ঘড়িতে ৯ টা ১০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে?
A
৩ টা ১০ মিনিট
B
৪ টা ৩০ মিনিট
C
২ টা ৫০ মিনিট
D
৩ টা ৩০ মিনিট
উত্তরের বিবরণ
প্রশ্ন: ঘড়িতে ৯ টা ১০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে?
সমাধান:
আমরা জানি,
আয়নার সময় = ১১ : ৬০ - প্রকৃত সময়
= ১১ : ৬০ - ৯ : ১০
= ২ : ৫০
0
Updated: 1 month ago
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ২৪ ঘণ্টায় কয়বার সমাপতন হয়?
Created: 1 month ago
A
১১ বার
B
১২ বার
C
২৪ বার
D
২২ বার
প্রশ্ন: ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ২৪ ঘণ্টায় কয়বার সমাপতন হয়?
সমাধান:
12 ঘণ্টায় ঘণ্টা ও মিনিটের কাঁটা মোট ১১ বার সমাপতন করে।
কারণ, 12:00 থেকে শুরু করলে প্রথম সমাপতন ঘটে 12:00-এ এবং শেষ সমাপতন 11:00-এ, 12:00-এ আবার গণনা হয় না।
তাই 12 ঘণ্টায় = 11 বার সমাপতন হয়।
∴ ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ২৪ ঘণ্টায় সমাপতন হয় = (১১ × ২) বার
= ২২ বার।
0
Updated: 1 month ago
কোনো ঘড়ির সময় আয়নায় ৫ : ৩১ টা দেখালে প্রকৃত সময় কত?
Created: 1 month ago
A
৭ : ৩১
B
৭ : ২৯
C
৬ : ৩১
D
৬ : ২৯
প্রশ্ন: কোনো ঘড়ির সময় আয়নায় ৫ : ৩১ টা দেখালে প্রকৃত সময় কত?
সমাধান:
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময়
= ১১ : ৬০ - ৫ : ৩১
= ৬ : ২৯
∴ প্রকৃত সময় = ৬ : ২৯ ।
0
Updated: 1 month ago
আয়নায় দেখা গেলো ঘড়িতে 8 : 40 বাজে। প্রকৃতপক্ষে সময় কত?
Created: 1 month ago
A
2 : 20
B
2 : 40
C
3 : 20
D
3 : 40
প্রশ্ন: আয়নায় দেখা গেলো ঘড়িতে 8 : 40 বাজে। প্রকৃতপক্ষে সময় কত?
সমাধান:
প্রকৃত সময় = 11 : 60 - আয়নায় সময়
= 11 : 60 - 8 : 40
= 3 : 20
0
Updated: 1 month ago