A
এস এম সুলতান
B
জয়নুল আবেদিন
C
কামরুল আলম
D
শফিউল আলম
উত্তরের বিবরণ
জয়নুল আবেদিন
- ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফ্টস প্রতিষ্ঠাতা।
- ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের (বর্তমান চারুকলা ইনস্টিটিউ) তিনি ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।
- শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৪৩ সালে বাংলায় সংঘটিত দুর্ভিক্ষের পটভূমিতে বিভিন্ন ছবি এঁকে খ্যাতি অর্জন করেন।
- দুর্ভিক্ষের উপর তার বিখ্যাত চিত্রকর্ম হলো 'ম্যাডোনা-৪৩' এবং 'দ্য রেবেল ক্রো'।
তার অন্যান্য চিত্রকর্মের মধ্যে রয়েছে:
• সংগ্রাম,
• গুনটানা,
• মই দেয়া,
• বিদ্রোহী গরু,
• নবান্ন,
• মনপুরা-৭০,
• মইটানা,
• পাইন্যার মা প্রভৃতি।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago