শরৎচন্দ্রের কোন উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
A
পথের দাবী
B
নিস্কৃতি
C
চরিত্রহীন
D
দত্তা
উত্তরের বিবরণ
'পথের দাবী' উপন্যাস
-
পথের দাবী (১৯২৬) একটি রাজনৈতিক উপন্যাস।
-
কাহিনীর পটভূমি ব্রহ্মদেশ।
-
এক গুপ্ত দলের নায়ক সব্যসাচী উপন্যাসের প্রধান চরিত্র।
-
কারো মতে, সব্যসাচী চরিত্রে বিপ্লবী রসবিহারীবসু-এর ছায়াপাত ঘটেছে।
-
উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
-
ভারতীয় রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এ গ্রন্থের বিশেষ গুরুত্ব রয়েছে।
-
বঙ্গবানী পত্রিকার ১৩২৯-এর ফাল্গুন সংখ্যা থেকে পথের দাবী ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
তাঁর রচিত বিখ্যাত উপন্যাসসমূহ:
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পন্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয় প্রভৃতি

0
Updated: 6 hours ago
'তোমাকে অভিবাদন প্রিয়তমা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 6 hours ago
A
শওকত আলী
B
নির্মলেন্দু গুণ
C
আসাদ চৌধুরী
D
শহীদ কাদরী
শহীদ কাদরী
-
স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি।
-
জন্ম: ১৯৪২ সালে, কলকাতার পার্কস্ট্রিটে।
-
মৃত্যু পর তাঁর ইচ্ছে অনুসারে ঢাকাতে সমাধিস্থ করা হয়।
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
উত্তরাধিকার
-
তোমাকে অভিবাদন প্রিয়তমা
-
কোথাও কোন ক্রন্দন নেই
-
আমার চুম্বনগুলো পৌছে দাও

0
Updated: 6 hours ago
'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
Created: 1 month ago
A
নাটক
B
কাব্য
C
আত্মজৈবনিক উপন্যাস
D
গীতি কবিতার সংকলন
উদাসীন পথিকের মনের কথা
• ‘উদাসীন পথিক' এই ছদ্মনামে মীর মশাররফ হোসেন ব্যক্তিগত জীবনের পটভূমিতে স্বীয় পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন এ গ্রন্থে।
• “উদাসীন পথিকের মনের কথা” (১৮৯০) কে প্রকৃতপক্ষে উপন্যাস বা আত্মজীবনীমূলক রচনা এর কোনোটাই বলা যায় না। বরং বলতে হয়, গ্রন্থটি লেখকের আত্মজীবননির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনার মিশেল উপন্যাসসুলভ সাহিত্যিক উপস্থাপনা।
• এতে লেখকের পারিবারিক ইতিবৃত্ত বর্ণনা এবং নিজের মাতা-পিতাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে চিত্রিত হতে দেখা যায়। উদাসীন পথিকের মনের কথায় হিন্দু-মুসলমানের যে মিলন-কামনা আছে, তার গভীর তাৎপর্য স্বীকার করতে হয়।
---------------------------
• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।
• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।
• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাস কোনটি?
Created: 3 weeks ago
A
দীপনির্বাণ
B
নির্বাণদীপ
C
বিচিত্রা
D
বিদ্রোহ
স্বর্ণকুমারী দেবী:
-
তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী।
-
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক।
-
দীর্ঘ ত্রিশ বছর ধরে মাসিক ভারতী পত্রিকার লেখক ও সম্পাদক হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন।
-
তাঁর প্রথম উপন্যাস ‘দীপনির্বাণ’।
-
তাঁর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হলো ‘কাহাকে’ (১৮৯৮), যা ইংরেজিতে The Unfinished Song নামে অনূদিত হয়েছে।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
দীপনির্বাণ
-
মেবার রাজ
-
মালতী
-
বিদ্রোহ
-
বিচিত্রা
-
স্বপ্নবাণী
-
মিলনরাত্রি
তাঁর কাব্যগ্রন্থ:
-
গাঁথা
-
কবিতা ও গান
তাঁর নাটক:
-
বসন্ত উৎসব
-
দেব কৌতুক
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 3 weeks ago