জেনারেল এরশাদের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
A
বিচারপতি শাহাবুদ্দীন আহমদ
B
বিচারপতি হাবিবুর রহমান
C
বিচারপতি আবু সাইদ চৌধুরী
D
বিচারপতি লতিফুর রহমান
উত্তরের বিবরণ
জেনারেল এরশাদের শাসনের অবসান ও গণতান্ত্রিক শক্তির পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে ১৯৯০ সালের তত্ত্বাবধায়ক সরকার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি দেশের প্রথম অসামরিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের উদাহরণ হিসেবে পরিচিত।
-
জেনারেল এরশাদের বিরোধী আন্দোলন প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ ঘোষণার মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ পায়।
-
সারাদেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করলে সরকার ২৭ নভেম্বর ১৯৯০ জরুরি অবস্থা জারি ও রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করে।
-
জনগণ জরুরি অবস্থা উপেক্ষা করে রাস্তা আন্দোলনের মাধ্যমে এরশাদের পদত্যাগ দাবি করে।
-
সামরিক বাহিনী এরশাদকে সমর্থন প্রত্যাহার করলে তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি মেনে নেন।
-
১৯৯০ সালের ৪ ডিসেম্বর এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন।
-
৬ ডিসেম্বর ১৯৯০ উপ-রাষ্ট্রপতি মওদুদ আহমেদ পদত্যাগ করেন।
-
তিন-জোটের মনোনীত প্রার্থী, প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমেদকে উপ-রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
-
এরশাদ পদত্যাগ করে শাহাবুদ্দীনের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
-
এর মাধ্যমে এরশাদের শাসনের অবসান ঘটে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়।
-
এটি দেশের প্রথম অসামরিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের উদাহরণ।
0
Updated: 1 month ago
গারোদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কী?
Created: 1 month ago
A
বৈসাবি
B
ওয়ানগালা
C
রথযাত্রা
D
সাংগ্রাই
গারো জনগোষ্ঠী মূলত ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে। তারা নিজেদের পরিচয়ে বৈচিত্র্য বহন করে এবং ভাষা ও সংস্কৃতিতে বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করে। তাদের সমাজে মাতৃতান্ত্রিক প্রথা ও বিশেষ উৎসব গুরুত্ব পায়। অন্যদিকে, বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নববর্ষ ও ধর্মীয় উৎসবও স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমৃদ্ধ।
-
গারো জনগোষ্ঠী ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় এবং বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাস করে।
-
ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও গাজীপুর জেলায় গারোদের বসবাস রয়েছে।
-
গারোরা ভাষা অনুযায়ী বোডো-মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
-
জাতিগত পরিচয়ে অনেক গারো নিজেদেরকে মান্দি বলে উল্লেখ করে।
-
গারো ভাষায় ‘মান্দি’ শব্দের অর্থ হলো ‘মানুষ’।
-
গারো সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত।
-
তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব হলো ‘ওয়ানগালা’।
অন্যদিকে,
-
বৈসাবি হলো বাংলাদেশের পার্বত্য অঞ্চলের তিনটি প্রধান আদিবাসী সম্প্রদায়—ত্রিপুরা, মারমা ও চাকমাদের নববর্ষের উৎসবের সম্মিলিত নাম।
-
রথযাত্রা বা রথদ্বিতীয়া হলো আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব।
-
সাংগ্রাই হলো বাংলাদেশী মারমা ও রাখাইন জাতিগোষ্ঠীর নববর্ষ উৎসব।
উৎস:
0
Updated: 1 month ago
মহাকাশযাত্রার প্রথম পদক্ষেপটির সূচনা হয়েছিল কত সালে?
Created: 1 month ago
A
১৯৬১ সালে
B
১৯৫৭ সালে
C
১৯৫১ সালে
D
১৯৬৫ সালে
মহাকাশযাত্রার প্রথম পদক্ষেপ
-
মহাকাশযাত্রার সূচনা হয়েছিল ১৯৫৭ সালের ৪ অক্টোবর।
-
এই যাত্রার সূচনা করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
-
তারা স্পুটনিক-১ নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে।
-
"স্পুটনিক" শব্দের অর্থ হলো ভ্রমণসঙ্গী বা সহযাত্রী।
-
একই বছর ২ নভেম্বর, তারা স্পুটনিক-২ নামক আরেকটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়।
উল্লেখযোগ্য তথ্য:
-
প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহ: এক্সপ্লোরার-১
-
উৎক্ষেপণ তারিখ: ২ ফেব্রুয়ারি ১৯৫৮।
-
-
প্রথম মানুষবাহী কৃত্রিম উপগ্রহ: ভস্টক-১ (সোভিয়েত ইউনিয়ন)।
-
প্রথম মহাকাশযাত্রী: ইউরি গ্যাগারিন (সোভিয়েত ইউনিয়ন)।
-
তিনি ১৯৬১ সালের ১২ এপ্রিল ভস্টক-১ এ চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন।
-
উৎস: সাধারণ বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
0
Updated: 1 month ago
প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের জিআই পণ্য কোনটি?
Created: 1 month ago
A
ইলিশ
B
মসলিন
C
জামদানি শাড়ি
D
বাগদা চিংড়ি
জিআই (Geographical Indication) পণ্য
-
সংজ্ঞা:
-
জিআই বা ভৌগলিক নির্দেশক হলো এমন একটি স্বীকৃতি, যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া ও ঐ অঞ্চলের জনগোষ্ঠীর সংস্কৃতির প্রভাবিত পণ্যকে প্রদান করা হয়।
-
অর্থাৎ, সেই পণ্য শুধুমাত্র সেই নির্দিষ্ট এলাকা থেকে উৎপাদনযোগ্য।
-
-
স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান:
-
WIPO (World Intellectual Property Organization) জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে।
-
-
আইনি ভিত্তি:
-
বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন পাস হয় ২০১৩ সালে।
-
-
দেশের প্রথম স্বীকৃত জিআই পণ্য:
-
জামদানি শাড়ি
-
২০১৬ সালে জামদানি দেশের প্রথম জিআই হিসেবে নিবন্ধিত হয়।
-
উৎস:
i) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়েবসাইট
ii) প্রথম আলো
0
Updated: 1 month ago