‘ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা’ সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
A
অনুচ্ছেদ - ১২৪
B
অনুচ্ছেদ - ১২১
C
অনুচ্ছেদ - ১২৩
D
অনুচ্ছেদ - ১২২
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান ভোটার-তালিকায় নামভুক্তি ও নির্বাচনী যোগ্যতার জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করে। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনগণের নির্বাচনী অধিকার নিশ্চিত করা হয়।
-
অনুচ্ছেদ ১২২: ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
-
সংসদের নির্বাচন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
-
কোন ব্যক্তি ভোটার-তালিকায় অন্তর্ভুক্ত হবেন যদি:
-
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন,
-
(খ) তাঁর বয়স কমপক্ষে ১৮ বছর হয়,
-
(গ) কোন যোগ্য আদালত তাঁকে অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষণা না করে,
-
(ঘ) তিনি নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা সেই এলাকার অধিবাসী বিবেচিত হন,
-
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ (দালাল আইন) অনুযায়ী কোনো অপরাধে দণ্ডিত না হন।
-
-
-
অন্যান্য প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১২১: প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা।
-
অনুচ্ছেদ ১২৩: নির্বাচন-অনুষ্ঠানের সময় নির্ধারণ।
-
অনুচ্ছেদ ১২৪: নির্বাচন সম্পর্কিত সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা।
-
0
Updated: 1 month ago
রাজনৈতিক দল কীসের উপর ভিত্তি করে গড়ে উঠে?
Created: 1 month ago
A
মত, পথ ও আদর্শের ভিত্তিতে
B
স্বজাতিবোধের ভিত্তিতে
C
সম্পর্কের ভিত্তিতে
D
ন্যায়নীতির ভিত্তিতে
বাংলাদেশে রাজনৈতিক দলের সমস্যাবলী:
- বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র।
- গণতন্ত্রের আদর্শকে সফলভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- যেকোনো ধরনের মত, পথ ও আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশে রাজনৈতিক দল গড়ে উঠতে পারে।
- যেকোনো গোষ্ঠী বা দল প্রচলিত বিধির আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যেকোনো রাজনৈতিক দল গঠন করতে পারে।
- বর্তমানে বিরাজমান এত অধিকসংখ্যক রাজনৈতিক দল কোন দেশের জন্য সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না।
- বাংলাদেশে রাজনৈতিক দলের অন্যতম সমস্যা হচ্ছে এ দলগুলো বিভিন্ন রকম।
- রক্ষণশীল, উদারনৈতিক, প্রগতিশীল, প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল আছে যারা কোন পরিবর্তন চায় না।
- ধনিক শ্রেণি নিয়ে তাদের দল গঠিত। তারা পুরোমাত্রায় রক্ষণশীল। এই দল গুলোর সমর্থকগণ রক্ষণশীল।
- আবার কতগুলো দল আছে যারা বর্তমান সমাজ ভেঙ্গে নতুন সমাজ গড়তে চায়।
- এই দলের সমর্থকগণ প্রগতিশীল হিসেবে পরিচিত।
তথ্যসূত্র - পৌরনীতি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন?
Created: 1 month ago
A
জাকারিয়া পিন্টু
B
হুমায়ুন কায়সার
C
আব্দুল জব্বার
D
কাজী সালাহউদ্দিন
স্বাধীন বাংলাদেমের ফুটবল দল দেশের মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালে দেশের শীর্ষ ফুটবলাররা গঠন করেছিলেন এই দলটি, যা মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিকভাবে জনমত সৃষ্টি করতে এবং দেশের স্বাধীনতা সমর্থনে মাঠে অবদান রাখতে ভূমিকা রেখেছিল।
-
প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক: জাকারিয়া পিন্টু।
-
মুক্তিযুদ্ধের সময় গঠন: দেশের শীর্ষ ফুটবলাররা স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করেছিলেন।
-
দলের লক্ষ্য: দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্বজনমত তৈরি করা।
-
ম্যাচ: ভারতের বিভিন্ন রাজ্যে ১৬টি ম্যাচে অংশগ্রহণ, যার ১২টিতেই জয়।
-
পরবর্তী কর্মকাণ্ড: তাঁর অধিনায়কত্বে ১৯৭৩ সালে মালয়েশিয়ার মারদেকা কাপে বাংলাদেশ অংশ নেয়।
-
মৃত্যু: ১৮ নভেম্বর ২০২৪।
0
Updated: 1 month ago
বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
Created: 1 month ago
A
মারমা
B
চাকমা
C
ত্রিপুরা
D
সাঁওতাল
চাকমা বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী, যারা পার্বত্য চট্টগ্রামের মূল অঞ্চলে বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বজায় রেখেছে।
প্রধান তথ্যগুলো হলো:
-
চাকমারা নিজেদেরকে চাঙমা বলে পরিচয় দেয়।
-
তাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলে।
-
এ অঞ্চলে তারা অন্যান্য কিছু আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে মিশ্রিত অবস্থায় বসবাস করে।
-
চাকমাদের প্রায় ৯০% রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
-
১৮৬০ সালে জুমচাষ নিষিদ্ধ হওয়ার পর তারা পার্বত্য চট্টগ্রামের পূর্বাঞ্চলে অবস্থান স্থাপন করে।
0
Updated: 1 month ago