দীনবন্ধু মিত্র সমধিক পরিচিত কী হিসেবে?
A
ঔপন্যাসিক
B
নাট্যকার
C
প্রাবন্ধিক
D
কবি
উত্তরের বিবরণ
দীনবন্ধু মিত্র
-
জন্ম: ১৮৩০ খ্রিষ্টাব্দ, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে।
-
আসল নাম: গন্ধর্বনারায়ণ।
-
তিনি ছিলেন একজন খ্যাতনামা নাট্যকার।
-
ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু করেন এবং কলেজ জীবনে সংবাদ প্রভাকর, সংবাদ সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা প্রকাশ করেন।
-
তবে নাটক ও প্রহসন রচনাতেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন।
-
তাঁর শ্রেষ্ঠ নাটক ও শ্রেষ্ঠ রচনা হলো ‘নীলদর্পণ’।
-
মৃত্যু: ১৮৭৩ সালের ১ নভেম্বর।
তাঁর রচিত নাটকসমূহ:
-
নবীন তপস্বিনী
-
লীলাবতী
-
কমলে কামিনী
তাঁর রচিত কাব্যগ্রন্থ:
-
দ্বাদশ কবিতা
-
সুরধুনী কাব্য
তাঁর রচিত প্রহসন:
-
সধবার একাদশী
-
বিয়ে পাগলা বুড়ো

0
Updated: 6 hours ago
মাইকেল মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা'র প্রভাব রয়েছে নিচের কোন প্রহসনে?
Created: 1 week ago
A
এর উপায় কি
B
টালা অভিনয়
C
ফাঁস কাগজ
D
কমলে কামিনী
‘এর উপায় কি’ প্রহসন
-
রচয়িতা: মীর মশাররফ হোসেন
-
এটি একটি উনিশ শতকের প্রহসন, যা সমাজের কিছু মানুষের স্ত্রীর প্রতি অবহেলা, মদ ও পতিতাবৃত্তিতে আকৃষ্ট হয়ে বিভিন্ন অনাচার ও উচ্ছৃঙ্খল আচরণকে তুলে ধরে।
-
প্রহসনে প্রভাব রয়েছে মাইকেল মধুসূদন দত্তের ‘একেই কি বলে সভ্যতা’ নাটকের।
উল্লেখযোগ্য চরিত্র
-
রাধাকান্ত
-
স্ত্রী মুক্তকেশী
-
নয়নতারা
-
ইয়ার মদন প্রমুখ
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
'অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
Created: 3 weeks ago
A
১৭৮০ সালে
B
১৭২০ সালে
C
১৭৭৮ সালে
D
১৭৬৯ সালে
অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
-
লেখক: ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
-
প্রকাশকাল: ১৭৭৮ খ্রিস্টাব্দ
-
প্রকাশস্থল: হুগলি
-
ভাষা: ইংরেজি
-
বিশেষত্ব:
-
বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ।
-
উদাহরণসহ বাংলা পাঠ এবং বাংলা লিপি ব্যবহার করে প্রথম বৈয়াকরণিক গ্রন্থ।
-
এর আগে পর্তুগিজ ধর্মযাজকেরা রোমান অক্ষরে অতি সাধারণভাবে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেছিলেন।
-
✦ ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড (১৭৫১–১৮১৫)
-
জন্ম: ১৭৫১ সালের ২৫ মে, লন্ডনের উচ্চ মধ্যবিত্ত পরিবারে।
-
পরিচয়: প্রাচ্যবিদ, বৈয়াকরণিক।
-
অবদান:
-
প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা ব্যাকরণে উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ এবং লিপি প্রয়োগ করেন।
-
নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলা ব্যাকরণের প্রতিষ্ঠা।
-

0
Updated: 3 weeks ago
'আরোগ্য' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা?
Created: 4 weeks ago
A
প্রবন্ধ
B
নাটক
C
উপন্যাস
D
কাব্যগ্রন্থ
'আরোগ্য' কাব্যগ্রন্থ
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৩৪৭ বঙ্গাব্দ (১৯৪১)
-
কাব্যের ধরন:
-
তেত্রিশটি কবিতার সংকলন
-
কবিতাগুলো সংখ্যা দ্বারা চিহ্নিত
-
মুখে মুখে রচনা, কোনো পত্রিকায় প্রকাশিত নয়
-
-
ভাষা ও ছন্দ:
-
অলঙ্কারহীন, ছন্দ ধীরগতি
-
চিত্রগুলি পরিচিত জীবনের
-
রবীন্দ্রনাথের অন্যান্য কাব্যগ্রন্থ
-
মানসী
-
সোনার তরী
-
চিত্রা
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago