ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে” কে বলেছেন?
A
মীর মশাররফ হোসেন
B
প্রথম চৌধুরী
C
মুনীর চৌধুরী
D
মোতাহের হোসেন চৌধুরী
উত্তরের বিবরণ
প্রমথ চৌধুরী
-
সাহিত্যিক ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
-
জন্ম: ১৮৬৮ সালের ৭ আগস্ট, যশোরে।
-
সাহিত্যিক ছদ্মনাম: ‘বীরবল’।
-
তাঁর রচনা ‘বীরবলের হালখাতা’ ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি প্রথম চলিত রীতির প্রয়োগ ঘটান।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেটের প্রবর্তন করেন।
-
তিনি ‘সবুজপত্র’ পত্রিকাটি সম্পাদনা করেন।
বিখ্যাত কিছু উক্তি:
-
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
-
ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে।
-
আনন্দের ধর্ম এই যে তা সংক্রামক।
-
সাহিত্যে মানবত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে।
-
যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে, তার নাম খেলা নয়, জুয়াখেলা।
-
যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব।

0
Updated: 6 hours ago
কাজী নজরুল ইসলামকে নিম্নলিখিত কোন পুরস্কার প্রদান করা হয়নি?
Created: 5 days ago
A
বাংলা একাডেমী পদক
B
একুশে পদক
C
জগত্তারিনী পদক
D
পদ্মভূষণ পদক
সঠিক উত্তর - ক) বাংলা একাডেমী পদক।
কাজী নজরুল ইসলামের সন্মান ও পুরস্কার:
- কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯৪৫ সালে তাঁকে জগত্তারিনী পুরস্কারে ভূষিত করে।
- ভারত সরকার ১৯৬০ সালে কাজী নজরুল ইসলামকে ‘পদ্মভূষণ’ পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ২৪ মে বাংলাদেশে আনেন।
- ১৯৬৯ সালে রবীন্দ্রভারতী থেকে এবং ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি-লিট ডিগ্রি প্রদান করে।
- ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে তাঁকে নাগরিকত্ব ও একুশে পদক প্রদান করা হয়।

0
Updated: 5 days ago
'রাজবন্দীর রোজনামচা' স্মৃতিকথার রচয়িতা কে?
Created: 6 hours ago
A
কাজী নজরুল ইসলাম
B
জহির রায়হান
C
শহীদুল্লাহ কায়সার
D
শেখ মুজিবুর রহমান
শহীদুল্লাহ কায়সার
-
জন্ম: ফেনী জেলার মজুপুর গ্রামে
-
প্রকৃত নাম: আবু নঈম মোহাম্মদ শহিদুল্লাহ
-
পেশা: লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী
স্মৃতিকথা:
-
রাজবন্দীর রোজনামচা (প্রকাশিত: ১৯৬২)
উপন্যাস:
-
সারেং বৌ
-
সংশপ্তক
-
কৃষ্ণচূড়া মেঘ
-
তিমির বলয়
-
দিগন্তে ফুলের আগুন
-
সমুদ্র ও তৃষ্ণা
-
চন্দ্রভানের কন্যা
-
কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
ভ্রমণবৃত্তান্ত:
-
পেশোয়ার থেকে তাসখন্দ
উল্লেখ্য:
-
রাজবন্দীর জবানবন্দী – কাজী নজরুল ইসলাম
-
শয়তানের জবানবন্দি – আরজ আলী মাতুব্বর
-
কারাগারের রোজনামোচা – শেখ মুজিবর রহমান

0
Updated: 6 hours ago
'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কে?
Created: 1 month ago
A
কোরেশী মাগন ঠাকুর
B
মুহম্মদ খান
C
আমির হামজা
D
সৈয়দ সুলতান
‘চন্দ্রাবতী’ কাব্য
‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা হলেন কোরেশী মাগন ঠাকুর। মধ্যযুগে আরাকান রাজসভায় বাংলা সাহিত্যচর্চার সূচনা ঘটে, যার প্রধান উজির ছিলেন কোরেশী মাগন ঠাকুর।
তাঁর পৃষ্ঠপোষকতায় আরাকান বা রোসাঙ্গ রাজসভায় বাংলা সাহিত্য বিকাশ লাভ করে। তিনি কবি আলাওল-কে ‘পদ্মাবতী’ ও ‘সয়ফুলমুলুক বদিউজ্জামান’ কাব্য রচনায় পৃষ্ঠপোষকতা করেন।
আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবিদের মধ্যে—
-
আলাওল
-
দৌলত কাজী
-
কোরেশী মাগন ঠাকুর

0
Updated: 1 month ago