ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি?
A
জোহরা
B
সারাবেলা
C
বখতিয়ারের ঘোড়া
D
আসায় বসতি
উত্তরের বিবরণ
ইমদাদুল হক মিলন রচিত উপন্যাস ‘সারাবেলা’
ইমদাদুল হক মিলন:
-
জনপ্রিয় কথাশিল্পী ইমদাদুল হক মিলন ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর রচিত প্রথম গল্প ‘বন্ধু’ (১৯৭৩) এবং প্রথম উপন্যাস ‘যাবজ্জীবন’ (১৯৭৬)।
-
বাংলাদেশে সাহিত্যের পাঠক সৃষ্টিতে তাঁর ব্যাপক অবদান রয়েছে।
-
তাঁর তিন পর্বের দীর্ঘ উপন্যাস ‘নূরজাহান’ কালজয়ী সাহিত্য হিসেবে স্বীকৃত।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
দুঃখ কষ্ট
-
ও রাধা ও কৃষ্ণ
-
এক দেশ
-
প্রিয় নারী জাতি
-
ভূমিপুত্র
-
পরবাস
-
নায়ক
-
সারাবেলা
-
রূপনগর
-
কালো ঘোড়া
-
নূরজাহান
-
তখন ছিলাম আমি
-
কথা ছিলো
-
আশায় আশায় থাকি
-
কোন কাননের ফুল প্রভৃতি
অন্যদিকে:
-
জোহরা উপন্যাসটি রচনা করেছেন মোজাম্মেল হক।
-
বখতিয়ারের ঘোড়া কাব্যগ্রন্থের রচয়িতা আল মাহমুদ।
-
আসায় বসতি কাব্যগ্রন্থের রচয়িতা আহসান হাবীব।

0
Updated: 6 hours ago
'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের?
Created: 1 month ago
A
হুতোম প্যাঁচার নক্সা
B
আলালের ঘরের দুলাল
C
সধবার একাদশী
D
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
আলালের ঘরের দুলাল
- আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস।
- প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ 'আলালের ঘরের দুলাল'।
- আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- উপন্যাসটিতে দেশীয় বন্ধ্যা শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা নিয়ে লেখক তাঁর অভিমত প্রকাশ করেছেন।
- ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যাপারে পিতার অবহেলা তাকে অধঃপতনে নিয়ে যায়।
- পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে।
- উপন্যাসটিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হলো মোকাজান মিয়া বা ঠকচাচা।
• এছাড়াও চরিত্রে হচ্ছে-
- বাবুরাম,
- বাবুরামের পুত্র মতিলাল,
- ধূর্ত উকিল বটলর,
- অর্থলোভী বাঞ্ছারাম,
- তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি।
-------------------------
• প্যারীচাঁদ মিত্র:
- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম।
- তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- তাঁর ছন্দনাম “টেকচাঁদ ঠাকুর”।
- ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
- আলালের ঘরের দুলাল,
- মদ খাওয়া বড় দায়,
- জাত থাকার কি উপায়,
- আধ্যাত্মিকা।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
রোহিনী কোন উপন্যাসের নায়িকা?
Created: 3 months ago
A
কৃষ্ণকান্তের উইল
B
চোখের বালি
C
গৃহদাহ
D
পথের পাঁচালী
কৃষ্ণকান্তের উইল (উপন্যাস)
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই উপন্যাসটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম এবং প্রকাশের সময়কালে এটি বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল।
-
উপন্যাসটির মূল চরিত্র রোহিনী—একজন বিধবা নারী—যার মাধ্যমে লেখক নৈতিকতা ও শিল্পবোধের দ্বন্দ্বকে অত্যন্ত জটিলভাবে উপস্থাপন করেন।
-
বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় এই গ্রন্থটি চারবার পুনর্মুদ্রিত হয়, যা তার জনপ্রিয়তা ও তাৎপর্য নির্দেশ করে।
-
উপন্যাসটির মুখ্য চরিত্র:
-
রোহিনী
-
গোবিন্দলাল
-
ভ্রমর
-
👤 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৩৮ সাল, চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে (বর্তমান পশ্চিমবঙ্গ)।
-
সাহিত্যচর্চার সূচনা করেন ‘সম্বাদ প্রভাকর’ পত্রিকায় কবিতা লিখে।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থের নাম: ললিতা তথা মানস।
-
তাঁকে বাংলা উপন্যাসের জনক হিসেবে বিবেচনা করা হয়।
-
প্লট নির্মাণ, চরিত্র রচনা, তাদের বিকাশ ও পরিবর্তনে তিনি ছিলেন অদ্বিতীয়।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
দুর্গেশনন্দিনী
-
কপালকুন্ডলা
-
বিষবৃক্ষ
-
মৃণালিণী
-
রজনী
-
আনন্দমঠ
-
দেবী চৌধুরানী
-
সীতারাম
-
কৃষ্ণকান্তের উইল
🖋️ তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধসমূহ:
-
লোকরহস্য
-
কমলাকান্তের দপ্তর
-
বিবিধ সমালোচনা
-
সাম্য
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর,
বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম,
বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
'জয়গুন' কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র?
Created: 6 hours ago
A
সূর্য-দীঘল বাড়ী
B
সংশপ্তক
C
সারেং বৌ
D
পদ্মা নদীর মাঝি
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
-
রচয়িতা: আবু ইসহাক
-
প্রকাশ: ১৯৫৫
-
বিষয়: সামাজিক উপন্যাস; বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত চিত্র
-
পটভূমি: বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ
-
কেন্দ্রীয় চরিত্র: জয়গুন
অন্যান্য চরিত্রসমূহ:
-
হাসু
-
মায়মুন
-
শাফি
-
ডা. রমেশ চক্রবর্তী
-
মোরল গদু
আবু ইসহাক সম্পর্কে:
-
জন্ম: ১ নভেম্বর ১৯২৬, শরিয়তপুর জেলার শিরঙ্গল গ্রাম
-
কাজী নজরুল ইসলাম সম্পাদিত নবযুগ পত্রিকায় ‘অভিশাপ’ গল্প প্রকাশিত
-
অন্যান্য প্রকাশনা: সওগাত, আজাদ প্রভৃতি পত্রিকায় রচনা
-
মৃত্যু: ১৬ ফেব্রুয়ারি ২০০৩, ঢাকা
অন্য রচনাসমূহ:
-
উপন্যাস: পদ্মার পলিদ্বীপ, জাল
-
গল্পগ্রন্থ: হারেম, মহাপতঙ্গ

0
Updated: 6 hours ago