মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটির গ্রন্থাকারে প্রকাশকাল-
A
১৯২৬ সাল
B
১৯৩৬ সাল
C
১৯৩৮ সাল
D
১৯৪৮ সাল
উত্তরের বিবরণ
‘পদ্মানদীর মাঝি’
-
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৯৩৪ সালে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিক প্রকাশ, ১৯৩৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত
-
ধরণ: সামাজিক উপন্যাস
-
বিষয়: পদ্মা তীরবর্তী ধীবর-জীবন
-
বিখ্যাত সংলাপ: "আমারে নিবা মাঝি লগে?" – কপিলা কুবেরকে উদ্দেশ্য করে
প্রধান চরিত্র:
-
কুবের
-
কপিলা
-
মালা
-
ধনঞ্জয়
-
গণেশ
-
শীতলবাবু
-
হোসেন মিয়া
মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে:
-
জন্ম: ১৯০৮, বিহারের সাঁওতাল পরগনার দুমকা
-
পৈতৃক নিবাস: ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রাম
-
প্রকৃত নাম: প্রবোধকুমার, ডাকনাম: মানিক
-
ছোটবেলায় রচনা: অতসীমামী, দিবারাত্রির কাব্য
-
মোট প্রকাশনা: প্রায় অর্ধশতাধিক উপন্যাস ও ২৪৪ গল্প
-
জনপ্রিয় উপন্যাস: পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা
উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাস:
-
জননী
-
চিহ্ন
-
দিবারাত্রির কাব্য
-
শহরবাসের ইতিকথা
-
অহিংসা
-
শহরতলী
-
সোনার চেয়ে দামি
-
স্বাধীনতার স্বাদ
-
ইতিকথার পরের কথা
-
আরোগ্য
ভাষান্তর: ইংরেজি, রুশ, চীনা, চেক, নরওয়েজিয়ান, সুইডিশ

0
Updated: 6 hours ago
'কপালকুণ্ডলা' কোন প্রকৃতির রচনা?
Created: 4 weeks ago
A
রোমান্সমূলক উপন্যাস
B
বিয়োগান্তক নাটক
C
ঐতিহাসিক উপন্যাস
D
সামাজিক উপন্যাস
কপালকুণ্ডলা উপন্যাস
-
প্রকাশকাল: কপালকুণ্ডলা (১৮৬৬) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় উপন্যাস।
-
ধরন: উপন্যাসটিকে নিগূঢ় ভাবধারার জন্য রোমান্টিক বা রোমান্সধর্মী উপন্যাস বলা হয়।
-
কাহিনি: অরণ্যের মধ্যে এক কাপালিকের পালিতা রহস্যময়ী নারী কপালকুণ্ডলাকে ঘিরে কাহিনি গড়ে ওঠে।
-
সামাজিক সংস্কারের অচেনা পৃথিবীতে প্রবেশ করে সে নবকুমারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
-
কিন্তু সমাজের নিয়ম-কানুনের সঙ্গে তার দ্বন্দ্ব এবং নিজের রহস্যময় জীবনই কাহিনির মূল সংঘাত।
-
-
প্রেক্ষাপট: কাহিনিতে একদিকে সম্রাট জাহাঙ্গির আমলের আগ্রা শহরের স্থাপত্য, অন্যদিকে অরণ্য ও সমুদ্রের রোমাঞ্চময় পরিবেশ চিত্রিত হয়েছে।
-
বিশেষত্ব: প্রকৃতির সৌন্দর্য, কপালকুণ্ডলার চরিত্রচিত্রণ ও কাহিনির করুণ সমাপ্তি—এই তিন কারণে উপন্যাসটি বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে আছে।
-
গ্রহণযোগ্যতা: লেখকের জীবদ্দশাতেই এর আটবার সংস্করণ প্রকাশিত হয়। অনেকের মতে, এটি বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস।
-
রোমান্টিক সংলাপ: নায়িকা কপালকুণ্ডলার বলা “পথিক তুমি পথ হারাইয়াছ?”—বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্টিক সংলাপ হিসেবে বিখ্যাত।
-
প্রধান চরিত্র: কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক প্রমুখ।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৩৮ খ্রিষ্টাব্দে, চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে।
-
তিনি ঔপন্যাসিক, সাংবাদিক এবং বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
-
প্রথম কাব্যগ্রন্থ: ললিতা তথা মানস।
-
প্রথম উপন্যাস ও বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ সার্থক উপন্যাস: দুর্গেশনন্দিনী।
বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস
১. আনন্দমঠ
২. দেবী চৌধুরানী
৩. সীতারাম
অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 4 weeks ago
ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি?
Created: 6 hours ago
A
জোহরা
B
সারাবেলা
C
বখতিয়ারের ঘোড়া
D
আসায় বসতি
ইমদাদুল হক মিলন রচিত উপন্যাস ‘সারাবেলা’
ইমদাদুল হক মিলন:
-
জনপ্রিয় কথাশিল্পী ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর রচিত প্রথম গল্প ‘বন্ধু’ (১৯৭৩) এবং প্রথম উপন্যাস ‘যাবজ্জীবন’ (১৯৭৬)।
-
বাংলাদেশে সাহিত্যের পাঠক সৃষ্টিতে তাঁর ব্যাপক অবদান রয়েছে।
-
তাঁর তিন পর্বের দীর্ঘ উপন্যাস ‘নূরজাহান’ কালজয়ী সাহিত্য হিসেবে স্বীকৃত।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
দুঃখ কষ্ট
-
ও রাধা ও কৃষ্ণ
-
এক দেশ
-
প্রিয় নারী জাতি
-
ভূমিপুত্র
-
পরবাস
-
নায়ক
-
সারাবেলা
-
রূপনগর
-
কালো ঘোড়া
-
নূরজাহান
-
তখন ছিলাম আমি
-
কথা ছিলো
-
আশায় আশায় থাকি
-
কোন কাননের ফুল প্রভৃতি
অন্যদিকে:
-
জোহরা উপন্যাসটি রচনা করেছেন মোজাম্মেল হক।
-
বখতিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থের রচয়িতা আল মাহমুদ।
-
আসায় বসতি কাব্যগ্রন্থের রচয়িতা আহসান হাবীব।

0
Updated: 6 hours ago
'বিশ শতকের মেয়ে' - কোন ধরনের রচনা?
Created: 3 weeks ago
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
উপন্যাস
D
নাটক
‘বিশ শতকের মেয়ে’
-
‘বিশ শতকের মেয়ে’ নীলিমা ইব্রাহীম রচিত একটি উপন্যাস।
নীলিমা ইব্রাহিম
-
নীলিমা ইব্রাহিম ১৯২১ সালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় জন্মগ্রহণ করেন।
-
তিনি মূলত একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন।
-
সাহিত্যচর্চার পাশাপাশি তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ, নারী-উন্নয়ন এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
-
তিনি বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধও রচনা করেছেন।
তাঁর রচিত উপন্যাসসমূহ
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago