কোনটি জহির রায়হানের রচনা?
A
সারেং বৌ
B
ক্রীতদাসের হাসি
C
বরফ গলা নদী
D
কাঁদো নদী কাঁদো
উত্তরের বিবরণ
জহির রায়হান
-
জন্ম: ১৯৩৫ সালে, ফেনি জেলায়।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
-
পেশা: প্রখ্যাত কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক।
-
চলচ্চিত্র সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ:
-
প্রথম রঙিন চলচ্চিত্র: ‘সঙ্গম’
-
পরিচালিত প্রথম চলচ্চিত্র: ‘কখনো আসে নি’
-
প্রথম সিনেমাস্কোপ ছবি: ‘বাহানা’
-
শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ‘কাঁচের দেয়াল’ নিগার পুরস্কার লাভ।
-
উপন্যাস:
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কতদিন
-
শেষ বিকেলের মেয়ে
-
তৃষ্ণা
-
কয়েকটি মৃত্যু
উল্লেখ্য অন্যান্য সাহিত্যকর্ম:
-
সারেং বৌ – শহীদুল্লাহ কায়সার
-
ক্রীতদাসের হাসি – শওকত ওসমান
-
কাঁদো নদী কাঁদো – সৈয়দ ওয়ালীউল্লাহ

0
Updated: 6 hours ago
‘শূন্যপুরাণ’ প্রকাশ করেন কে?
Created: 4 weeks ago
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
নাগেন্দ্রনাথ বসু
C
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
D
রাজেন্দ্রলাল মিত্র
‘শূণ্যপুরাণ’
-
রচয়িতা: রামাই পণ্ডিত
-
বিষয়: ধর্মপূজাপদ্ধতি সম্পর্কিত ধর্মীয় তত্ত্বগ্রন্থ
-
সাহিত্যকাল: অন্ধকার যুগ
-
কারো মতে ১৩শ থেকে ১৮শ শতাব্দীর মধ্যে রচিত।
-
-
ধরন: গদ্য-পদ্য মিশ্রিত চম্পুকাব্য
-
অধ্যায়: মোট ৫১টি, প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
-
গ্রন্থের ইতিহাস: নামহীন অবস্থায় পাওয়া;
-
বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু ১৩১৪ বঙ্গাব্দে তিনটি পুথি সংগ্রহ করে ‘শূণ্যপুরাণ’ নামে প্রকাশ করেন।
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 4 weeks ago
কোন লেখক পঞ্চপাণ্ডবদের অন্তর্ভুক্ত নয়?
Created: 1 week ago
A
সত্যেন্দ্রনাথ দত্ত
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
অমিয় চক্রবর্তী
D
বিষ্ণু দে

0
Updated: 1 week ago
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস?
Created: 1 week ago
A
মৃত্যুক্ষুধা
B
বাঁধনহারা
C
কুহেলিকা
D
যোগাযোগ
'বাঁধনহারা' উপন্যাস
-
কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস।
-
১৯২৭ সালে গ্রন্থাকারে প্রকাশিত হলেও ১৯২১ সালেই মোসলেম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
-
কাহিনি: নুরুর সঙ্গে মাহবুবার প্রণয় এবং পরে বিবাহের উদ্যোগ অনেকদূর এগোলেও নুরু হঠাৎ পালিয়ে সৈনিক জীবন শুরু করেন। এভাবেই কাহিনি গড়ে ওঠে।
প্রধান চরিত্র
-
নুরু
-
মাহবুবা
-
রাবেয়া
-
সাহসিকা
উৎস
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago