A
সাভারে
B
চট্টগ্রামে
C
মংলায়
D
ঈশ্বরদীতে
উত্তরের বিবরণ
বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় - চট্রগ্রামে
• ইপিজেড:
- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯টি।
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড।
- ১৯৮৩ সালে এটি যাত্রা শুরু করে।
এছাড়াও,
- 'প্রস্তাবিত নবম ইপিজেড স্থাপিত হবে পটুয়াখালীতে।
- ২০২৬ সালের জুনের মধ্যে ইপিজেড স্থাপনের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
- তবে এখনো কাজ শুরু হয় নি প্রস্তাবিত ইপিজেডের।
উৎস: বেপজা ওয়েবসাইট।

0
Updated: 4 weeks ago
বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা-
Created: 2 days ago
A
৬টি
B
৮টি
C
১০টি
D
১২টি
ইপিজেড (EPZ)
ইপিজেডের প্রতিষ্ঠা হয় ১৯৮০ সালে, যার নাম BEPZA (বাংলাদেশ ইপিজেড কর্তৃপক্ষ)।
-
দেশের প্রথম ইপিজেডটি চালু হয়েছিল চট্টগ্রামের পতেঙ্গায়।
-
এটি কার্যকরভাবে শুরু হয় ১৯৮৩ সালে।
-
বাংলাদেশে মোট ৯টি ইপিজেড আছে, যার মধ্যে ৮টি সরকারি এবং ১টি বেসরকারি।
সরকারি ইপিজেড
-
বাংলাদেশের সরকারি ইপিজেডের সংখ্যা ৮টি।
-
এগুলো অবস্থান করছে:
-
চট্টগ্রাম
-
সাভার
-
মংলা (খুলনা)
-
উত্তরা (নীলফামারী)
-
ঈশ্বরদী (পাবনা)
-
কুমিল্লা
-
কর্ণফুলী (চট্টগ্রাম)
-
আদমজী (নারায়ণগঞ্জ)
-
-
১৯৮০ সালে সরকারের একটি আইন পাস হওয়ার পর ১৯৮৩ সালে এগুলো প্রতিষ্ঠিত হয়।
-
এসব ইপিজেডের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করে BEPZA।
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হলো উত্তরা, যা নীলফামারীতে অবস্থিত।
উৎস: BEPZA ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 days ago