এক দিনে ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার একসঙ্গে অবস্থান করে?
A
১১ বার
B
২২ বার
C
২৪ বার
D
৪৮ বার
উত্তরের বিবরণ
প্রশ্ন: এক দিনে ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কতবার একসঙ্গে অবস্থান করে?
সমাধান:
আমাদের ঘড়িতে সাধারণত ১২টি সংখ্যা থাকে
প্রতি ১২ ঘণ্টায়, ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা ১১ বার একসঙ্গে অবস্থান করে।
এর কারণ হলো, ১১ : ৫৫ -তে মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটার ওপর পুরোপুরি আসার আগেই সময় ১২:০০ বেজে যায়, ফলে আরেকটি মিলন শুরু হয়।
অতএব, ১২ ঘণ্টায় ১১ বার মিলিত হলে,
২৪ ঘণ্টায়: ১১ × ২ = ২২
অর্থাৎ, দিনে ২২ বার ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একত্রে অবস্থান করে।
0
Updated: 1 month ago
ঘড়িতে 3 : 40 মিনিট বাজার সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
Created: 1 month ago
A
45°
B
75°
C
130°
D
210°
প্রশ্ন: ঘড়িতে 3 : 40 মিনিট বাজার সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
সমাধান:
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ,
= (11 × M - 60 × H)/2
= (11 × 40 - 60 × 3)/2
= (440 - 180)/2
= 260/2
= 130°
0
Updated: 1 month ago
What is the angle between the hour and minute hand of a clock when it is 3 : 40 pm?
Created: 1 month ago
A
120°
B
110°
C
150°
D
130°
Question: What is the angle between the hour and minute hand of a clock when it is 3 : 40 pm?
Solution:
3 ঘণ্টা 40 মিনিট = 3 + (40/60) ঘণ্টা
= 11/3 ঘণ্টা
ঘণ্টার কাঁটা 12 ঘণ্টায় 360° ঘুরে
∴ 1 ঘণ্টায় ঘুরে 360/12 = 30°
∴ 11/3 ঘণ্টায় ঘুরে (30 × 11/3) = 110°
আবার,
মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6° করে ঘুরে
∴ 40 মিনিটে ঘুরে (6 × 40) = 240°
সুতরাং, ঘড়ির কাঁটা দুটির মধ্যবর্তী কোণ = |240 - 110| = 130°
0
Updated: 1 month ago
একটি দেয়াল ঘড়িতে ৪ : ৩০ টা বাজে, তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তাহলে ঘণ্টার কাঁটাটি কোন দিকে থাকবে?
Created: 1 month ago
A
উত্তর-পশ্চিম
B
উত্তর-পূর্ব
C
দক্ষিণ-পূর্ব
D
দক্ষিণ-পশ্চিম
প্রশ্ন: একটি দেয়াল ঘড়িতে ৪ : ৩০ টা বাজে, তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তাহলে ঘণ্টার কাঁটাটি কোন দিকে থাকবে?
সমাধান:
- একটি দেয়াল ঘড়িতে ৪ : ৩০ টা বাজে তখন যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে, তাহলে ঘণ্টার কাঁটাটি দক্ষিণ-পূর্ব দিকে থাকবে।
0
Updated: 1 month ago