’মুনতাসির ফ্যান্টাসি’ ও ‘কিত্তনখোলা’ নাটকদ্বয়ের রচয়িতা কে?
A
সেলিম আল দীন
B
আবদুল্লাহ আল মামুন
C
কবীর চৌধুরী
D
আলাউদ্দিন আল আজাদ
উত্তরের বিবরণ
সেলিম আল দীন
-
জন্ম: ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১৮ই নভেম্বর, তৎকালীন নোয়াখালি জেলার সোনাগাজির সেনেরখিল গ্রামে।
-
প্রারম্ভে তিনি কবিতা লিখতেন।
-
১৯৭২ খ্রিষ্টাব্দে তাঁর রচিত ‘নীল শয়তান: তাহিতি ইত্যাদি’ নাটকটি টেলিভিশন ও বেতারে প্রচার হলে তিনি নাট্যকার হিসেবে পরিচিতি লাভ করেন।
সেলিম আল দীন রচিত নাট্যগ্রন্থ:
-
সর্প বিষয়ক গল্প ও অন্যান্য
-
বাসন
-
কেরামতমঙ্গল
-
কিত্তনখোলা
-
হাতহদাই
-
শকুন্তলা
-
মুনতাসীর ফ্যান্টাসি
-
জন্ডিস ও বিবিধ বেলুন
-
চাকা
-
যৈবতী কন্যার মন
-
হরগজ
-
নিমজ্জন ইত্যাদি

0
Updated: 6 hours ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যকর হয় কবে থেকে?
Created: 1 month ago
A
১ জুন, ২০২৫
B
৩০ জুন, ২০২৫
C
১ জুলাই, ২০২৫
D
৩১ জুলাই, ২০২৫
জাতীয় বাজেট ২০২৫-২৬
-
ক্রম: ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)
-
শিরোনাম: ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’
-
উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)
-
উত্থাপন তারিখ: ২ জুন, ২০২৫
-
অনুমোদন তারিখ: ২২ জুন, ২০২৫
-
কার্যকর তারিখ: ১ জুলাই, ২০২৫
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
অনুমিত মুদ্রাস্ফীতি হার: ৬.৫%
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৭%

0
Updated: 1 month ago
চলিত রীতি প্রতিষ্ঠায় কোন পত্রিকার নাম স্মরণীয়?
Created: 4 weeks ago
A
সবুজপত্র
B
শিখা
C
দিগদর্শন
D
সমকাল
'সবুজপত্র' পত্রিকা:
- বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র পত্রিকা।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়।
- ১৯২৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

0
Updated: 4 weeks ago
কোন পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর?
Created: 4 days ago
A
শিখা
B
সমকাল
C
ঢাকা প্রকাশ
D
উত্তরাধিকার
বাংলার উল্লেখযোগ্য সাহিত্যপত্রিকা
১. সমকাল
-
প্রকাশকাল: ১৯৫৭ খ্রিষ্টাব্দ, ঢাকা।
-
সম্পাদক: সিকান্দার আবু জাফর।
-
সহকারী সম্পাদক: হাসান হাফিজুর রহমান।
-
বৈশিষ্ট্য: তৎকালীন পূর্ব পাকিস্তানে আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে অনন্য ভূমিকা।
২. ঢাকা প্রকাশ
-
প্রকাশকাল: ৭ মার্চ ১৮৬১, ঢাকা বাবুবাজার।
-
বৈশিষ্ট্য: ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র।
-
প্রথম সম্পাদক: কবি কৃষ্ণচন্দ্র মজুমদার।
-
পরিচালক: ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ঈশ্বরচন্দ্র বসু, চন্দ্রকান্ত বসু প্রমুখ।
-
স্থায়িত্ব: প্রায় ১০০ বছর।
৩. শিখা
-
প্রকাশকাল: প্রথম সংখ্যা চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭)।
-
পটভূমি: ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র।
-
সম্পাদক: অধ্যাপক আবুল হুসেন (অর্থনীতি ও বাণিজ্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
-
বৈশিষ্ট্য: বছরে একবার প্রকাশিত হত।
৪. উত্তরাধিকার
-
প্রকাশকাল: প্রথম সংখ্যা ১৯৭৩।
-
সম্পাদক: রফিক আজাদ।
-
প্রকাশক: বাংলা একাডেমি।
-
ধারা:
-
১৯৭৩–১৯৮৩: মাসিক।
-
১৯৮৩–২০০৯: ত্রৈমাসিক (ক্রমশ অনিয়মিত)।
-
জুলাই ২০০৯ থেকে: আবার মাসিক আকারে নিয়মিত প্রকাশ।
-
-
বৈশিষ্ট্য: গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, গ্রন্থ-সমালোচনা ইত্যাদি প্রকাশ।

0
Updated: 4 days ago