান রেখেছেন।

0
Updated: 5 days ago
সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম কী?
Created: 4 weeks ago
A
টেকচাঁদ ঠাকুর
B
ভ্রমর
C
চিত্রগুপ্ত
D
কালকূট
বাংলা লেখকদের ছদ্মনাম
-
সতীনাথ ভাদুড়ী – চিত্রগুপ্ত
-
সমরেশ বসু – কালকূট, ভ্রমর
-
প্যারীচাঁদ মিত্র – টেকচাঁদ ঠাকুর
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 weeks ago