‘গেরিলা’ চলচ্চিত্রের কাহিনি কোন উপন্যাস অবলম্বনে নির্মিত?
A
নিষিদ্ধ লোবান
B
আর্তনাদ
C
আলোহারা
D
আগুনের পরশমণি
উত্তরের বিবরণ
বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের ধারায় “গেরিলা” ২০১১ সালে মুক্তি পায়। এটি সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস অবলম্বনে নির্মিত এবং মুক্তিযুদ্ধের বাস্তবতা ও সাহসী সংগ্রামের কাহিনি উপস্থাপন করে।
-
গেরিলা চলচ্চিত্রটি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত।
-
এটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।
-
চলচ্চিত্রের কাহিনি সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ অবলম্বনে নির্মিত।
-
চিত্রনাট্য যৌথভাবে রচনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ ও এবাদুর রহমান।
-
মুক্তির পর চলচ্চিত্রটি বিপুল প্রশংসা অর্জন করে এবং মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার মধ্যে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত কোনটি? [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
তৈরী পোশাক শিল্প
B
চামড়াজাত পণ্য
C
কৃষি পণ্য
D
পাটজাত পণ্য
বাংলাদেশের রপ্তানি খাতের মধ্যে পোশাক শিল্প শীর্ষে থাকলেও চামড়া ও চামড়াজাত পণ্য খাতও গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং সম্প্রতি উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
-
দেশের প্রধান রপ্তানি খাত: পোশাক শিল্প
-
দ্বিতীয় প্রধান রপ্তানি খাত: চামড়া ও চামড়াজাত পণ্য
-
গত জুলাই মাসে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে রপ্তানি আয়: ১২ কোটি ৭৪ লাখ ডলার
-
একই মাসের আগের বছরের রপ্তানি আয় ছিল ৯ কোটি ৮২ লাখ ডলার
-
এই খাতের রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৯.৫%
-
বাংলাদেশের চামড়াজাত পণ্যের বড় বাজার: যুক্তরাষ্ট্র
0
Updated: 1 month ago
অধ্যাপক হল্যান্ডের মতে নিচের কোনটি আইনের উৎস নয়?
Created: 1 month ago
A
প্রথা
B
ধর্ম
C
জনমত
D
বিচারকের রায়
-
অধ্যাপক হল্যান্ড আইনের ৬টি উৎস উল্লেখ করেছেন।
-
তিনি জনমতকে সরাসরি আইনের উৎস হিসেবে অন্তর্ভুক্ত করেননি।
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎসগুলো হলো:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
প্রাচীন সমতট জনপদের কেন্দ্র ছিল -
Created: 1 month ago
A
লালমাই
B
পুণ্ড্রনগর
C
কোটিবর্ষ
D
পাহাড়পুর
সমতট:
- দক্ষিণ পূর্ব বাংলার জনপদ সমতট নামটির অর্থ তটের সমান্তরাল।
- চতুর্থ শতকের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ রয়েছে।
- কালিদাসের রঘুবংশ কাব্যের মাধ্যমে জানা যায় যে, সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- তিনি বৌদ্ধ সংস্কৃতির বিদ্যমান অবস্থার যে বর্ণনা রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে, কুমিল্লার লালমাই অঞ্চলই সমতট।
- সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- মেঘনা পূর্ববর্তী অঞ্চলই সমতট বলে পরিচিত ছিল।
- সমতটের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী 'লালমাই' এলাকা।
- প্রাচীন ত্রিপুরা বা বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলই নিয়েই ছিল প্রাচীন সমতট জনপদ।
- হিউয়েন সাঙ সপ্তম শতকে সমতটে এসেছিলেন।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago